Rule Change From September

দেখতে দেখতে এক বছরের অনেকগুলি মাস কেটে গিয়েছে। আগস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বরের পথে চলতি সাল। সেপ্টেম্বরের শুরু থেকেই বেশ কিছু নিয়মে বদলাতে চলেছে(Rule Change From September). আধার কার্ড, ক্রেডিট কার্ড, এলপিজি গ্যাসের দাম-সহ বেশ কিছু নিয়মে বদল আসবে।

আর সেই সকল নিয়মে বদল সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। এখন বরং দেখে নেওয়া যাক সেপ্টেম্বরের শুরু থেকে ‌কোন কোন নিয়মে বদল আসছে (Rule Change). আগের থেকে জেনে নিলে বিশেষ সুবিধা হবে আপনার। বদলে যাওয়া নিয়মগুলির বিষয় আগাম জেনে নিন।

Rule Change From September 2024

সেপ্টেম্বরের শুরু থেকে যে যে নিয়ম বদলাতে চলেছে সেই সমস্ত নিয়ম সম্পর্কে এক নজরে জেনে নিন(Rule Change from september). আর সেই সকল নিয়ম পরিবর্তনের ফলে কি কি সুবিধা কিংবা অসুবিধা হবে সেই বিষয়েও জেনে নিন।

6 Rule Change From September 2024

১) এলপিজি সিলিন্ডারের নিয়মে বদল

সাধারণত দেখা যায়, মাসের শুরুতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বদল আসে। সেপ্টেম্বরে এলপিজি গ্যাসের দামে বদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্যিক গ্যাসের দামেও বদল আসে। সেক্ষেত্রে গ্যাসের দাম বাড়লে আপনার পকেটে চাপ বাড়বে। আর গ্যাসের দাম যদি কমে তাহলে মধ্যবিত্তের মুখে ফুটবে হাসি।

২) আধার কার্ড সংক্রান্ত নিয়মে বদল

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এরপর হয়তো আর আধার কার্ড আপডেটের জন্য সময় বাড়ানো হবে না। তাই যদি আপনিও আধার কার্ড আপডেট করবেন বলে ঠিক করে থাকেন, তাহলে অবশ্যই ১৪ সেপ্টেম্বর-এর মধ্যে Uidai ওয়েবসাইট থেকে আধার কার্ড আপডেট করে নিন। যদি এরপর আপডেট করেন তাহলে আপনাকে টাকা খরচ করে আপডেট করতে হবে।

আগামী মাসে থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। কি কি নথি প্রয়োজন হবে?

৩) ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে বদল

জানা যাচ্ছে, ভারতের অন্যতম খ্যাতনামা HDFC ব্যাঙ্ক আগামী ১ সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে। আর এই নিয়ম কার্যকর হলে গ্রাহকরা প্রতিমাসে লেনদেনে মাত্র ২০০০ পয়েন্ট পর্যন্ত পেতে পারেন।

এবার থেকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য ব্যাঙ্ক কোনও রিওয়ার্ড দেবে না বলেই খবর। আবার IDFC ফার্স্ট ব্যাঙ্ক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের জন্য প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে বলে জানানো হল। পেমেন্টের তারিখও বদল করা হবে ১৮ থেকে কম করে ১৫ দিনে।

৪) সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বর মাসে খুশির খবর আসতে পারে। যে সম্ভাবনার কথা সামনে আসছে, সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াতে পারে ‌কেন্দ্রীয় সরকার। ‌সেক্ষেত্রে সরকারি কর্মী দের পকেটে আসবে অতিরিক্ত টাকা। পুজোর আগে বেজায় খুশি হবেন সরকারি কর্মীরা।

আপনার আধার কার্ড আসল তো? বুঝবেন কিভাবে? এই পদ্ধতিতে চেক করে নিন আধার কার্ডের বৈধতা

৫) ATF এবং CNG-PNG দামের নিয়মে বদল

সাধারণত প্রতি মাসের শুরুতে LPG সিলিন্ডারের দাম যেমন পরিবর্তন হয় ঠিক তেমনই তেল বিপণন সংস্থা গুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায়, এয়ার টারবাইন ফুয়েল (ATF) এবং CNG -PNG এই কারণে, সেপ্টেম্বর মাসের প্রথমে তাদের দামে বদল আসতে পারে বলে খবর।

৬) ভুয়ো কল সংক্রান্ত নিয়ম জারি হচ্ছে

সেপ্টেম্বরের শুরু থেকে অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ হতে পারে ভুয়ো কল এবং মেসেজ। কারণ ট্রাই টেলিকম সংস্থাগুলিকে তেমন নির্দেশ দিয়েছে। কিছুদিন আগেই কড়া নির্দেশিকা জারি করেছিল টেলিকম দপ্তর। তাই মনে করা হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে ভুয়ো, কল মেসেজ চিহ্নিত করা হবে এবং তার সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।