The New Business Ideas – মাসে লাখ টাকা আয়ের নতুন ফন্দি, শুরু করুন স্বল্প পুঁজিতে এই ব্যবসা।
The New Business Ideas – ভাগ্য বদলাতে আজই শুরু করুন এই ব্যবসা।
বর্তমানে সরকারি চাকরি কিংবা নিজের ব্যবসা (The New Business Ideas) এই দুটি কাজের দিকে বেশিরভাগ যুবক-যুবতীরা আকৃষ্ট হয়েছে থাকেন। অনেকে আবার ৮ ঘন্টা অফিসে বসে অক্লান্ত পরিশ্রমের চেয়ে ব্যবসা করতেই বেশি পছন্দ করেন, তাদের জন্য বড়ো সুযোগ। একটি ব্যবসার মাধ্যমে মাসে আয় করা সম্ভব প্রায় লাখ টাকা।
কিন্তু কিসের ব্যবসা করলে ব্যবসায় চটজলদি মুনাফা লাভ (The New Business Ideas) করা সম্ভব, তা অনেকেই ভেবে পান না। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে সেই সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। টি-শার্ট প্রিন্টিং বিজনেসের মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব।
ব্যবসার জন্য কি কি প্রয়োজন? (The New Business Ideas)
বর্তমানে টি-শার্টের চাহিদা খুব একটা কম নয়। জিন্স হোক বা শর্ট প্যান্ট কিংবা ডিজাইনার প্যান্ট সবেতেই প্রয়োজন হয় টি-শার্টের। তেমন পরিশ্রমের কাজ নয় এটি। প্রথমে বাড়িতেই এই কাজ শুরু করা যাবে। অনলাইন থেকে যে কোনো ব্যবসায়ী টি-শার্ট প্রিন্টিং এর মেশিন কিনে বাড়িতে বসে বিভিন্নরকম টি-শার্টে ডিজাইন করতে পারবেন। প্রসঙ্গত, এই মেশিনের পাশাপাশি লাগবে কোন ডিজাইন ছাড়া অর্থাৎ ফাঁকা এক রঙের টি-শার্ট। এরপর বিভিন্ন প্রিন্টিং মেশিনের সাহায্যে কাজ করতে হবে।
গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ খরচ একসঙ্গে বাঁচাতে চান? দেরি না করে এখনি দেখুন।
এছাড়াও আরো কি কি প্রয়োজন, তা নিচে বলা হল- (The New Business Ideas)
১) টি-শার্ট প্রিন্টিং মেশিন।
২) স্যাম্পল টি-শার্ট।
৩) প্রিন্টিং এর জন্য কালি।
৪) টেফলন শিট (টি-শার্টে প্রিন্টিং করতে গিয়ে ওভারহিটিং না হয় সেইজন্য টি-শার্টটির ওপরে ডিজাইন এবং টেফলন পেপার রাখা হয়)।
৫) সেলোটেপ (বিশেষ করে টেফলন শিটকে শার্টের সাথে ভালোভাবে লাগানোর জন্য ব্যবহার করা হয়)।
এই ব্যবসা করতে কত টাকা বিনিয়োগের প্রয়োজন?
টি-শার্ট প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে চাইলে খুব বেশি পুঁজির প্রয়োজন নেই। মাত্র ১ লাখের মধ্যেই ব্যবসার সঙ্গে জড়িত জিনিসগুলো কিনে এই ব্যবসা (The New Business Ideas) শুরু করা সম্ভব। এমনকি এই ব্যবসার সাথে জড়িত টি-শার্ট প্রিন্টিং মেশিনও খুবই কম দামে অনলাইন থেকে কেনা যাবে। এছাড়াও এক একটি টি-শার্ট কিনতে প্রায় ৭০-৮০ টাকা লাগতে পারে। খুব কম দামে যদি ভালো কোয়ালিটির টি-শার্ট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই।
কোথায় বিক্রি করবেন এই প্রিন্টিং টি-শার্ট? (The New Business Ideas)
টি-শার্ট ডিজাইন করার পর প্রথমদিকে নিজস্ব এলাকার কাপড়ের দোকান বা আশেপাশের ছোটখাটো শপিংমলের মালিকের সাথে কথা বলে পাইকারি রেটে সেগুলি বিক্রি করা যাবে। টি-শার্ট এর দামের সাথে সামঞ্জস্য রেখে কোয়ালিটি ও ডিজাইন ভালো হলে ধীরে ধীরে বাড়বে চাহিদাও। মাত্র একটি টি-শার্ট ৮০ টাকার মধ্যে কিনে তাতে প্রিন্ট করে প্রায় ২০০-৫০০ টাকায় বিক্রি করা সম্ভব। এইভাবে ধীরে ধীরে ব্যবসায় উন্নতি লাভ করার সাথে সাথে টি-শার্টের ব্র্যান্ডের পরিচিতিও বাড়বে।
ব্যবসা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manisha Basak.
নবোদয় বিদ্যালয়ে প্রায় 600 টি শুন্যপদে শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি