State Budget 2025: রাজ্য বাজেটে উপহার দিলেন মুখ্যমন্ত্রী। সবাইকে ফ্রিতে স্মার্টফোন দেওয়া হবে। বাংলায় খুশির জোয়ার
State Budget 2025 Announcement
কেন্দ্রীয় বাজেটের পর আয়োজিত হলো রাজ্য বাজেট 2025 (State Budget). আর সেই বাজেটে প্রতিশ্রুতি মত কথা রাখলেন মুখ্যমন্ত্রী। এবছর রাজ্য বাজেটের আগেই নানা ধরনের সম্ভাবনার কথা উঠে আসছিল। রাজ্য সরকার (WB Government) পশ্চিমবঙ্গের জনসাধারণের স্বার্থে জরুরী ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছিল। সেই সকল ঘোষণা তো হয়েছে তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, স্মার্টফোন দেওয়া হবে বাংলার কর্মীদের।
State Budget 2025 Announcement
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগে বিভিন্ন ধরনের প্রকল্প নির্মাণ করে সাধারণ মানুষের উপকার করেছেন। সেই সকল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা আগেই সামনে আসছিল। পাশাপাশি, বাংলার কর্মীদের জন্য এই বাজেট থেকে সুখবর আসবে বলে সূত্র মারফত খবর মিলছিল। আর সেই মতো এবার সুখবর পেলেন আইসিডিএস ও আশা কর্মীরা। সরকারের তরফে কী জানানো হলো?
সিভিক ভলেন্টিয়ারদের দারুণ সুবিধা দিলো পশ্চিমবঙ্গ সরকার। খুশিতে আত্মহারা সকলে
ফ্রিতে স্মার্টফোন দেবেন মুখ্যমন্ত্রী!
আসলে গত মাসে জেলা সফরে বেরিয়ে সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজ্য বাজেটেও তিনি কথা রাখলেন। এই বছরের রাজ্য বাজেট অধিবেশনে রাজ্যের আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের জন্য সুখবরের
ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেটে জানানো হয়েছে, আশা এবং আইসিডিএস কর্মীদের জন্য ফ্রিতে ফোন দেবে রাজ্য সরকার। আর এই পদক্ষেপের জন্য বরাদ্দ হয়েছে মোট ২০০ কোটি টাকা।
রাজ্য বাজেট ২০২৫ পেশার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সবমিলিয়ে প্রায় ৭০ হাজার আশাকর্মীকে দেওয়া হবে স্মার্টফোন। তবে শুধু তাই নয়, একই সাথে এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন দেওয়ার কথা জানানো হয়েছে। মূলত এই সকল কর্মীদের সম্মান জানানোর স্বার্থে রাজ্য সরকার তাঁদের স্মার্টফোন দেওয়ার ঘোষণা করে। আসলে এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আভাস দিয়েছিলেন যে, রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের ‘উপহার’ দেওয়া হবে। আর এবার সেই উপহারের ঘোষণা হয়েছে।
রাজ্য সরকার মোবাইল দেওয়ার ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় অনুদানের অভাব নিয়েও অভিযোগ করেছিলেন। সরকারের তরফে জানানো হয়েছে যে, ‘আশা কর্মীদের ফোন দিতে টেন্ডার হয়েছে। কেন্দ্র ওদের টাকা দেয় না। তবে ওরা রাজ্যের জন্য অনেক কাজ করেছে। তাঁদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকার তাই আইসিডিএস ও আশা কর্মী মেয়েদের মোবাইল ফোন দেওয়ার ঘোষণা করল।