ভারতে টেলিকম ব্যবসায় Jio, Airtel, Vodafone-Idea – কোম্পানিকে টেক্কা দিতে মাঠে নামছে BSNL-টাটা! কি কি প্ল্যান আনলো? দেখে নিন।

ভারতে টেলিকম ব্যবসাতে (Telecom Business) আসছে অমূল পরিবর্তন। বাজার কাঁপানোর কথা শোনা যায় Jio, Airtel, Vodafone-Idea নামক কোম্পানিগুলিকে। তবে এবারে টেলিকম বাজারে আসছে টাটা কোম্পানি। অবাক বিস্ময়ে জানার অধীর আগ্রহ সকলেরই। জেনে নেই বিস্তারিত।

টেলিকম ব্যবসায় ফের ঘুরে দাঁড়াবে এই কোম্পানি, সাথে আছে টাটা।

এবারে টাটা (Tata) একা নামছে না টেলিকম ব্যবসায়। এই টাটা (Tata) কোম্পানি হাত মেলালো বি এস এন এল এর সাথে। ভারতে টেলিকম ব্যবসায় বি এস এন এল কোম্পানির ইন্টারনেট পরিষেবা গ্রাহকদের মনপুতো নয়। যদিও কথা বলার জন্য কম খরচে মাসিক নানা প্ল্যান থাকার ফলে বি এস এন এল কোম্পানি বেশ গুরুত্ব পায়।

এবারে টাটা এর সাথে টেলিকম ব্যবসায় হাত মিলিয়ে বাজারে আসছে এই বিএসএনএল টেলিকম কোম্পানির 4G পরিষেবা। আর এর ফলে দারুন উপকৃত হবেন গ্রাহকেরা। নতুন করে জনপ্রিয়তা পাবার লক্ষ্যে চলতি বছরের 15ই আগস্ট 4G লঞ্চ করার কথা ঘোষণা করে বি এস এন এল।

পরবর্তীতে সেই তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগামী বছরের জানুয়ারি মাসে। অফিসিয়ালি জানানো হয়েছে জানুয়ারিতেই সারা ভারতে বৃহৎ ভাবে 4G প্ল্যান চালু করে দেবে এই কোম্পানি। আর সেই সকল প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত বিএসএনএল।

এক বিশেষ সাক্ষাৎকারে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় জানান যে, আগামী 2023 সালের জানুয়ারির মধ্যেই সারাদেশ জুড়ে বিএসএনএল এর 4G নেটওয়ার্ক সংক্রান্ত সমস্ত কাজ করা সম্পন্ন হবে। সেই সাথে তিনি আরো জানান, আগামী বছর অর্থাৎ 2023 সালের আগস্ট মাসের মধ্যেই দেশ জুড়ে 5G নেটওর্য়াকও শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

এই টেলিকম ব্যবস্থাকে এক্কেবারে ঢেলে সাজাতে বিএসএনএল(BSNL) সাহায্য নিচ্ছে TCS এর। জানানো হয়েছে, রতন টাটার মাল্টিন্যাশনাল কোম্পানি TCS এর সাহায্যেই টেলিকম ব্যবসাতে প্রথমে 4G এবং তারপরে 5G পরিষেবা শুরু করবে তারা। ফলে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা আরো বাড়বে।

এই মর্মে TCS ভারত সরকারের টেলিকম প্রযুক্তি বিকাশকারী, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DOT) এর সাথে BSNL-এর জন্য কোর 4G প্রযুক্তি এবং রেডিও সরঞ্জাম তৈরি করছে। এই নিয়ে বেশ ভালো টাকার চুক্তিও সম্পন্ন হবার পথে।

এক মোবাইল রিচার্জ প্ল্যান দিচ্ছে 1000 জিবি হাই-স্পিড ডেটা। সাথে কলিং, মেসেজ এর সুবিধা। বিশদে দেখুন।

TCS এবং BSNL একত্রে সারাদেশে 4G পরিষেবা প্রদানের জন্য 2 বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তি সম্পন্ন হলেই নেটওয়ার্কের কাজ শেষ করতে পারবে BSNL. জানা গিয়েছে, চুক্তিটি সম্পাদিত হবার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বি এস এন এল এবং TCS এর মধ্যে।

বাজারে টেলিকম ব্যবসাতে টিকে থাকতে গেলে আপডেট খুব দরকার। নাহলে কোথাও গ্রহণযোগ্যতা আসে না। তবে ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি হিসেবে নিজেদের নামকে আরো উজ্জ্বল করতে বিএসএনএল(BSNL) এবং টাটা এর এই যুগ্ম উদ্যোগ ভারতের টেলিকম ব্যবসায় বেশ সাড়া জাগাতে চলেছে। এতে নতুন গ্রাহক আরো বাড়বে কোম্পানিতে।

মাত্র 10 টাকার মোবাইল রিচার্জে আজীবন ইনকামিং ফ্রি, কতদিনের মধ্যে রিচার্জ করবেন?

তবে রিচার্জ প্ল্যান কেমন থাকবে, সেই বিষয়ে তেমন কোন তথ্য সামনে আসে নি। তবে সব রকম প্ল্যানের তুলনায় মূল্যের দিকে সব থেকে কম দাম দেওয়ার চেষ্টা করে বি এস এন এল নামক টেলিকম কোম্পানিটি।  সুতরাং এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবার কথা নয় বলেই মত।

টেলিকম সংক্রান্ত আরো অন্যান্য খবর, সস্তা রিচার্জ প্ল্যান দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে। এছাড়াও চাকরি, ব্যবসা, পোস্ট অফিস, ব্যাঙ্ক, সরকারি খবর, স্কুল, কলেজ সংক্রান্ত নানা খবরের জন্য ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button