Whatsapp Calling নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর সিদ্ধান্ত, ফ্রিতে সুবিধা পাবার দিন শেষ। বিস্তারিত দেখুন।

Whatsapp Calling ব্যবহার করে সাধারণ মানুষ বর্তমানে একে ওপরের সাথে কথা বলা থেকে ভিডিও কলিং এর সুবিধা ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করে থাকেন। কিন্তু এর ফলে টেলিকম কোম্পানির ইন্টারনেট ব্যবহার করা হলেও টকটাইম ব্যবহার প্রায় বন্ধই হয়ে গেছে। এছাড়াও আরও সুরক্ষা সক্রান্ত নানা রকমের সমস্যার উদয় ঘটে। এই নিয়েই TRAI – এর কাছে অভিযোগ করেছে টেইকম সংস্থা গুলি। চলুন, বাকিটা জেনে নেওয়া যাক।

Whatsapp Calling সহ অন্যান্য সুবিধার ফ্রি আক্সেস বন্ধের সম্ভাবনা প্রকট।

WhatsApp, Facebook, Telegram, Instagram-সহ আরও যে সব অ্যাপের মাধ্যমে আপনি Whatsapp Calling সহ ভয়েস বা ভিডিয়ো কল করা যায়, তাদেরকে OTT Call App বা ওভার দ্যা টপ কল অ্যাপ বলে। এমন বলার কারণটা হলো এরা স্রেফ ইন্টারনেটের সাহায্যে কলের সুবিধা দেয়। এই নিয়েই বেঁধেছে সমস্যা। অ্যাপের মাধ্যমে কল করা অত্যন্ত জনপ্রিয় হচ্ছে।

এই Whatsapp Calling ব্যবহারের কারণে টেলিকম সংস্থাগুলির ব্যবসা মার খাচ্ছে বলে অভিযোগ উঠছে। দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল ইত্যাদি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর কাছে কলিং অ্যাপগুলির বিরুদ্ধে অভিযোগ করেছে। এর ফলে আসতে পারে বড় সিদ্ধান্ত।

টেলিকম সংস্থা গুলির দাবি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টার্গাম এবং স্কাইপি-র মতো কলিং অ্যাপগুলি দেশের নিরাপত্তার জন্য বড়সড় হুমকি। এই অ্যাপগুলির জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং ব্যবস্থা তৈরি করার দাবি করেছে টেলিকম সংস্থাগুলি। সেই আইনগুলি কলিং অ্যাপগুলিকে মানতে হবে বলে দাবি করেছে টেলকোগুলি।

সাপ্তাহিক রাশিফল (27শে ফেব্রুয়ারি-5ই মার্চ, 2023) – মেষ থেকে মীন, পার্ট-2 দেখে নিন।

সম্প্রতি TRAI চেয়ারম্যান পিডি ভাঘেলার সঙ্গে বৈঠক সংঘটিত করে টেলিকম সংস্থাগুলি। ওই বেঠকে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া, টাটা টেলি এবং বিএসএনএল – এর সিনিয়র এগজ়িকিউটিভরা  ছিলেন। এয়ারটেলের তরফে উপস্থিত ছিলেন গোপাল ভিত্তল, তিনি বলেন, “মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির জন্য কঠোর আইন করা হয়েছে, কিন্তু OTT কোম্পানিগুলির জন্য কোনও নিয়ম এখনও পর্যন্ত নেই”।

Whatsapp Calling – এর বিষয়টি নিয়ে টেলকোগুলি TRAI-এর দুয়ারে তখনই পৌঁছে যায়, যখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মতো কলিং অ্যাপ ব্যাপকভাবে টেলিকম সংস্থাগুলির ব্যবসার উপরে থাবা বসাচ্ছে।’ টেলিকম সংস্থাগুলির তরফ থেকে দাবি করা হয়েছে, দেশের নিরাপত্তার জন্য OTT কল বা টেক্সট অ্যাপগুলি ক্ষতিকারক।

পশ্চিমবঙ্গে বদলে গেল রেশন তোলার নিয়ম, হাতের ছাপ লাগবে না, দোকানে যাওয়ার আগে জেনে নিন।

কারণ এই অ্যাপগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য দেশে আলাদা কোনও নিয়ম নেই। আবার এইসব সংস্থাগুলি ব্যবহারকারীর তথ্যও প্রকাশ্যে আনে না। এই বৈঠকের ফল হিসেবে কলিং অ্যাপগুলিকে দেশ থেকে পাততাড়ি গোটাতে হবে কিনা, তা স্রেফ সময় বলবে।
Written by Parna Banerjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button