Teacher Recruitment 2024: আর্মি পাবলিক প্রচুর স্কুলে শিক্ষক নিয়োগ। TGT, PGT, PRT পদে চাকরি। কিভাবে আবেদন জানাবেন? জানুন
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। নতুন করে প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে (Teacher Recruitment). এতদিন যারা চাকরির সন্ধানে ছিলেন, যারা শিক্ষক পদে চাকরি করতে চাইছিলেন, তাঁদের জন্য অবশ্যই এটি ভালো খবর। আর্মি পাবলিক স্কুলের তরফে নতুন করে নিয়োগ শুরু হয়েছে (Teacher Recruitment) আপনারা যারা আবেদন জানাতে ইচ্ছুক, অবশ্যই ডিটেলস জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিতে হবে। আজ এই প্রতিবেদনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সমস্ত তথ্য জানানো হলো।
Teacher Recruitment 2024
আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES) এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে (Teacher Recruitment) যেখানে বলা হয়েছে যে আর্মি পাবলিক স্কুলে নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষক (PRT) পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT), প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT)। অ্যাপ্লিকেশন জমা করা যাবে সরাসরি অনলাইন মারফত। তাই আর দেরি না করে শীঘ্রই নিজের আবেদন সাবমিট করুন।
পুজোর আগেই বিশাল সুখবর! আপার প্রাইমারির 14 হাজার শিক্ষক নিয়োগে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Teacher Recruitment Update 2024
১) ভ্যাকেন্সি ডিটেলস
আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES)-এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হল। এই স্কুলে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT), প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT) ও প্রাথমিক শিক্ষক (PRT) নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। বেশ কিছু পদের জন্য এই নিয়োগ। আগ্রহীরা আবেদন জানানোর আগে মূল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
২) শিক্ষাগত যোগ্যতা
আর্মি পাবলিক স্কুলের শিক্ষক পদে আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কিছু আবেদন যোগ্যতা রয়েছে। যেহেতু বিভিন্ন পদের শিক্ষক নিয়োগ হবে, যেমন প্রাথমিক শিক্ষক, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষক তাই বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার মানদন্ড ধার্য করা হয়েছে। আপনি যে পদের জন্য আবেদন করতে চান, সেই পদের যোগ্যতা দেখে নিন।
রাজ্যের রূপশ্রী প্রকল্পে গ্রুপ সি কর্মী নিয়োগ। প্রতিমাসে বেতন 15,000 টাকা
৩) বয়সসীমা
আর্মি পাবলিক স্কুলের শিক্ষক পদে আবেদন জানানোর জন্য নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। তাই আবেদন জানানোর আগে অবশ্যই সেই মানদন্ড জেনে নিতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে বয়সকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অতএব বয়সের যে মাপকাঠি তা জেনেই আবেদন সাবমিট করুন।
৪) আবেদন জানাবেন কিভাবে
- আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘OST 2024’-এ বেছে নিয়ে সেইখানে ক্লিক করতে হবে।
- এবার একটি নতুন পাতায় লগ ইন হবে। সেখানে নিজের ফোন নম্বর ও মেল আইডি লিখুন।
- এবার আপনার মোবাইল নম্বর ও মেল আইডিতে একটি ওটিপি আসবে।
- তাহলে এবার পুনরায় লগ ইন করুন। তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা দিন। তারপর নিজের অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন। এই আবেদন সাবমিট করার পর তার একটি স্ক্রিনশট, অথবা একটি কপি রেখে দেবেন।
৫) আবেদনের সময়সীমা
অনলাইনে এপ্লিকেশন সাবমিট করা যাবে আগামী ২৫ শে অক্টোবর পর্যন্ত। পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। OST পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 23 এবং 24 নভেম্বর, 2024 তারিখে। এই বিষয়ে আরও ডিটেলস জানতে অফিসিয়াল সাইট ফলো করুন।