SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হল। অ্যাপ্লিকেশন জমা করার আগে নিয়মগুলি জেনে নিন
Swami Vivekananda Scholarship Application Start
পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা গুরুত্বপূর্ণ স্কলারশিপ প্রকল্প হল স্বামী বিবেকানন্দ বৃত্তি বা SVMCM. প্রতি বছর এই স্কলারশিপ স্কিমে নিজ আবেদন জমা করেন হাজার হাজার ছাত্রছাত্রী। প্রতিবছরের মতো এবছরও শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) আবেদন প্রক্রিয়া। তবে আপনিও যদি এই স্কলারশিপের জন্য আবেদন জমা করতে চান, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ নতুন করে আবেদন জমা দিতে হলে কিছু নিয়মকানুন মানতে হবে। আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
SVMCM Scholarship Update 2024-25
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় বৃত্তি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) এই রাজ্যের সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণ করার জন্য এই একটি ভালো উদ্যোগ। আর্থিক প্রতিবন্ধকতার কারণে যে সকল শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন পূরণ করতে সমর্থ্য হচ্ছেন না, তাঁদের জন্য রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করে। মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য ও তাদের পড়াশোনা যাতে কোনভাবে বন্ধ না হয়ে যায় তাই স্কলারশিপের অন্যতম লক্ষ্য। ইতিমধ্যে 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
যদিও এর জন্য এখন নতুন করে অনলাইন পোর্টাল খোলা হয়েছে। আগ্রহী ছাত্র-ছাত্রীরা এই নতুন পোর্টালে গিয়েই আবেদন করতে পারেন। এই স্কলারশিপে আবেদন করতে পারবেন স্কুল থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা। বিশেষ করে যারা পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, পলিটেকনিক কোর্সে। মোটকথা বিভিন্ন বিভাগের ও বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রীদের জন্যই এই স্কলারশিপ চালু রয়েছে। ভাই আপনি যদি এখানে এবার আবেদন করতে চান, তাহলে নতুন নিয়ম কানুন এবং জেনে নিন আবেদন প্রক্রিয়া।
Swami Vivekananda Scholarship Eligibility
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানাতে পারবেন স্কুল স্তর থেকে স্নাতকোত্তর কোর্স পর্যন্ত শিক্ষার্থীরা।
- এই কোর্সে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং পলিটেকনিকের মতো কোর্সে পড়াশোনা করছেন তাঁরাও আবেদন জানাতে পারবেন।
- পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভালো ফল করেছে, এমন শিক্ষার্থীরাও স্বামী বিবেকানন্দ বৃত্তিতে রিনিউ করতে পারবেন।
- স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীদের শেষ পরীক্ষায় কমপক্ষে 60% স্কোর করতে হবে।
- রিনিউ করতে যে নিয়ম খেয়াল রাখতে হয়- যে শিক্ষার্থীরা আগে এই বৃত্তি পেয়েছিলেন এবং গত শিক্ষাবর্ষে কমপক্ষে 60% স্কোর করেছেন, তারা রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন।
সকল পড়ুয়ারা পাবেন 1,25,000 টাকা! যশস্বী স্কলারশিপে জমা করুন আবেদন
SVMCM Scholarship Application
আপনি যদি এই স্কলারশিপে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া দেখে নিন।
- আবেদন জানানোর জন্য আপনাকে প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- এবার রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন। আর একটা বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
- এবার আপনি আবেদনপত্র পূরণ করুন। আবেদনপত্রে আপনার ব্যক্তিগত, একাডেমিক এবং আয়ের বিবরণ সঠিকভাবে প্রদান করুন।
- আর এবার সমস্ত ডকুমেন্ট আপলোড করুন। প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি জমা দিন।
- আপনার আবেদন যাচাই করে জমা দিন আর আবেদন পত্র জমা দিয়ে একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।