SSC Recruitment Case: এসএসসি নিয়োগ মামলায় ২৬ হাজার চাকরি বাতিল। রায় ঘোষণা সুপ্রিম কোর্টে

SSC Recruitment Case Verdict

এসএসসি নিয়োগ মামলায় (SSC Recruitment Case) রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ২৬,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিল শীর্ষ আদালত। বহাল রইল কলকাতা হাইকোর্টের রায়। এদিন ২৬,০০০ চাকরিপ্রার্থী চাকরি বাতিলের রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

SSC Recruitment Case

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জটিলতা অব্যাহত ছিল। প্রচুর চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছিল সুপ্রিম কোর্টের রায়ের দিকে। কলকাতা হাইকোর্ট (Kolkata HC) থেকে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে (Suprime Court). প্রার্থীদের অপেক্ষা ছিল শীর্ষ আদালতে হয়তো এই মামলার কিনারা হবে দ্রুত। যদিও দীর্ঘদিন ধরে মামলার জল গড়ানোর পর অবশেষে শীর্ষ আদালতের তরফে জানানো হল, বহাল থাকছে কলকাতা হাইকোর্টের রায়। অর্থাৎ চাকরি বাতিল পক্ষেই রায় দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: বিরাট সুখবর! রাজ্যে ৮২৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা। আবেদন চলছে অনলাইনে

সুপ্রিম কোর্টে ২৬,০০০ চাকরি বাতিল

গত বছরের এপ্রিল মাসের ঘটনা স্কুল সার্ভিস কমিশনের এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে তরফে জানানো হয়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের সমস্ত নিয়োগ বাতিল হচ্ছে।

অর্থাৎ ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর সেই নির্দেশ শুনে চাকরি বাতিল হয় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। আর এবার সেই রায়ই পুনরায় বহাল রইল সুপ্রিম কোর্টে।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ মামলার রায় দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশও। এরপর গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মামলার শুনানি শেষ হয়। অবশেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: সকল গ্রাম পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগ। যোগ্যতা ও কিভাবে আবেদন করবেন?

সুপ্রিম কোর্টের রায়ে কী বলা হয়েছে?

এ দিন সুপ্রিম কোর্টের তরফে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ যে, এই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি আরও জানান, যোগ্য-ও অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়। তবে এ বিষয়ে শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, যাঁরা দোষী নন, তাঁরা নতুন করে ফের চাকরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায় বলছে, যারা চাকরি পেয়েছেন অবৈধ ভাবে, যারা দোষী রূপে চিহ্নিত হয়েছেন, তাঁদের বেতন ফেরত দিতে হবে। আগামী দিনে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই।

উপসংহার: সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হল প্রায় ২৬,০০০ চাকরি। শীর্ষ আদালতের নির্দেশের পর যে শূন্যপদগুলি তৈরি হল বলা হয়েছে, সেগুলিতে আগামী ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। এছাড়া, সর্বোচ্চ আদালত ক্যাবিনেট-এর বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নির্দেশও বহাল রেখেছে।

Related Articles

Back to top button