Summer Vacation – গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের নতুন সিদ্ধান্ত! শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল
বৈশাখ পড়ার সাথে সাথেই তীব্র দাবদাহের কারণে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে Summer Vacation বা গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। গত দুই বছর ধরেই বৈশাখ পড়ার সাথে সাথেই তীব্র গরমে জেরবার হয়ে যাচ্ছিল রাজ্যবাসী। এতটাই সূর্যের তাপবাহ যে দিনের বেলা কার্যত বাইরে বেড়ানো অসম্ভব হয়ে উঠছিল। দিনের বেলা তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪৫ ডিগ্রির আশেপাশে।
Summer Vacation will Cancel & Reopen All Schools in West Bengal
বাতাসে যেন লু বইছিল। সূর্যের প্রখর তাপে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছিলো। যদিও লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের বেশ কয়েকটি জেলায় স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছিল তবুও Summer Vacation বা গরমের ছুটি যেদিন পড়ার কথা ততদিন অবধি এই গরমে স্কুল খোলা রাখা যাচ্ছিল না।
তাই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সহ প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলিতে ছুটির কথা ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী যে ছুটি পড়ার কথা ছিল ৬ মে থেকে ২ জুন পর্যন্ত সেই ছুটি পড়েছিল ২২ এপ্রিল থেকে ২ রা জুন পর্যন্ত। এই মুহূর্তে রাজ্য সরকারি স্কুলগুলিতে Summer Vacation বা গরমের ছুটিই চলছে।
তবে বর্তমানে তীব্র তাপপ্রবাহের অবসান ঘটিয়ে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। আগের সেই গরমে হাঁসফাঁসানি গরম আর নেই। এসি প্রায় চালাতে হচ্ছেই না। ঠাণ্ডার মনোরম আবহাওয়াকে বেশ উপভোগ করছে রাজ্যবাসী।
তাই রাজ্যের স্কুলগুলিতে Summer Vacation বা গরমের ছুটি বাতিল করার ব্যাপারে মতামত দিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। উল্লেখিত এই দুটি শিক্ষক সংগঠনের দাবি হল, যেহেতু গরমের অস্বস্তি কিছুটা কমেছে তাই এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে বর্তমানে স্কুল খোলার ব্যবস্থা করা যেতে পারে।
পরবর্তীতে তাপপ্রবাহ বাড়লে পুনরায় স্কুলে Summer Vacation বা গরমের ছুটি দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করে দেখা যেতে পারে। এই বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার জানিয়েছেন, ঝড় বৃষ্টির জেরে গরম অনেকটাই কমে গেছে তাই আপাতত স্কুল খুলে দেওয়া যায়।
আবারও এগিয়ে আসলো গরমের ছুটি! নতুন করে তারিখ ঘোষণা। কবে থেকে ছুটি পড়ছে?
ফের যদি মাত্রাতিরিক্ত গরম পড়ে সে ক্ষেত্রে পুনরায় স্কুলগুলিতে Summer Vacation বা গরমের ছুটি দেওয়ার কথা ভাবা যেতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশ মিশ্র বলেন, এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠক্রম এবং পঠন পাঠন পদ্ধতি বদল করা হয়েছে।
সেমিস্টার পদ্ধতিতে পঠন-পাঠনে অভ্যস্ত হতে যথেষ্ট সময় লাগবে ছাত্র-ছাত্রীদের। সে ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকলে পড়াশোনার ক্ষতি হতে পারে। তাই আগামী ৩ জুন পর্যন্ত Summer Vacation বা গরমের ছুটি বাতিল করে বর্তমানে স্কুল খোলার আহ্বান জানিয়েছে এই দুটি শিক্ষক সংগঠন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের!
এখন দেখা যাক রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে। যদিও ধরে নেওয়াই যায় ঠাণ্ডার কারণে যেহেতু গরমজনিত অস্বস্তি নেই তাই ছাত্র ছাত্রীদের পড়াশুনার কথা চিন্তা করে এবং ইলেভেনের নতুন সেমিস্টার পদ্ধতির নতুন সিস্টিমে পড়াশুনার কথা মাথায় রেখে খুব শীঘ্র স্কুল খুলে যাবে আশা করা যায়।