Summer Vacation শেষের মুখে ফের বাড়ানো হল ছুটির দিন। কবে থেকে খুলছে স্কুল?

Summer Vacation নিয়ে আবারও একটি বড় আপডেট দেওয়া হলো রাজ্য সরকারগুলির তরফ থেকে। ফের দেওয়া হল গরমের ছুটির নোটিশ। প্রথমে ২০২৪ শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন ছুটির তালিকা প্রত্যেক বারের দেওয়া ছুটির দিনের তুলনায় অনেক বেশিই রাখা হয়েছিল। এর পর বিভিন্ন রাজ্যে ২০২৪ লোকসভা ভোটের দরুন স্কুলগুলিতে ভোট প্রক্রিয়া চালোনোর এবং কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প গড়ে তোলার জন্য অনেকগুলি দিন বন্ধ রাখা হয় স্কুল। মোটের ওপর এবার বেশ বড় সর ছুটি পান ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও।

Advertisement

Summer Vacation Date Extended

Summer Vacation ঘোষণা করার সময়ই বিভিন্ন রাজ্যের শিক্ষা দপ্তর গুলির তরফ থেকে জানানো হয় অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ গরমের রেশ আরো বাড়লে ছুটির দিনের সংখ্যাও আরো বাড়তে পারে। কিন্তু দেখা যাচ্ছে গরম তুলনামূলক ভাবে দিন দিন আরো বেড়েই চলেছে। মাঝে দিন কয়েক বৃষ্টি হওয়ার পরেও তাপমাত্রা কমেনি বিন্দুমাত্রও। এমত অবস্থায় ছাত্র ছাত্রীদের পক্ষে স্কুল যাওয়া দুঃসাধ্যকর হয়ে দাঁড়াচ্ছে।

যেকোনো সময় তারা অসুস্থ হয়ে যেতে পারে। তাই এই আবহাওয়ায় গরমের ছুটি শেষের মুখে ফের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। রাজ্য সরকার ২২ দিন ছুটি ঘোষণা করার পর ৩ জুন স্কুল খুলেছেন। কিন্তু ইতিমধ্যে স্কুলে ছাত্র ছাত্রীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। জানানো হয় ৩ রা জুন স্কুল খুললেও পড়ুয়ারা যাবেন না সেখানে।

Ads

শিক্ষক শিক্ষিকারা যাবেন এবং ভোট পর্ব চলাকালীন স্কুলগুলিতে পড়াশোনার যে প্রতিকূল পরিবেশ নষ্ট হয়েছে তা পুনরায় সঠিক করবে এরপর পড়ুয়ারা ১০ জুন সোমবার থেকে স্কুলে যাবে। প্রায় ১ মাসের কাছাকাছি ছুটি উপভোগ করছেন পড়ুয়ারা। টানা এতদিন ছুটি থাকার দরুন ছাত্র ছাত্রীদের পড়াশোনায় যে বিঘ্ন ঘটেছে তা অতিরিক্ত ক্লাসের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে সামঞ্জস্য রাখবে এমনটাও ঘোষণা করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

Advertisement

গরমের ছুটি শেষ হলেও হবে না ক্লাস! পড়াশোনা কবে থেকে শুরু হবে হবে? শিক্ষা দপ্তরের নতুন আপডেট জানুন

শুধু পশ্চিমবঙ্গ রাজ্যই নয় ইতিমধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ দিল্লির স্কুলগুলিতে Summer Vacation এ ছুটির দিন বাড়ানো হয়। রাজস্থান সরকার ১৩ ই মে থেকে তাদের সমস্ত সরকারী এবং সরকার পোষিত স্কুল গুলিতে ছুটি ঘোষণা করেছিলেন। যা এখন বাড়িয়ে ৩০ জুন অব্দি করা হলো। মধ্যপ্রদেশেও ছুটির দিন ৩০ এ জুন পর্যন্তই নির্ধারণ করা হয়েছে। একই ভাবে দিল্লি সরকারও তাদের গ্রীষ্মকালীন ছুটির দিনের সংখ্যা বাড়িয়ে ৫০ দিন ছুটির দিন করে। উত্তরপ্রদেশেও এই ছুটি ১৮ জুন পর্যন্ত ধার্য করা হয়।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকার ১০ জুন স্কুল খোলার বক্তব্য প্রকাশ করার পর ছুটি বিষয়ক আর কোনো মন্তব্য করেননি। সুতরাং ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলিতে ফের Summer Vacation পড়বে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কিন্তু সূর্যের এই প্রভাব যদি বহাল থাকে তবে রাজ্য সরকারের পক্ষে স্কুল গুলি খোলা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তখন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে ছুটির দিন আরো বাড়ানো হবে এমনটাই আশা করা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের একাধিক প্রাইভেট স্কুল ১২ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।
Written by Sathi Roy.

Ads

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement