Street Dogs Attack On Vehicle : চলন্ত গাড়ি দেখলেই কুকুর ধাওয়া করে! কেন? জানুন এর পিছনের সঠিক তথ্য।  

Street Dogs Attack On Vehicle : রাস্তা দিয়ে গাড়ি যেতে দেখলে সারমেয়রা অদ্ভুত আচরণ করে কেন? জানুন বিস্তারিত।

প্রতিদিন আমরা মজার ঘটনা দেখে থাকি (Street Dogs Attack On Vehicle) বা কখনও অন্য কারও মুখে শুনেও থাকি। আজকে যেই বিষয়ে কথা বলা হবে, তা আমরা প্রায়শই রাস্তায় চলাফেরার সময় দেখে থাকি। রাস্তায় চলাফেরার সময় কোনও অচেনা গাড়ি দেখলেই তার পেছন পেছন কুকুরেরা ধাওয়া করে। জানেন কি এর কারণ?

আরও পড়ুন, বিএসএনএল এর মারকাটারি অফার! মাত্র ৪৯ টাকায় পাবেন ডেটা থেকে কলিং সবকিছু।

অনেকেই ভেবে থাকেন তারা খেলার ছলে এই কাণ্ড করে থাকে। তবে তা আসল কারণ নয়। বিশেষজ্ঞদের মতে, কুকুরেরা নিজেদের বাসস্থানের এলাকা ভাগ করে রাখে (Street Dogs Attack On Vehicle)। তার জন্য প্রায়শই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির চাকাতে তাদের প্রস্রাব করতে দেখা যায়। দীর্ঘদিন ধরে সেই গন্ধ চাকায় লেগে থাকে। আর যেহেতু সারমেয়দের ঘ্রানশক্তি অত্যন্ত প্রবল, তাই তারা খুব সহজেই তা দিয়ে নিজেদের এলাকা চিহ্নিত করতে পারে। কখনও অন্য পাড়ায় চলে গেলেও সেই প্রস্রাবের গন্ধ দিয়ে তারা নিজেদের এলাকায় আবারও ফিরতে সক্ষম হয়।

আবার অনেকসময় দেখা যায় অন্য পাড়ার কোনও কুকুর বেপাড়ায় এলে তাদের দেখে এলাকার সারমেয়রা গর্জন করে জানান দেয়। তারা আসলে ভাবে নিজেদের (Street Dogs Attack On Vehicle) এলাকা দখল করতে অন্য পাড়ার থেকে সারমেয় এসেছে। তারা তক্ষুনি তাড়া করে। সেকারনে অচেনা গাড়ি দেখলে সারমেয়রা পেছনে দৌড়োয়। এছাড়াও গাড়ির পেছনে দৌড়নোর অন্য একটি কারণ আছে।

আরও পড়ুন, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাশ করলেই পাবে জোড়া উপহার, বড় ঘোষণা সরকারের।

অনেকের মতে, অনেক কুকুর আক্রমণাত্মক হওয়ার কারণে গাড়ির হেডলাইটের আলো চোখে পড়লে পেছনে ছুট লাগায়। আবার কোনও গাড়ির ধাক্কায় কখনও যদি কোনও কুকুরের অ্যাক্সিডেন্ট হয়। তারা সেটা গন্ধের মাধ্যমে হয়তো বুঝতে পারে (Street Dogs Attack On Vehicle)। সে কারনেও রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় কুকুরেরা ধাওয়া করে। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button