রাজ্য সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়ছে 500 টাকা, মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত! বিস্তারিত দেখতে ক্লিক করুন।
অগ্রীম বেতনে বাড়তি হিসেবে ১৬ হাজার টাকা তুলতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। এর সাথে সাথে উৎসব বোনাস বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের। যদিও রাজ্যে কোলকাতা শহীদ মিনারে এখনো আন্দোলন জারি রেখেছে রাজ্য সরকারি কর্মীদের সম্মিলিত সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের বকেয়া মহার্ঘ ভাতা না মেলা পর্যন্ত কোন মতেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না, বলেই জানিয়েছেন তারা। ইতিমধ্যেই আগামী ৩০শে মার্চ তারিখের বিশাল কর্মসূচীর প্রচার শুরু করেছেন তারা।
রাজ্যের সরকারি কর্মীদের উৎসব বোনাস আবার বেড়ে গেল, বকেয়া ডিএ অধরা।
বকেয়া ডিএ দিতে হবে এই দাবিতে যখন প্রতিবাদ করে চলেছেন সরকারি কর্মীরা, তখনই উৎসব বোনাস বৃদ্ধির ঘোষণা করা হল সরকারের তরফে। আজকে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ মাধ্যমে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানালেন, চলতি বছরে বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের উৎসব বোনাস এর অন্তর্গত অ্যাডহক বোনাস৷ এরই সাথে বাড়ানো হবে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও৷ তবে শুধু বোনাস বৃদ্ধিই নয়, জানা গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে উৎসব বোনাস বৃদ্ধি সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে মানস ভুঁইয়া বলেন, ২০২২ সালে কর্মীদের অ্যাডহক বোনাস দেওয়া হত ৪৮০০ টাকা৷ চলতি বছরে সেই বোনাসই বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। অন্যদিকে গত বছর সরকারি কর্মীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা৷ এই বছর সেই পরিমাণ বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হবে বলে জানানো হয়। সুদ সহ বকেয়া ডিএ মেটানোর জন্য বর্তমানে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছেন রাজ্যের সরকারি কর্মীরা।
সেই ডিএ আদৌ দেওয়া হবে কিনা, তা নিয়ে অবশ্য এখনও কোনো উচ্চবাচ্য করা হয়নি সরকারের তরফে। তার বদলে অন্য খাতে টাকার পরিমাণ বাড়িয়ে সরকারি কর্মীদের খুশি করার নানান উদ্যোগ নিচ্ছে সরকার। এদিকে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগে কেসটির শুনানি হয় কলকাতা হাইকোর্টে৷
পেনশন নিয়ে কনফিউশন দূর করতে দেখুন, সুবিধা কোথায় বেশি! ওল্ড নাকি নিউ স্কিম, জেনে নিন।
সেখানে কর্মীদের বকেয়া টাকা চুকিয়ে দেবার নির্দেশ দেয় আদালত। রায় বিপক্ষে যাওয়ার পরে রাজ্য সরকার এই মামলায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। মামলার শুনানি এখনও হয়নি। এদিকে প্রতিবাদরত কর্মীরা নানান কর্মসূচি নিয়েছেন, যেমন ফেব্রুয়ারি মাসের ২০ এবং ২১ তারিখে পেন ডাউন কর্মসূচি পালন করা হয়েছিল।
এবার গরমে ঠান্ডায় কাঁপিয়ে দেবে, মাত্র 12000 টাকার এই ফ্যান, লোকে নাম দিয়েছে গরিব মানুষের AC.
গত ১০ মার্চ রাজ্যজুড়ে কর্মবিরতিও পালন করেন আন্দোলনকারীরা৷ এই আন্দোলনে রাজ্যের অন্যান্য সমস্ত বিরোধী দলগুলির সমর্থন পাচ্ছেন কর্মীরা। বিরোধী নেতাদের মধ্যে আন্দোলন মঞ্চে যেতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকেও৷ এছাড়াও কংগ্রেস, বামফ্রন্টের তরফেও মিলছে সমর্থন। তবে সরকার মহামান্য সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে।
Written by Parna Banerjee.