DA

ডিয়ারনেস অ্যালাওয়েন্স তথা মহার্ঘ ভাতা (DA) নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন বিক্ষোভ। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ (DA)-এর দাবিতে হয়েছেন একজোট। সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কর্মীরা। দীর্ঘদিন ধরে ডিএ (DA) বাকি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। অথচ সেই টাকা দেওয়ার জন্য কোনভাবে ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার।

এমতবস্থায়, DA ইস্যুতে আন্দোলনের তেজ বাড়ছে রাজ্যে। তবু মহার্ঘ ভাতা (DA) পাওয়া নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি। চলতি বছর আদৌ রাজ্য সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা (DA) পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা করছেন তাঁরা। ঠিক এমন পরিস্থিতি আসতেই রাজ্য সরকার মহার্ঘ ভাতা (DA) দেওয়া নিয়ে তোড়জোড় শুরু করল। রাজ্য সরকারি কর্মী যারা বকেয়া ডিএ (DA) পাবেন, সরকারের এহেন কার্যক্রম শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

বাড়ছে বেতন! পুজোর আগেই সুখবর পেলেন রাজ্যের স্কুল শিক্ষকরা! কত টাকা বাড়ছে স্যালারি?

বকেয়া DA মেটানো হবে সরকারি কর্মীদের!

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার সরকারের কাছে বকেয়া ডিএ (DA) দেওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু তা সত্বেও সরকার এতোটুকু ব্যবস্থা নেয়নি। বরং কেন্দ্রের দিকে আক্রমণ শানিয়েছেন। কেন্দ্রের থেকে বরাদ্দ আসছে না বলে কর্মরতদের মহার্ঘ ভাতা (DA) দেওয়া যাচ্ছে না! প্রকাশ্যে এই কথা উঠে এসেছে।

এদিকে দাবি মেটানোর দাবিতে কর্ম বিরতিও ঘোষণা করেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। পরিস্থিতিও রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। যারা কর্মবিরতিতে অংশ নিয়েছিলেন সেই সকল সরকারি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সরকার। যদিও ডিএ দাবির রেশ এখনো চলছে রাজ্যে। আদালতে উঠেছে মামলা। সুপ্রিম কোর্টে এখনো পশ্চিমবঙ্গের ডিএ (DA) মামলা অপেক্ষায় আছে।

শুনানি হওয়ার কথা হলেও বারবার পিছিয়ে যাচ্ছে মামলা। তাহলে কি রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন না? ঠিক এমন সময় সম্পূর্ণ বিপরীত এক সিদ্ধান্ত শোনা গেল অপর একটি রাজ্যে। যেখানে রাজ্য সরকারি কর্মীদের বকেয়ার ডিএ মেটানোর জন্য রীতিমতো উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

কবে থেকে বকেয়া DA পাবেন কর্মীরা?

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর জন্য এবার উদ্যোগী হলো মধ্যপ্রদেশ সরকার। সকলের মুখে হাসি ফোটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। উদ্যোগ নিল মধ্যপ্রদেশ রাজ্যের অর্থ দপ্তর। বকেয়া ডিএ (DA) প্রসঙ্গে ইতোমধ্যে গৃহীত হয়েছে সিদ্ধান্ত। ইতোমধ্যে একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আসন্ন আগস্ট মাসে রাজ্য সরকারি কর্মীদের পকেটে ঢুকবে মোটা টাকা।

কর্মরতদের ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার। জানা যাচ্ছে, রাখির আগেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ। সেই রাজ্যের প্রায় সাড়ে ৭ লাখ কর্মী মহার্ঘ ভাতা পেতে চলেছেন। তবে সম্পূর্ণ টাকাটা দেওয়া হবে একবারে নয়, বরং তিনটি কিস্তিতে মেটানো হবে বকেয়া ডিএ। সরকারের তরফে সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা।

আগস্ট মাসে ফের একটানা ছুটি! বন্ধ স্কুল, কলেজ, অফিস! দেখে নিন ছুটির তালিকা

যদিও মধ্যপ্রদেশ সরকারের তরফে সংশ্লিষ্ট বিষয়ে ঘোষণা করা হলেও, তৎক্ষণাৎ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর সেই কারণেই সেই রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ (DA) দেওয়ার দাবি তুলে বারংবার সোচ্চার হচ্ছিলেন।অনেকদিন ধরেই আটকে রয়েছে সরকারি কর্মীদের ডিএ। এতদিন অপেক্ষার পর এবার যেন অপেক্ষার বাঁধ ভেঙেছিল সবারই। তাই এবার সরকারি কর্মীদের কিছুটা স্বস্তি দিল রাজ্য সরকার। ঘোষণা করা হলো, কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে।

সম্প্রতি এই বিষয়ে জানা যাচ্ছে, এবার সেই মহার্ঘ ভাতা পেয়ে যাবেন মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি কর্মীরা। সূত্রের খবর, রাজ্য সরকার ২৩ জুলাই এই নিয়ে চূড়ান্ত পদক্ষেপ করেছে। এর আগের ডিএ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে সরকার। জানা যাচ্ছে, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর তিন মাসে মোট তিন কিস্তিতে দেওয়া হবে বকেয়া ডিএ। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া আট মাসের বকেয়া মহার্ঘ ভাতা পাবেন।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ পাবেন কবে?

প্রসঙ্গত উল্লেখ্য, মধ্যপ্রদেশ রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ দিয়ে দেবে বলে জানিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কবে তাঁদের প্রতীক্ষিত মহার্ঘ ভাতা পাবেন? যদিও এই বিষয়ে উত্তর নেই কারোর কাছে। কারণ সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার মামলা।

শেষমেষ মামলার জল কোথায় গড়ায়, সরকারি কর্মীদের দাবি পূরণ হয় নাকি সেই প্রশ্ন বারংবার উঠে আসছে। এই বছর পুজোর আগে সরকারি কর্মীরা চাইছেন তাঁদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হোক। কিন্তু তা কি সত্যি হবে? সংশয়ে ভুগছেন সকলেই। রাজ্য সরকারি কর্মীরা চাইছেন এবার অন্তত রাজ্য সরকার তাঁদের কথা ভাবুক। যদিও সংশ্লিষ্ট প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে পশ্চিমবঙ্গ সরকার।