State Bank-এর ATM ব্যবহার করেন? জারি হতে চলেছে নতুন নিয়ম। এসবিআই গ্রাহক হলে জেনে নিন।

SBI ATM New Rule

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংকে (State Bank) বা এসবিআই-তে লাখ লাখ গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে। পাশাপাশি, এই ব্যাংকের এটিএম ব্যবহার করেন এত সংখ্যক গ্রাহক। বর্তমানে মানুষ এটিএমে (ATM) অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠেছে। এদিকে স্টেট ব্যাংক জারি করেছে নতুন নিয়ম। যেটি আপনাদের সকলের জেনে রাখা জরুরী।

State Bank ATM New Rule 2025

সাধারণত আগে যেটি ছিল, শহর বা গ্রামাঞ্চলের জন্য এটিএম পরিষেবায় রয়েছে ভিন্ন লেনদেনের নিয়ম। কিন্তু এখন নিয়ম বদলে যাচ্ছে। নতুন নিয়ম বলছে, লোকেশন বা ব্যালেন্স যাই হোক না কেন, এখন প্রায় সব সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার যা আছেন, তাঁরা এসবিআই এটিএম থেকে মাসে ৫টি ফ্রি পরিষেবা পাবেন এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে পাবেন মাসে ১০টি ফ্রি পরিষেবা।

আরও পড়ুন: এটিএম থেকে টাকা তুললেই এবার দিতে হবে চার্জ। মে মাসের শুরু থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

নতুন নিয়মে কী বলা হচ্ছে?

স্টেট ব্যাংকের এটিএম সম্পর্কিত এই নতুন নিয়ম বলছে, যদি আপনার মাসিক ফ্রি লিমিট ছাড়িয়ে যায়, তাহলে স্টেট ব্যাংকে এটিএম থেকে প্রতিটি ট্রানজেকশনে ১৫ টাকা ও এর সাথে কেটে নেওয়া হবে জিএসটি। আর অন্যান্য ব্যাংকের এটিএমে লেনদেনের ক্ষেত্রে প্রতি ট্রানজেকশনে ২১ টাকা ও সাথে জিএসটি কাটা হবে।

এখন স্টেট ব্যাংকের এটিএম ব্যালেন্স এনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট, এই সমস্ত পরিষেবাগুলি ফ্রিতে দেয়। কিন্তু আপনি যদি এই কাজগুলি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে করেন, তাহলে লেনদেন প্রতি আপনাকে গুনতে হবে ১০ টাকা সাথে জিএসটি।

আরও পড়ুন: নতুন কার্ড দিচ্ছে স্টেট ব্যাংক। একাউন্ট না থাকলেও টাকা তুলতে পারবেন। কিভাবে এই কার্ড করবেন?

রিজার্ভ ব্যাংকের নিয়মে কী বলা হচ্ছে?

বর্তমানে রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকা বলছে ২০২৫ সালের ১লা মে থেকে অতিরিক্ত লেনদেনের জন্য চার্জ ২১ টাকা থেকে বাড়িয়ে এবার ২৩ টাকা করা হচ্ছে। অর্থাৎ, যদি একজন গ্রাহক মাসিক ফ্রি লিমিটের বাইরে গিয়ে অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহার করেন, তাহলে তাকে ২৩ টাকা এবং সাথে জিএসটি গুনতে হবে প্রতি ট্রানজেকশনে।

উপসংহার: বলা হচ্ছে, প্রধানত সিস্টেমকে সহজ করতে ও ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতে এই নতুন নিয়ম চালু করেছে ভারতীয় স্টেট ব্যাংক। তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী শাখায় ভিজিট করুন।

Related Articles

Back to top button