স্বল্প বিনিয়োগেই Business শুরু, মাসিক আয় করুন 30000 টাকা।
কোন Business করলে মিলবে চটপট লাভ?
পড়াশোনা করে বড়ো চাকরির স্বপ্ন তো অনেকেই দেখে থাকেন। তবে বর্তমানে অনেকেই আছেন যারা চাকরির বদলে নিজের স্টার্ট আপ Business নিয়ে চিন্তা ভাবনা করেন। তবে পুঁজির ককথা চিন্তা ভাবনা করে সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হন। স্বল্প পুঁজিতেও ব্যবসায় লাভ অর্জন করা সম্ভব।
ব্যবসা শুরু করতে গেলে সবসময় যে অত্যাধিক জ্ঞান থাকতে হবে তা নয়। সাধারণ বুদ্ধি এবং স্বল্প পুঁজি বিনিয়োগ করেও Business শুরু করা যায়। সেই ব্যস্ত থেকে কয়েক মাসের মধ্যেই পাওয়া যায় জনপ্রিয়তা। পাওয়া যায় লাভ।
কি সেই ব্যবসা-
বর্তমানে ম্যাগি বা পাস্তা প্রায় সকলেই খান। কিন্তু ব্যাস্ত জীবনে বাড়িতে বানানোর সময় অনেকেই পান না। তাই বন্ধু বা পরিজনদের সাথে মিলে ঘুরতে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুড হিসেবে ম্যাগি বা পাস্তার বিভিন্ন রেসিপি চেখে দেখেন। হ্যাঁ, ঠিকই ভেবেছেন ম্যাগি বা পাস্তার রেসিপি তৈরির মাধ্যমে এই Business এর কথাই বলা হচ্ছে।
কত পুঁজি লাগবে?
ব্যবসা শুরুর আগে পুঁজির কথাই মাথায় আসে। যা ছাড়া Business এর শুরু কখনো সম্ভব নয়। FANLAI কুকিং মেশিন ও ফোল্ডিং ক্যানোপি টেন্টের মাধ্যমে এই ব্যবসা শুরু করা যাবে খুবই সহজে। এই মেশিনের দাম প্রায় ১৫,০০০ টাকা এবং ফোল্ডিং ক্যানোপি টেন্টের দাম প্রায় ১০,০০০ টাকা। তার সাথে কিছু টাকা বিনিয়োগ করে চেয়ার, টেবিল ইত্যাদি ডেকোরেশনের জন্য প্রয়োজনীয় জিনিস কেনা যাবে।
কত টাকা আয় হবে?
প্রথমে ব্যবসা দাঁড় করাতে হবে। নানা স্বাদের ভিন্ন ভিন্ন সুস্বাদু রেসিপি কাস্টমারদের জন্য নিয়ে আসতে হবে। তার জন্য তো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া রয়েছেই। বাকিটা নিজের ট্যালেন্ট। একবার এই Business জনপ্রিয়তা পেলেই প্রতিদিন 500-1,000 টাকা রোজগার করা যাবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
জিও পুজো ধামাকা অফার, রিচার্জ করলেই লটারি পাবেন, জিততে পারেন 10 লক্ষ টাকা