SSC Scam – 26 হাজার চাকরি বাতিলের পরে স্কুলগুলোতে পড়াশুনা বিষয়ে কী সিদ্ধান্ত নিলো মধ্যশিক্ষা পর্ষদ?

এখন প্রত্যেকটি মানুষের মুখে মুখে ঘুরছে একই খবর। ২০১৬ সালের SSC নিয়োগ দুর্নীতি বা SSC Scam আর তার জেরে সেই সালের সম্পূর্ণ প্যানেলের কয়েকদিনে যে বিষয়টি সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে, তা হল এসএসসি নিয়োগ দুর্নীতি। আর এই নিয়োগ দুর্নীতি জেরেই ২০১৬ সালের প্যানেলের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল। টাকা দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে শিক্ষকের আসন কিনেছে যারা তাদেরকে হাইকোর্টের রায় অনুযায়ী এত বছরের বেতন ফেরত দিতে হবে সুদ সহ একমাসের মধ্যেই।

SSC Scam News Update 26 Thousand Job Cancel

এই রায়ের ফলে সেইসমস্ত শিক্ষকদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এদিকে শিক্ষকদের (SSC Scam) চাকরি বাতিল হওয়ার ফলে সেইসব শিক্ষকদের শূন্যস্থান পূরণ হবে কি করে? স্কুলগুলো চলবে কি করে? পঠন পাঠন হবে কি করে? তাই নিয়ে চিন্তিত শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের কর্মকর্তাদের।

হাইকোর্টের বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রায় জানিয়েছে যে, সুপার নিউমারারি পদ বেআইনিভাবে গড়া হয়েছে। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি (SSC Scam) বৈধ হওয়া উচিৎ নয়।

যার জেরে মোট ২৫৭৫৩ জন চাকরিপ্রার্থীর চাকরি বাতিল করা হয়েছে। এখানে নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি সমস্ত ধরনের পদ রয়েছে। এমন অনেকে আছে যারা কিছু না লিখে সাদা খাতা জমা দিয়েও প্যানেলে নাম উঠেছে। কিংবা OMR শিটে জালিয়াতি করে চাকরি (SSC Scam) পেয়েছেন।

তাদের একমাসের মধ্যে তাদের ১২ শতাংশ সুদ সহ সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলো কিভাবে পঠন পাঠন এগিয়ে নিয়ে যাবে সেই ব্যাপারে পর্ষদ সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন এটি সম্পূর্ণ দায়িত্ত্ব বোর্ডের। শিক্ষকদের অনুপস্থিতিতে স্কুলগুলো কিভাবে চলবে, সেইদিকে সম্পূর্ণ নজর দেওয়ার দায়িত্ত্ব বোর্ডের।

পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ! এইভাবে আবেদন করলেই চাকরি পাক্কা।

এখনোও কোনো এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেই বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করেনি বোর্ড। এদিকে ঘুষ (SSC Scam) নেওয়ার জন্য তৃণমূল সরকারের দিকেই আঙুল উঠছে। রায় ঘোষণার পর থেকেই পর্ষদ খুবই চিন্তিত এবং এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যাওয়ার কথা বলেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

Post Office Recruitment - ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ

তবে শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদ নয়, এসএসসির তরফেও সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ২৫৭৫৩ জনের মধ্যে কোনো ন্যায্য চাকরি প্রার্থীর যাতে চাকরি না হারায় (SSC Scam) তার জন্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা ফাইল করা হবে।

যেই সকল যোগ্য প্রার্থীদের চাকরি গেল। তাদের জন্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানুন।

যাতে সত্যি কারের যোগ্য প্রার্থীদের বঞ্চিত না করা হয় সেই সুবিচার পাওয়ার লক্ষ্যেই সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হচ্ছে। অন্যদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা খুবই করুন অবস্থা। এতগুলো বছর ধরে এইসমস্ত অযোগ্য শিক্ষকদের হাতে নতুন প্রজন্মরা ঠিক কি শিক্ষা পেয়েছে সেটাই ভাবাচ্ছে আপামর রাজ্যবাসীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button