SSC Recruitment Scam

SSC Recruitment Scam : এসএসসি দূর্নীতি মামলার তদন্তভার দেওয়া হল বাগ কমিটিকে, জানুন বিস্তারিত।

SSC দূর্নীতি নিয়ে বহুদিন ধরেই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে (SSC Recruitment Scam)। এমনকি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত তদন্ত করতে গিয়ে তদন্ত কমিটি নানারকম তথ্যও পেয়েছেন। বুধবার ডিভিশন বেঞ্চের নির্দেশে জয় তাদের হয়েছে, সংবাদ মাধ্যমে তা জানালেন অ্যাডভোকেট বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন, একি হল দারুচিনি দ্বীপের! শেষে কিনা নিতে হল এই চরম সিদ্ধান্ত। Breaking News!

প্রসঙ্গত, চতুর্থ শ্রেনীর কর্মী নিয়োগ নিয়ে দূর্নীতির তদন্ত করার সময় অনেক তথ্যই পেয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার (SSC Recruitment Scam) বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। বিচারপতি আর কে বাগ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গ্রুপ সি পদে নিয়োগের ক্ষেত্রে দূর্নীতির তদন্তে ইস্তফা দিয়েছিলেন। তবে আগামী ১৩ দিনের মধ্যে বিচারপতি আর কে বাগের কমিটিকেই গ্রুপ সি তদন্তের রিপোর্ট পেশের দায়িত্ব দেয় ডিভিশন বেঞ্চ।

এছাড়া SSC দূর্নীতি মামলার চতুর্থ শ্রেনির নিয়োগ (SSC Recruitment Scam) সংক্রান্ত রিপোর্ট গত ১১ এপ্রিল অনুসন্ধান কমিটি বিচারপতি সঞ্জীব তালুকদারের ডিভিশন বেঞ্চে জমা করে। এদিন রিপোর্টে জানা যায়, ৬০৯ টি ভুয়ো সুপারিশপত্র জমা দেওয়া হয়েছিল গ্রুপ ডি নিয়োগের জন্য। তাছাড়া রিপোর্টে বলা হয়েছিল, শান্তিপ্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ভুয়ো সুপারিশপত্র দিয়েছিলেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার SSC নিয়োগ দূর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে ৪ সপ্তাহের স্থগিতাদেশ দেয় বিচারপতি সঞ্জীব তালুকদারের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন, নববর্ষ জমিয়ে তুলতে হাজির BSNL -এর 220 জিবি রিচার্জ অফার!

প্রসঙ্গত, এ বিষয়ে বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে বলেন, বিচারপতি এদিন ভালো নির্দেশই দিয়েছেন (SSC Recruitment Scam)। গ্রুপ সি দূর্নীতি মামলার তদন্তভার বিচারপতি আর কে বাগের কমিটির ওপর দিয়েছেন। আদালত সম্ভবত ২ টি মামলার রায়ই একসাথে দেবে। আশাকরি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালোলেগে থাকবে। ধন্যবাদ।