আগামী 27 জানুয়ারী কি পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা? সরকারী কর্মী ও শিক্ষকেরা সঠিক তথ্য জেনে নিন।

এবছর সরস্বতী পুজো ও প্রজাতন্ত্র দিবস একই দিনে পড়ায় একই দিনে দুটি ছুটি হওয়ায় কার্যত একটি ছুটি কাটা গেল, বলেই মত প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের একাংশ। তবে বিভিন্ন স্যোশাল মিডিয়াতে শিক্ষক ও সরকারী কর্মীদের একটি অতিরিক্ত ছুটি নিয়ে আলোচনা করতে দেখা গেছে। যে আগামী ২৭ শে জানুয়ারী ছুটি দেওয়ার কথা। আর এর ফলেই বিভ্রান্ত শিক্ষক থকে সরকারী কর্মীদের একাংশ। বিভ্রান্তি দূর করতে পুরো প্রতিবেদন পড়ুন।

২৭ জানুয়ারী ছুটি ঘোষণা হলো?

সম্প্রতি একাধিক স্যোশাল মিডিয়া তথা YouTube Channel ও Online News Portal মারফত একটি নিউজ ভাইরাল হয়েছে, যে আগামী ২৭ শে জানুয়ারী পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা হতে পারে, অনেকে তো আবার বলছেন ছুটি ঘোষণা হয়ে গেছে! তবে কোনও রুপ লিখিত অর্ডার না পাওয়ায় বিভ্রান্ত সরকারী কর্মী থেকে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। প্রশ্ন উঠছে তাহলে ২৭শে জানুয়ারী তারা কি করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারী কর্মীদের নতুন কোনও ছুটি ঘোষণা হলে প্রথমে মাননীয় রাজ্যপাল দ্বারা মনোনীত এবং অর্থ দপ্তর থেকে ছুটির নির্দেশিকা প্রকাশিত হয়। এবং তারপর শিক্ষা দপ্তর সহ বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা করে ছুটির নির্দেশিকা প্রকাশ করে। আর যদি অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে সরকারী সমস্ত দপ্তর, সরকারী পোষিত বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকে, তাহলে সমস্ত দপ্তরই ছুটি থাকে। সেখানে সাধারনত আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়না।

কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আগামী ২৭শে জানুয়ারী ছুটি নিয়ে অর্থ দপ্তর থেকে কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সুতরাং এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ঐদিন কোনও ছুটি নেই। যদি এই নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেক্ষেত্রে ছুটি থাকবে। তাই আপাতত ঐদিন কোনও ছুটি নেই। তাই বিভ্রান্ত হওয়ার কারন নেই।

আরও পড়ুন, ট্রেনের ভাড়া বেড়ে গেল, জানুন নতুন ভাড়ার তালিকা।

এদিকে সাধারনত সরস্বতী পুজোর পরদিন বিভিন্ন বিদ্যালয় ছুটি ঘোষণা করে, সেটাও প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে। কিম্বা যদি রাজ্য সরকার আলাদা ছুটি ঘোষণা করে, তবেই সেইদিন ছুটি হয়। কিন্তু নিয়মমাফিক ঐদিন এনলিস্টেড ছুটি নয়। তাই প্রত্যেক স্কুলে আগামী ২৬ শে জানুয়ারী পতাকা উত্তোলন ও সরস্বতী পুজা অনুষ্ঠিত হবে। আর এবছর ছুটির লিস্টেই প্রত্যেক শিক্ষকের ঐদিন তথা পালনীয় প্রত্যেকটি বিশেষ দিনে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ কবে পাবেন?

এদিকে আগামী ২৭ শে জানুয়ারী রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ এর দাবিতে গনছুটির ডাক দিয়েছে একাধিক সরকারী কর্মী সংগঠন ও শিক্ষক সংগঠন। তবে সুত্র মারফত জানা যাচ্ছে, ঐদিন সমস্ত কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। যেমনটা বিগত কয়েক বছরে বিভিন্ন ধর্মঘট তথা হরতাল এর দিনগুলিতে অর্ডার প্রকাশিত হয়েছিল। এই ব্যাপারে আপডেট আসছে। সুখবর বাংলা এর সঙ্গে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button