Business Ideas For – সামান্য পুঁজিতে বাড়িতে বসে এই ব্যবসা করে মাসিক আয় করুন 3 লাখ টাকা।
Business Ideas For – কোন ব্যবসা করলে অধিক লাভ করা সম্ভব?
ব্যবসা মানেই পরিশ্রম (Business Ideas For)। তবুও চাকরির থেকে ব্যবসা করতেই পছন্দ করেন বহু মানুষ। কারণ এমন অনেকেই আছেন প্রতিদিন বসের অধীন ৮ ঘন্টা কাজ করতে ইচ্ছুক থাকেন না। আজকে এই প্রতিবেদনে জানানো হবে কোন ব্যবসা করলে সামান্য পুঁজিতেই মাসে মোটা অঙ্কের টাকা রোজগার করা যাবে।
আবার অনেকে ব্যবসার প্রতি ইচ্ছুক থাকলেও তা করতে পারেন না। তার অন্যতম কারণ ব্যবসার ক্ষেত্রে কত পুঁজির দরকার তা জানা থাকে না। এই সমস্যার সমাধান চটজলদি পেতে হলে এই প্রতিবেদনটি অবশ্যই পুরো পড়তে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। (Business Ideas For)
যাত্রীদের জন্য দারুন সুবিধা চালু করল ভারতীয় রেল, আনন্দ উপভোগ করতে থাকবে না বাঁধা
কোন ব্যবসা-
অনেক ব্যবসার কথাই শুনেছেন সাধারণ মানুষ। তবে কি শুনেছেন টোফুর ব্যবসা সম্পর্কে? হ্যাঁ, এই ব্যাবসার মাধ্যমেও লাখ লাখ টাকা উপার্জন করা সম্ভব। (Business Ideas For)
টোফু কি-
টোফু হল একধরণের পনির। যেটি তৈরি হয় সয়া থেকে। টোফু তৈরি করতে হলে সয়ার গাছ লাগাতে হবে। এরপর নির্দিষ্ট পদ্ধতিতে টোফু তৈরি করে, টোফুর ব্র্যান্ড তৈরি করতে পারবেন ব্যবসায়ী। (Business Ideas For)
টোফু তৈরির পদ্ধতি- টোফু তৈরির পদ্ধতি একবার জানলেই ঝটপট তৈরি করা সম্ভব। তার জন্য প্রথমে সয়াবিন গুলো গুঁড়ো করে ১:৭ অনুপাতে জলে মিশিয়ে সেদ্ধ করতে হবে। ১ ঘন্টা ধরে ফোটানোর পর সেখান থেকে প্রায় ৪-৫ লিটার দুধ পাওয়া যাবে। এরপর ওই দুধ সেপারেটরে রেখে দইয়ের মতো করা হয়। সেখান থেকে জল বের করে শুকনো করে রাখতে হয়। সেখান থেকে পাওয়া হবে প্রায় ৩ কিলো টোফু। প্রতি মাসে তৈরি করা যাবে এভাবে ৩০ থেকে ৩৫ কিলো টোফু।
কত পরিমান পুঁজি লাগবে?
টোফুর ব্যবসা শুরু করতে প্রথমে খরচ হবে প্রায় ৩-৪ লক্ষ টাকা। এর কারণ বয়লার, জার, ফ্রিজার ইত্যাদির মতো ব্যবসায়িক পণ্য কিনতে হবে। এছাড়া টোফু তৈরির জন্য কিনতে হবে ১ লাখ টাকার সয়াবিন। (Business Ideas For)
মাসিক আয়- সয়া দুধ থেকে তৈরি হয় টোফু। এই টোফু এতটাই সুস্বাদু, যে গরু বা মহিষের দুধের থেকেও বেশি চাহিদা। এই ব্যবসার মাধ্যমে মাসিক ৩-৪ লাখ টাকা উপার্জন করা সম্ভব। কিন্তু একবার এই তোফুর ব্যান্ড তৈরি হয়ে গেলে আয় আরো বাড়বে। (Business Ideas For)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
সকল স্টুডেন্টদের জন্যে বিশাল বড় সুখবর! চলতি মাসেই চালু হচ্ছে সেরা 5 টি স্কলারশিপ, আজই আবেদন করুন