Online Earning: ফোনে এই ছয়টি অ্যাপ থাকলে বাড়ি বসে টাকা রোজগার করতে পারবেন। কোনো পরিশ্রম ছাড়া মাসে 1 লাখ টাকা রোজগারের উপায় জানুন
Essential Apps For Online Earning
বাড়ি বসে অনলাইন ইনকাম (Online Earning) করতে চান? চাকরি না করে স্বতন্ত্রভাবে রোজগার করার পথ খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। এখন সবার হাতেই রয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোনে থাকে একাধিক অ্যাপ। সেই সকল অ্যাপ্লিকেশনগুলি সঠিকভাবে ব্যবহার করে আপনিও টাকা রোজগার করতে পারেন। অকারণ অ্যাপ্লিকেশন জমা না রেখে সঠিক কিছু অ্যাপ রাখুন ফোনে। দেখবেন সেখান থেকেই আপনার মাসে লাখ টাকা রোজগার হচ্ছে। এমনই ছয়টি বিশেষ অ্যাপের (Online Earning Apps) সন্ধান রইল আজকের এই প্রতিবেদন।
6 Essential Apps For Online Earning
1) FOAP
আপনি যদি ছবি তুলতে ভালবাসেন তাহলে FOAP অ্যাপটি আপনার জন্য। এখান থেকে আপনি প্রতি ছবিতে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে রোজগার করার জন্য আপনাকে প্রথমে এখানে একটা একাউন্ট বানিয়ে নিতে হবে। তারপর আপনার ফোনের গ্যালারিতে থাকা ছবিগুলো আপলোড করতে হবে। যারা আপনার ছবি দেখে কিনতে চাইবে তার পেমেন্ট আপনি নিতে পারবেন Paypal অ্যাপের মাধ্যমে।
ফেসবুক থেকে আয় করার সেরা ৫ উপায়। প্রতি মাসে রোজগার করুন লাখ লাখ টাকা
2) SLIDEJOY
বাড়ি বসে টাকা রোজগার করার জন্য আরেকটি ভালো অ্যাপ SLIDEJOY। অ্যাপের কার্যকারিতা এমন যে, এই অ্যাপ আপনার ফোনের লকস্ক্রিনের বদলে একটি বিজ্ঞাপন সংক্রান্ত কন্টেন্ট শো করতে বলবে। আপনি যতগুলি বিজ্ঞাপন দেখবেন তত টাকা পাবেন।। টাকা আসবে ক্যারট রূপে। আপনি প্রতি 1,000 ক্যারটে 1 ডলার পাবেন যা দাঁড়ায় মোটামুটি 68 টাকা। 15 দিন বাদে এই টাকা ট্রান্সফার হবে Paypal অ্যাকাউন্টের মাধ্যমে।
3) mCent
এই বিশেষ অ্যাপটি ফোনে একাধিক অ্যাপ্লিকেশন ইন্সটল করার বদলে আপনাকে টাকা দেবে। আর এই টাকা রিওয়ার্ড পয়েন্ট হিসাবে পাবেন। যা দিয়ে আপনার মোবাইল রিচার্জ বা অন্যান্য বিল পেমেন্ট করতে পারেন। অ্যাপ ইন্সটল করা ছাড়াও এখানে ভিডিও ফরম্যাটে বিজ্ঞাপন দেখার জন্য পয়েন্টস দেওয়া হয়। এছাড়া আপনি ইউজারদের ইনভাইট করেও পয়েন্টস সংগ্রহ করতে পারেন।
4) Yumchek
এই বিশেষ অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ফোনেই কাজ করে। এই অ্যাপ্লিকেশনের কাজ হল আপনি রেঁস্তোরায় যে খাবার খেয়েছেন তার বিল আপলোড করতে হবে। আর তারপর 5 টাকা করে অ্যাপের ওয়ালেটে ক্রেডিট করা হবে। শুধু তাই নয় এই অ্যাপের আরও একটি সুবিধা হল আপনার লোকেশনের নিকটবর্তী কী কী রেঁস্তোরা রয়েছে সেটাও দেখা যাবে।
কোনো বিনিয়োগ ছাড়াই অনলাইনে আয় করার সহজ উপায়। ঘরে বসে টাকা উপার্জনের উপায় জানুন
5) Squadrun
এই বিশেষ অ্যাপে টাকা রোজগার করার জন্য আপনাকে বেশ কিছু টাস্ক পূরণ করতে হবে। এখন আপনার দক্ষতা অনুযায়ী যেটি পারবেন ঠিক সেই অনুসারে বেশ কিছু টাস্ক অ্যাপে শো হবে। যেগুলি আপনাকে নির্দিষ্ট গাইডলাইন মেনে পূরণ করতে হবে। আর এইসব টাস্ক পূরণ করলেই আপনাকে নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হবে। পরে হয়ে Paytm অ্যাকাউন্টে সেগুলি ট্রান্সফার করার সুযোগ থাকবে। তবে মনে রাখবেন, টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে নূন্যতম 60 টাকা ইনকাম করতে হবে।
6) Keettoo
এই অ্যাপটিতে টাকা আয়ের পদ্ধতিটিও দারুন ইন্টারেস্টিং। আপনার কি-বোর্ডে কিছু বিজ্ঞাপন শো হবে। যা ইন্সটল করার পর নোটিফিকেশন চলে আসবে। আপনি যত বিজ্ঞাপন দেখবেন তত টাকা ক্রেডিট হবে। আর প্রতি বিজ্ঞাপনে 1 টাকা করে দেবে Keettoo। এই টাকা ট্রান্সফার হবে Paytm অথবা Mobikwik ওয়ালেটের মাধ্যমে।