Sim Card: রিচার্জ না করলেও এবার চালু থাকবে সিম। নতুন বছরে নতুন নিয়ম প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের জন্য

Sim Card New Rule By TRAI

ডিজিটাল দুনিয়ায় সবার হাতে হাতে স্মার্টফোন। মোবাইলের জন্য রিচার্জ (Mobile Recharge) করাচ্ছেন সবাই। তবে নতুন বছর পড়তেই সিম কার্ডের (Sim Card) নয়া নিয়ম সামনে এল। যেখানে বলা হচ্ছে রিচার্জ না করলেও চালু থাকবে আপনার সিম। সেটা আবার কিভাবে সম্ভব? শুনে অবাক লাগছে বুঝি? তবে আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Sim Card TRAI Rule 2025

নতুন বছরে টেলিকম দপ্তর TRAI-এর নতুন নিয়ম। যে নিয়ম জানলে আপনিও আকাশ থেকে পড়বেন! আপনার কাছে যদি Jio, Airtel, Vi, এবং BSNL-এর সিম থাকে, তাহলে রিচার্জ ছাড়াই সেই সিম অনেকদিন পর্যন্ত সক্রিয় থাকবে এবার। জানেন রিচার্জ প্ল্যান ছাড়া আপনার সিম কার্ড কত দিন সক্রিয় থাকবে? আসুন দেখে নিন। আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ব্যবহারকারীদের সিমকার্ডের জন্য এবার নতুন নিয়ম চালু করেছে। যেখানে বলা হচ্ছে, ব্যবহারকারীদের এবার রিচার্জ করার আগে বেশ কিছুটা সময় দেওয়া হবে। এবার থেকে Jio, Airtel, Vi, এবং BSNL ব্যবহারকারীরা রিচার্জের আর চিন্তা না করেই তাঁদের সিম কার্ডটি কয়েক মাস ধরে টানা সক্রিয় রাখতে পারবেন।

ভারতে এবার 6G পরিষেবা শুরু! 4G 5G-র মাঝেই বড় ঘোষণা হল

রিচার্জ না করলেও ফোন চলবে!

বর্তমানে গ্রাহকরা মোবাইল রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হওয়া সত্ত্বেও তাঁদের নম্বর সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার জন্য তাঁদের সিম কার্ড তাৎক্ষণিকভাবে রিচার্জ করার জন্য তাড়াহুড়ো করে থাকেন। এটি বিশেষ করে কার্যকর হয় প্রধানত দুটি সিম কার্ড ব্যবহারকারীদের জন্য। বলাই বাহুল্য এটি একটি সমস্যা। তাই টেলিকম দপ্তরের এই নতুন নিয়ম ব্যবহারকারীদের জন্য স্বস্তি। এখন থেকে আপনার রিচার্জ প্ল্যানের মেয়াদ যদি শেষ হয়ে যায়, তার পরেও আপনার সিম কার্ড কিছুক্ষণের জন্য সক্রিয় থাকবে। আপনাকে তক্ষুনি রিচার্জ করতে হবে না। এই নিয়ম বৈধ রাখা হয়েছে বিভিন্ন নেটওয়ার্কের জন্য।

2 কোটি সিম কার্ড ব্লক করলো TRAI. কাদের সিম বন্ধ হবে? চালু রাখতে কি করণীয়?

তবে ভারতের Jio ব্যবহারকারীরা মনে রাখবেন, আপনার রিচার্জ প্ল্যান শেষ হওয়ার পর, বিভিন্ন ব্যবহারকারীর জন্য ইনকামিং কলের সুবিধা আলাদা থাকছে। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি আপনার ফোন নম্বরে ৯০ দিনের জন্য কার্যকলাপ না করেন তবে এরপর আপনার নম্বর সম্পূর্ণ ভাবে সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর এটি অন্য কারও কাছে স্থানান্তরিত হবে। তাই এই বিষয়টিও মনে রাখা জরুরি।

Related Articles

Back to top button