Sim Card Rule 2024: দুই বছরের জন্য বন্ধ হবে আপনার সিম কার্ড! খবরদার করবেন না এই কাজ! TRAI-এর নতুন নিয়ম জানেন তো?
৩ জুলাই থেকে মোবাইলের খরচ বেড়েছে দেশের আমজনতার(Sim Card)। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো নামিদামি সংস্থাগুলি অনেকটা বাড়িয়েছে খরচ(Sim Card)। এরই মধ্যে নতুন নিয়ম জারি করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI. সাধারণ মানুষ বেশ চিন্তায় ট্রাই এর নতুন নিয়ম সামনে আসার পর। যে নিয়মে বলা হয়েছে, আপনার সিম কার্ড(Sim Card) দুই বছরের জন্য বন্ধ হয়ে যাবে! কিন্তু কেন? উত্তর রইলো আজকের প্রতিবেদন।
Sim Card New Rule By TRAI
2024 সালের মাঝামাঝি আসতেই নতুন একটি নির্দেশিকা জারি করল ট্রাই। ভারতের টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া TRAI সমস্ত রিচার্জ কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করে(Sim Card)। অর্থাৎ দেশের প্রতিটি টেলিকম সংস্থা, তাঁদের সিম কার্ড(Sim Card) প্রভাবিত হবে ট্রাই-এর নতুন নিয়মের ফলে।
জানা যাচ্ছে, এক নতুন নিয়ম চালু করতে চলেছে টেলিকম দপ্তর। যে নিয়ম লঙ্ঘন করলে ঠিক দু বছরের জন্য একজন গ্রাহকের নম্বরটি হয়ে যাবে ব্ল্যাকলিস্টেড। আগামী ১ লা সেপ্টেম্বর থেকেই নতুন নিয়মটি চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে। TRAI-এর নতুন নিয়ম সম্পর্কে আপনাদের জানাতে আমাদের আজকের এই প্রতিবেদন।
মাত্র ৯.৮৬ টাকায় প্রতিদিন 2.5 GB ডেটা! জিওর ডবল ধামাকা প্ল্যান! রিচার্জ না করলে পস্তাবেন
TRAI এর Sim Card নিয়ে নতুন নিয়মটি কী?
ট্রাই-এর নতুন নিয়ম বলছে, যদি কোনো গ্রাহক তার মোবাইল নম্বর ব্যবহার করে ক্রমাগত কোন প্রমোশনাল কল করেন অথবা টেলি মারকেটিং করে থাকেন তবে ওই নম্বরটির বিরুদ্ধে যদি কেউ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর কাছে অভিযোগ জমা করেন, তাহলে সেই নম্বরটি বন্ধ হয়ে যাবে দুই বছরের জন্য।
এছাড়াও বলা হয়েছে, যদি কোন নাম্বার থেকে ফেক কল বা স্প্যাম কল করা হয় তাহলেও TRAI সেই নম্বরটি বন্ধ করে দেবে। অর্থাৎ এরকম ক্ষেত্রে দুই বছরের জন্য কোন একটি সিম কার্ড বন্ধ হয়ে যাবে। তাই জানা যাচ্ছে নতুন নিয়মে। তাই এবার থেকে সিম কার্ড ব্যবহারের দিকে অবশ্যই মনোননিবেশ করতে হবে। জানা যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ এই দিন থেকে নতুন নিয়মটি চালু করছে TRAI.
নতুন নিয়ম না মানলে কি শাস্তি হবে?
TRAI যে নতুন নিয়মটি চালু করেছে, সেই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেবে টেলিকম দপ্তর। মনে করুন একজন ব্যক্তির ফোনে যদি কেউ ফেক কল বা স্প্যাম কল করছে আর সেই ব্যক্তি যদি অভিযোগ লেখান ট্রাই-য়ের কাছে, তাহলে যে নাম্বারটি থেকে কল করা হচ্ছে সেই নাম্বারটিকে শাস্তি স্বরূপ দু’বছর ব্যাকলিস্টেড করে দেবে TRAI. আর হবে ব্যাকলিস্টেড হয়ে যাওয়া নম্বরটি থেকে দু’বছর আর কোনো ফোন করা যাবে না।
আপনার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের লিস্ট! সস্তায় দুর্দান্ত ফোন কিনতে চাইলে ক্লিক করুন
এই নতুন নিয়মের ফলে কি উপকার হবে?
যেহেতু সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে TRAI বেশ কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করছে, তার ফলে এই আশা করা যাচ্ছে, প্রতিদিন যেভাবে ফোনে স্প্যাম কল বা প্রমোশনাল কল আসে, সেগুলি আসা বন্ধ হয়ে যাবে। সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের স্প্যাম কল, ফেক কল আসা অনেকাংশেই কমে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে।