Sexual Dysfunction

Sexual Dysfunction : জানুন সেই সব কারন সম্পর্কে যার কারনে মিলনে সময়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন আপনার সঙ্গী

যৌনতা মানব সমাজের এক আদিম নেশা (Sexual Dysfunction)। সেই প্রাচীন কাল থেকে একজন নারী ও পুরুষ তাদের মিলনের মাধ্যমে যৌনতার স্বাদকে নিঙরে নিঙরে উপভোগ করে আসছে। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলতে চায় না। বিশেষজ্ঞের মতে নিয়মিত যৌন মিলন আমাদের মনকে শান্ত করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাছাড়া শরীরে বৃদ্ধি করে নানারকমক রোগ প্রতিরোধ ক্ষমতা।

আরও পড়ুন, সপ্তাহে ক’বার মিলনে পাবেন সুখী দাম্পত্য? না জানলে এখনই জানুন

কিন্তু এখনকার দিনে নানা ব্যস্ততার কারনে হোক বা নানা মানসিক চাপে মানুষ আজ তাদের কোয়ালিটি টাইম কাটানোর সময়ই পায় না (Sexual Dysfunction)। যার ফলে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস কমার সাথে সাথে দুরত্বও বাড়তে থাকে। অনেকের যৌন মিলনে নানা ধরনের ফোবিয়া থাকে, এটি নারী পুরুষ উভয়েরই থাকতে পারে। ফলে তারা তাদের অন্য সঙ্গীকে খুশি করতে পারছে না। অনেক সময় দেখা যায় পুরুষ সঙ্গীর মন রাখতে স্ত্রী সঙ্গীকে তার সঙ্গে মিলন করতে হলেও সে উপভোগ করতে পারেন না। আসুন জেনে নেওয়া যাক এর পিছনে কি কারন রয়েছে।

ব্যাথার ভয়- প্রথমবার যৌন মিলনের সময় অনেক মেয়েই ব্যাথা অনুভব করে। যার দ্বরুন তাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয় (Sexual Dysfunction)। অনেকে এই বিষয়টা কে দ্রুত কাটিয়ে উঠলেও অনেকে পারে না। ফলে সে মিলনের সময় একটুও উপভোগ করতে পারে না। উপরন্তু পুরুষ সঙ্গীর উপর থেকে আস্থা উঠে যায়।

মানসিক চাপ- নিয়মিত যৌন মিলন মানসিক চাপ কমানোর এক অব্যর্থ মেডিসিন (Sexual Dysfunction)। কিন্তু অনেক সময় এই মানসিক চাপই আমাদের মিলনের ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়। এটা নারী পুরুষ সবার ক্ষেত্রেই হতে পারে। বিশেষত একটু বেশি বয়সের মহিলাদের বেলায় এটি বেশি দেখা যায়।

শারীরিক গঠন- আমাদের পৃথিবীতে সকলের শারীরিক গঠন এক রকম হয় না। কিন্তু অনেক মহিলা বা পুরুষ আছেন যারা তাদের শারীরিক গঠনের জন্য সঙ্গমে লিপ্ত হতে সংকোচ বোধ করেন (Sexual Dysfunction)। যার ফলে তৈরি হয় মানসিক চাপ। ফলে তারা তাদের যৌন জীবন ভালভাবে উপভোগ করতে পারেননা।

ক্লান্তি- বর্তমান সময়ে মানুষ খুব ব্যস্ত। সারাদিন টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ আজ বড্ড ক্লান্ত। জীবন থেকে যৌন উত্তেজনা (Sexual Dysfunction) কমে যাওয়ার অন্যতম কারন হল ক্লান্তি। ঠিকঠাক ঘুম সঠিক যৌন মিলনের জন্য খুবই উপকারী। তাছাড়া সঠিক ঘুম নানা যৌন রোগ সারাতেও সাহায্য করে।

তাছাড়াও নানা রকম যৌন সংক্রান্ত রোগের কারনেও পার্টনার আত্মবিশ্বাস হারাতে পারে। আশাকরি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভাললেগে থাকবে। ধন্যবাদ।

আরও পড়ুন, আজ থেকে বদলে গেল সব রিচার্জ প্লান, সব কোম্পানির রিচার্জের লিস্ট দেখুন।