September Holiday: বিরাট খবর! সেপ্টেম্বরের 13 থেকে 18 তারিখ থাকছে টানা ছুটি! একমাসে পরপর ছয়দিনের ভ্যাকেশন পাবেন কারা?

বছরের শুরু থেকে পরপর একাধিক উৎসব ও অনুষ্ঠান। যার সূত্র ধরে ‌ছুটি পান স্কুল-কলেজের পড়ুয়া কিংবা সরকারি কর্মীরা। বছরের শুরু থেকে শুরু হয়ে যায় ভ্যাকেশন গোনা। প্রত্যেক মাসের মতো সেপ্টেম্বর মাসেও রয়েছে একটানা ছুটি। শুধু তাই নয়! সেপ্টেম্বরে পেয়ে যাবেন টানা ছয় দিনের ছুটি(September Holiday). কিন্তু এই ছুটি পাবেন কারা? কাদের জন্য থাকছে ছয় দিনের ভ্যাকেশন?(September Holiday). আসুন আজকের এই প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যাক। ‌

অবিশ্বাস্য! কলকাতায় সবচেয়ে হলো সোনা! 24 ক্যারেট সোনার নতুন দাম জানলে আপনিও চমকাতে বাধ্য

September Holiday 2024 | সেপ্টেম্বরে ছুটি ২০২৪

আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর মাস আসতে স্বভাবতই সবার নজর গেছে ছুটির ক্যালেন্ডারের দিকে। সেপ্টেম্বর মাসে ঠিক কোন কোন দিন ছুটি মিলবে ইতোমধ্যে তার হিসেব কষে নিয়েছেন সবাই(September Holiday). আর সেই অনুযায়ী অনেকেই ভ্যাকেশন কাটানোর প্ল্যানও হয়েছে।(September Holiday).

মোটামুটি সেপ্টেম্বরের ছুটির ক্যালেন্ডার থেকে যা জানা যাচ্ছে, চলতি সপ্তাহ এবং তারপরের সপ্তাহ জুড়ে আঞ্চলিক ছুটি আর উৎসব রয়েছে। আর তার মাঝেই পড়েছে সপ্তাহান্তের ছুটি। অতএব সেপ্টেম্বর মরশুমে এই দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক বন্ধ থাকবে। একটানা ছুটি চলবে ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে।

যার কারণে বন্ধ থাকবে ব্যাংক। যদিও মনে রাখা জরুরী যে, সারা ভারত জুড়ে কিন্তু সমস্ত ছুটি পালিত হবে না। ব্যাংক কর্মীরা ছুটির মরশুমে সঠিক ভাবে কতদিন ছুটি পাবেন, কারা কতদিন অবধি ছুটি পাবেন, সেই তালিকায় নজর দেওয়া যাক।

সেপ্টেম্বর মাসে একগুচ্ছ ছুটি! কোন কোন দিন হলিডে? দেখে নিন সম্পূর্ণ তালিকা

September Bank Holiday 2024

সেপ্টেম্বর মাসের ছুটির ক্যালেন্ডারের দিকে তাকালে বোঝা যায়, সব মিলিয়ে চলতি বছরের চলতি মাসে মোট ১৪ দিনের জন্য বন্ধ থাকছে সমস্ত পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্ক (September Holiday). যদিও এই ছুটির তালিকায় থাকছে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার। থাকছে সপ্তাহান্তের ছুটিও(September Holiday) এর পাশাপাশি ব্যাংক কর্মীরা ধর্মীয় উৎসব এবং আঞ্চলিক উৎসবের ছুটি পাবেন। সবমিলিয়ে প্রায় অনেক দিনই ছুটি জারি থাকছে পরপর।

September Bank Holiday List 2024

এবার এক নজরে দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ব্যাংকে ছুটি থাকছে। সেপ্টেম্বরের যে যে দিন ছুটি থাকছে- আগামী ১৩ সেপ্টেম্বর রামদেব জয়ন্তী/তেজা দশমী উপলক্ষ্যে ছুটি থাকছে রাজস্থানে। আগামী ১৪ সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার ওনাম উপলক্ষ্যে সারা ভারতে ছুটি থাকবে।

আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার কেরলে ছুটি থাকবে থিরুভোনাম উপলক্ষ্যে। তার পরের দিন ১৬ সেপ্টেম্বর ঈদ-এ-মিলাদ উপলক্ষ্যে সারা ভারতের ব্যাংকগুলিতে ছুটি থাকবে। এরপর ১৭ সেপ্টেম্বর ইন্দ্র যাত্রা উপলক্ষ্যে সিকিমে ছুটি জারি থাকবে। এর পরের দিন ১৮ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু জয়ন্তীর কারণে কেরলে ছুটি থাকবে।

এর পাশাপাশি পরের সপ্তাহে দীর্ঘ সপ্তাহান্ত তো রয়েছেই। তবে দীর্ঘ সপ্তাহান্ত থাকবে কয়েকটি রাজ্যে। কারণ হলো, আগামী ২১ সেপ্টেম্বর (শ্রী নারায়ণ গুরু সমাধি উপলক্ষে কেরলে ছুটি পরের দিন ২২ সেপ্টেম্বর রবিবার সারা ভারতে ছুটি ও তারপরের দিন ২৩ সেপ্টেম্বর বীর শহিদ দিবসের কারণে হরিয়ানায় ছুটি থাকছে। তাই বোঝাই যাচ্ছে যে, সেপ্টেম্বর মাস জুড়ে ভ্যাকেশনের আনন্দ তো থাকছেই।

Related Articles

Back to top button