আবাস যোজনার টাকা নিয়ে উচিত আইন, আর ডুপ্লিসিটি হবে না, কোথায় আবেদন করবেন, কিভাবে টাকা পাবেন, জেনে নিন।

মোদী আবাস যোজনায় করা হল বেশ কিছু পরিবর্তন। আগে এই PM Awas Yojana তে কারা টাকা পাবেন, তার সম্পূর্ণ দায়িত্বে থাকতো রাজ্যের পঞ্চায়েতগুলি। তবে পশ্চিমবঙ্গে এই নিয়ে ব্যাপক দুর্নীতি দেখে কেন্দ্রের চক্ষু চড়কগাছ। এই সকল কারণেই মোদী আবাস যোজনার নিয়মের ক্ষেত্রে আনা হচ্ছে বেশ বড়ো রকমের পরিবর্তন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোদী আবাস যোজনা নিয়ে রাজ্যে তোলপাড় করা পরিস্থিতি।

আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল দায়িত্বে ছিল রাজ্য পঞ্চায়েত। প্রধানের সহায়তায় রাজ্যে চলত কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা – এই সকল বিষয়গুলি দেশের প্রত্যেক জনগণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। রাজ্যের অর্থনীতির দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রের এই প্রধানমন্ত্রী আবাস যোজনা।

আসুন, এবারে জেনে নেওয়া যাক, কি কি পরিবর্তন আনা হচ্ছে এই মোদী আবাস যোজনায়। প্রথম থেকেই এই PM Awas Yojana সংক্রান্ত কাজের দায়িত্বভার সম্পূর্ণভাবেই ছিল পঞ্চায়েতের হাতে। বিভিন্ন অসংগতির কারণে এই প্রকল্প থেকে পঞ্চায়েতকে সরিয়ে দেওয়া হল। নাম তোলার ক্ষেত্রে তাদের আর কোন রকমের হস্তক্ষেপ থাকছে না। কেন্দ্রের নতুন বিধান বা রীতিনীতি সামনে এসেছে। আসুন জেনে নেওয়া যাক।

মোদী আবাস যোজনায় সংশোধিত তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির ক্ষমতা এবার থেকে পঞ্চায়েতের হাতে নেই। যদিও প্রশাসনের সংশোধিত তালিকায় অনুমোদন দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত স্তরের গ্রামসভারই। তারা মনে করলে সংশোধিত তালিকা থেকে কোনও অযোগ্য উপভোক্তার নাম বাদ দিতে পারে।

কিন্তু নাম অন্তর্ভুক্ত করার ক্ষমতা হারানোয় বিভিন্ন পঞ্চায়েতের কমবেশি সমস্যা হতে পারে বলে পর্যবেক্ষকদের একাংশের অভিমত। যাঁদের নাম উঠেছিল, অথচ নতুন ব্যবস্থায় তা ছাঁটাই হয়ে গিয়েছে, তাঁদের রোষের মুখেও পড়তে হতে পারে নির্বাচিত প্রতিনিধিদের।

রাজ্যে এই সংক্রান্ত যেকোনো রকমের দুর্নীতি এড়াতে এই নিয়ম বেশ কার্যকরী হতে চলেছে বলে দাবী করেছেন বিশিষ্ট আধিকারিকেরা। নতুন করে আবার কেন্দ্রের এই মোদী আবাস যোজনার টাকা দেওয়া থেকে অন্যান্য কাজ চালু হবার ফলে রাজ্যের মানুষ আবার উপকৃত হতে চলেছেন। বাদ দেওয়া হয়েছে প্রচুর অযোগ্যদের নাম। এর সাথে সাথেই খর্ব করা হচ্ছে পঞ্চায়েতের ক্ষমতা।

মোদীজি পেনশন প্রকল্পতে আবেদনে মিলবে 3 হাজার প্রতি মাসে। কিভাবে পাবেন, জেনে নিন।

2011 সালের জাতীয় জনগণনা অনুসারে রাজ্যের আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া জনগণকে কেন্দ্রের মোদী আবাস যোজনার অন্তর্ভুক্ত করে এই সুবিধা দেওয়া শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর পরেও যাতে অন্য কেউ এই সুবিধা থেকে বঞ্চিত না থাকেন, তার জন্য রাজ্যের পঞ্চায়েতকে কিছুটা ক্ষমতা দেওয়া হয়েছিল নাম তোলার ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে দেখা মিলেছে প্রচুর অসঙ্গতি। এমন মতামত প্রকাশ করেছেন বহু আধিকারিক।

মোদী আবাস যোজনার নতুন এই আবাস প্লাস এর নিয়মে অর্থাৎ Updated Rules হিসেবে বাদ দেওয়া হচ্ছে প্রচুর নাম যাদের এই টাকা পাবার কোন রকম অধিকার নেই। এর ফলে যে সকল কর্মীরা এই সার্ভে করছেন, তাদের সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এই নিয়ে বেশ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য। এর ফলে দেশের আর্থিক ক্ষতি কমে যাবে অনেকটাই। তবে এর ফলে যাদের জন্য এই প্রকল্প, তারা তাদের সুবিধা সঠিক ভাবে পাবেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো নতুন প্রকল্প মমতার, এই কার্ড করলে, এবার মা বোনেরা আরও বেশি টাকা পাবেন।

এতে এই প্রকল্পের মান রক্ষা হবে। নতুন করে কিভাবে নাম তোলা হবে, টাকা দেবার নিয়মে কি কি পরিবর্তন আসতে পারে, এই সকল বিষয়ে বিশদে জানতে সর্বদা চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনি আপনার মন্তব্য আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়া সরকারী বিভিন্ন প্রকল্প, আর্থিক বিনিয়োগ সংক্রান্ত নানা বিষয়ে জানতে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই প্রতিবেদন।ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

41 Comments

  1. আমি একজন চাষির ছেলে পরিবারে বেশ সেরকম আই নেই।একটা মাটির বাড়ি আছে। কিন্তূ আমরা কেনো বাড়ি পাই নি।

    1. Ami west bengal er akjon nagorik . amr kacha bari .barite 11 jon member thake .amr PM awas yojana talikay nam nai ..atocho jader paka bari ache tader e namer talika ache ..

  2. যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম লিষ্টে কাটে দিয়েছে।বেআইনি

  3. আমি NHM TRIPURA STATE এর কর্মী।CONTRACTUAL YEARLY. আমার পে 27,000/-MONTHLY .আমার নাম প্রধানমন্ত্রী আবাস যৌজনা থেকে বাদ দেওয়া হয়েছে।এখন আমি ঘর পেতে চাই। দয়া করে আমার নাম নিবন্ধন ।

  4. আমার কোনো বাড়ি নেই শশুরবাড়িতে থাকছি যায়গা আছে,তাই আমার একটি বাড়ি চাই

  5. আমি কোন রাজ্যের রাজা বা কত কোটি লাখ টাকার মালিক কত টা কোম্পানি আমার আছে এটা আমার জানা নাই কিন্তু এটা জানা আছে জীবনে কোন দিন পাকা বাড়ী আমার ছিল না। তবু কোন প্রকল্পের বা যোজনা তে আমার নাম বা আমার পরিবারের সদস্যদের কোন নাম নাই। দুর্নীতির আর কি উদাহরণ দিব।সব সালা চোর।

  6. V+P-joypul methopsrs, joypul, duttpukur, 743234,noyth 24pg, barasat-i, amdanga bidhansobha….
    Name-Abdul kashem mondal; name e bekti 2to PM. A.Y. 2to peyeche ruling party TMCP theke kintu kono equary hoyni akhono porjonto.

  7. Sir, ami khub gorib manush, amr kono jomi jayga r bari ghor nai, ami Siliguri Ghoshpukur Girish Chandra Tea Estate a kaaj kori, r tea garden lebar, tea garden er quarter a thaki sir, amr name Suparna Barman, district Darjeeling West Bengal po. Kamala Bagan pin code 734426. Amr chele r ami thaki , cheler bortoman age 9y.

  8. কি আর কমেন্ট করবো জার ছোট রেশন কার্ড সে পাচ্ছেনা তাদের ঘরে পঞ্চায়েত এর লোকেরা সার্ভে করতেই নিয়ে আসেনি আমাদের ঘরে সামনে দিয়ে চলে গেলো তবুও ঢঙ্কলোনা আমাদের বাড়ি আর যাদের RKSY2 CARD RKSY1 CARD তারা পাছহে SPHH আর জার পাওয়ার হক সে পাছহেনা এই কি ইন্সাফ নেই বিছার এই জন্য আমরা আর কোনো আসা করিনা চি চি সব থেকে বিচ্ছিরি সরকার শুধু আমাদের দেশেই

  9. আমি একজন চাষির ছেলে আমি খুব গরিব পরি বারের গত সাত বছরধরে ঘর পড়েগেছে আজ আমি ঝপড়ি করে থাকি ঘরে ফটোকরে নিয়ে গেল পঞ্চাতেপ্রধান আমি কি কোনদিন ঘর পাবোনা ইতি মুদি জি

  10. আমি আমাদের গ্রাম এর সদস্যকে কতবার করে বলেছি আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দাও। কোন গ্রাহ্য করে না। এমনকি আমার মা ও কতবার গেছে শুধু একটা কথাই বলে এখন আসছে না। আবার যখন আসবে তখন দেবে। তাই আমি অনলাইনে কিভাবে এপ্লাই করে জানতে চাই সেই সাইটটা পেলে আমার খুব উপকার হত ।
    ইতি — শ্যামাপদ সামন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button