School Service Commission – অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি কাড়তে রাজি নন মুখ্যমন্ত্রী, আদালতের নির্দেশের কি হবে?

School Service Commission WB – যোগ্য প্রার্থীরা কবে চাকরি পাবেন?

School Service Commission WB নিয়োগ দুর্নীতি নিয়ে এর আগে একের পর এক তথ্য উঠে এসেছে, যা সাধারণ মানুষকে চমকে দিয়েছে। এবার সেই রাস্তায় নয়া মোড়। বেআইনিভাবে চাকরি পেলেও ছাঁটাই করতে নাকি রাজি নন মুখ্যমন্ত্রী। তাহলে যোগ্য প্রার্থীদের কি হবে?

নিয়োগ দুর্নীতিতে বহু চাকরিপ্রার্থী যোগ্য হওয়া সত্বেও এখনও চাকরি পাওয়া থেকে বঞ্চিত। যার জেরে দিনের পর দিন বিক্ষোভ থেকে মামলা সবই করছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তা কোন দিকে মোড় নেবে। কবে চাকরি পাবেন যোগ্য প্রার্থীরা? এই নিয়ে একটা প্রশ্ন তো রয়েই গেছে। এবার তার মাঝে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানালেন, তা জেনে নেওয়া যাক।

23 লক্ষ ভারতীয়র Whatsapp একাউন্ট বন্ধ হবে, একাউন্ট বাঁচাতে এখুনি দেখুন। লিস্ট কিভাবে চেক করবেন, জানুন

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সাংবাদিক বৈঠক করে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, School Service Commission WB নিয়োগ দুর্নীতিতে কারো যাতে চাকরি না যায় সেই জন্য এস‌এসসির অধীনে রাজ্য মন্ত্রীসভা প্রায় ১৫ হাজার অতিরিক্ত পদ তৈরি করতে সম্মত হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী চান না কেউ চাকরি হারাক। তিনি আরো জানান, রাজ্য ব্যতিক্রমী পথেও আদালতের নির্দেশ অনুসারে চাকরি পেয়েছেন সেই ব্যক্তিদের বরখাস্ত করতেও রাজি রয়েছে। তবে মেধাতালিকা অনুসারে যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পাওয়ার জন্য এই ব্যবস্থা।

Jio Laptop Price মাত্র 15,000 টাকায় নতুন ল্যাপটপ, পুজোর অফারে পাবেন 10,000 টাকায়

এখনো পর্যন্ত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্ত রিপোর্ট দেখে গ্রুপ সি ও গ্রুপ ডি এর অধীন অনেক কর্মীকে বেআইনিভাবে নিয়োগ করার জন্য বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন বিচারপতি।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

পোস্ট অফিসের নতুন নিয়ম, না মানলে টাকা তোলা বন্ধ

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button