School Holiday List 2023 – 25 দিন বাড়তি ছুটি সহ আরও 60 দিন ছুটি ঘোষণা রাজ্যের স্কুলে, জেনে নিন সম্পূর্ণ ছুটির তালিকা।

বাড়তি ছুটি সহ, চলতি বছরে স্কুলগুলোর ছুটির তালিকা (School Holiday List 2023) একবার দেখে নেওয়া যাক।

গরমের ছুটি এখনো শুরুই হয়নি স্কুলগুলিতে। সবেমাত্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ মুখ্যমন্ত্রীর ঘোষিত ছুটির (School Holiday List 2023) সময়সীমা শেষ হওয়ার পরে স্কুল খুলেছে। আগামী ২ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) পড়ার কথা রয়েছে। আর ছুটির লিস্ট (School Holiday List 2023) অনুযায়ী ২৪ তারিখ থেকে সেই ছুটি পড়ার কথা। আর এর মধ্যেই জানা গেল, স্কুলগুলিতে ছুটির তালিকা অনুযায়ী প্রায় ৬০ দিন ছুটি পড়তে চলেছে রাজ্যের সমস্ত স্কুলে।

শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রায় ২৬ দিনের ছুটি পড়তে পারে। ২০২৩ সালের ৪ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর বাকি সময়ের মধ্যে প্রায় ৬০টি ছুটি (School Holiday List) পড়তে চলেছে। দেশের অন্যান্য রাজ্যের স্কুলেও একইভাবে ছুটির তালিকা সম্বন্ধে যা জানা গিয়েছে, সেখানে বিহারে ১২১টি ছুটি পড়তে পারে। পাশাপাশি উত্তরপ্রদেশেও ১২১ টি ছুটি পড়বে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্কুলগুলিতে টানা লম্বা ছুটি বলতে দুর্গাপূজার সময়ই পাওয়া যায়।

আর সকলেই সেই সময়ের ছুটির দিকে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। এবার ছুটির তালিকার দিকে নজর দিলে দেখা যাবে, বহু ছুটি রবিবার পড়েছে। আর তাই স্বাভাবিকভাবেই সেই ছুটিগুলো মার যাচ্ছে। যেমন, মে মাসে দেখা যাচ্ছে ৪টি ছুটির মধ্যে একটি ছুটি রবিবার পড়েছে। ১ মে আন্তর্জাতিক শ্রমদিবস (May Day) আবার ৯ মে রবীন্দ্রজয়ন্তী রয়েছে। সেখানে ১৪ই মে রবিবার Mothers Day পড়েছে। যদিও এই ঘুটি গুলি শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী গরমের ছুটির (School Holiday List) মধ্যেই পড়ছে। যদি না এই বিজ্ঞপ্তি পরিবর্তিত হয়।

জুন মাসেও দেখা যাচ্ছে, মোট ৪টি ছুটির মধ্যে ১৮ ই জুন রবিবার Fathers Day ২০ জুন রথযাত্রা রয়েছে। জুলাই মাসে ২ টি ছুটি রয়েছে। ৩ তারিখ গুরু পূর্ণিমা এবং ২৯ তারিখ মহরম।
এবার যদি আগস্ট মাসের দিকে লক্ষ্য করা যায় দেখা যাবে, ৬টি ছুটির মধ্যে ২টি ছুটি রবিবার পড়েছে। ফলে ওই দুটি ছুটি মার যাচ্ছে। ৬ আগস্ট রবিবার Friendship Day তারপরে ১৫ ই আগস্ট মঙ্গলবার, স্বাধীনতা দিবস (Independence Day) আবার ২০ আগস্ট গণেশ চতুর্থী। এই দিনটি রবিবার পড়েছে। ফলে এই ছুটিও মার যাচ্ছে।

পশ্চিমবঙ্গে বদলে গেল রেশন তোলার নিয়ম, আর লাগবেনা আঙ্গুলের ছাপ? নতুন নিয়ম জেনে নিন।

সেপ্টেম্বর মাসে ৩ দিন ছুটি। ৬ এবং ৭ তারিখ জন্মাষ্টমী এবং ২৮ তারিখ ঈদ।
একটানা লম্বা ছুটি পাওয়া যাচ্ছে অক্টোবর মাসে। দুর্গাপুজো (Durga Puja) রয়েছে। টানা ২০ তারিখ থেকে দুর্গাপুজোর ছুটি পড়ে যাচ্ছে। ২৪ অক্টোবর দশমী। এবার যদি নভেম্বর মাসের দিকে নজর দেওয়া যায় দেখা যাবে, ৬ টি ছুটির মধ্যে ২ টি রবিবার পড়েছে। ফলে ওই ২ দিনের ছুটি বাতিল ।

কেন্দ্র দিচ্ছে 5 লক্ষ টাকার সুবিধা, এই প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন জেনে নিন।

১২ ই নভেম্বর রবিবার, দীপাবলি এবং ১৯ নভেম্বর রবিবার ছটপুজো। ঠিক একইভাবে বছরের শেষ মাস ডিসেম্বরেও ২টি ছুটির মধ্যে একটি রবিবার পড়েছে। ২৫ ডিসেম্বর সোমবার বড়দিন এবং ৩১শে ডিসেম্বর রবিবার ইংরেজি নববর্ষের আগের দিন অর্থাৎ বর্ষ শেষের দিন। ফলে ২০২৩ সালের যে সমস্ত ছুটিগুলি রবিবার পড়েছে, সেই ছুটিগুলি (School Holiday List) পাওয়া যাচ্ছে না।

যদিও গরমের ছুটি নিয়ে দ্বিমত রয়েছে শিক্ষক মহলে। অনেকেই দাবী করছেন, যেহেতু প্রতি বছরই গরম পড়ছে। তাই বার বার ছুটি না বাড়িয়ে স্থায়ী কোনও সমাধান সুত্র খোঁজা উচিত। গরমের ছুটির তালিকায় (School Holiday List), এপ্রিল মাসেই গরমের ছুটি দেওয়া যেতে পারে। কিম্বা গরমের সময়ে মর্নিং স্কুল চালু করা যেতে পারে। তবে এই ব্যাপারে শিক্ষা দপ্তরের কোনও সিদ্ধান্ত জানা যায়নি। আপডেট আসছে।
Written by Shatadal.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button