School Closed – অবস্থা বেগতিক, স্কুল ছুটি ঘোষণা, নিয়ম করে অনলাইন ক্লাসের নির্দেশ, শিক্ষকদের কোনও ছুটি নেই।
সারা ভারতের কয়েকটি রাজ্যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। আর নতুন ভ্যারিয়েন্ট পাওয়া মাত্রই School Closed বা স্কুল ছুটি দিলো দিল্লী সরকার। শুধু তাই নয়, দিল্লি ছাড়াও আরো 4 রাজ্য স্কুল বন্ধের পথে হেঁটেছে। কারণ গুলো জেনে নিন।
পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়গুলিতে সবে সবে বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রদানের কাজ চলছে। রাজ্যের স্কুলে পঠন-পাঠনের কাজ সাময়িক বন্ধ হলেও School Closed হয় নি। সম্প্রতি 5 রাজ্যে স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারি হল। কি কারণে এই 5 রাজ্যে বন্ধ হচ্ছে সমস্ত স্কুল! এরাজ্যের স্কুল বন্ধ হচ্ছে কবে থেকে? আজকের প্রতিবেদনে তা জেনে নেওয়া যাক।
মহামারীর ঝড় কাটিয়ে উঠতে না উঠতেই এই সকল রাজ্যগুলিতে School Closed করার সিদ্ধান্ত।
বিগত সময়ে পশ্চিমবঙ্গে মহামারীর আকার ধারণ করার মূল ছিল এক মারণ রোগ। সেই কারণে বিশেষ সতর্কতা অবলম্বনে সারা দেশ জুড়ে বন্ধ (School Closed) ছিল স্কুল। তবে এবারে 5 রাজ্যে স্কুল বন্ধের সিদ্ধান্তের কারণ কি? বছরের শুরুতেই স্কুল বন্ধে কি হতে পারে পড়াশোনার ক্ষতি? নাকি পড়াশোনাকে চালানো হবে অনলাইন পদ্ধতিতে? আসুন আলোচনায় জেনে নেওয়া যাক।
প্রতি বছরই প্রবল শীতের প্রকোপ দেখা যায় ভারতের বেশ কিছু রাজ্যে। এর মধ্যে আবার সারা বিশ্বের স্বাস্থ্যগত পরিস্থিতিতে নজর কাড়ছে গত বছর দুয়েকের তোলপাড় করা ইতিহাস। এই কারণে পরিস্থিতি যাতে বেশি বিগড়ে না যায়, সে কারণে দিল্লীর স্কুল শিক্ষকদের দেওয়া হচ্ছে বিশেষ দায়িত্ব। বাইরের দেশ থেকে আগত প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় হাত লাগাতে হবে দিল্লীর স্কুল শিক্ষকদের।
অপর দিকে এই পরিবেশগত কারণে পরিস্থিতি সামলাতে অর্থাৎ শীতের কারণে ভারতের বিহার, ইউপি, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি-এনসিআর-এর স্কুল বন্ধ করা হচ্ছে এই জানুয়ারী মাস থেকেই। তবে দিল্লি-এনসিআর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের অনেক এলাকায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শিশুদের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর অনেক রাজ্যের স্কুলগুলিতে শীতকালীন ছুটির (School Closed) নির্দেশ দিয়েছে।
হিমশীতল ঠান্ডার কারণে দিল্লী এনসিআরের স্কুলগুলিকে 15 দিনের ছুটি (School Closed) ঘোষণা করা হয়েছে। তবে এই 15 দিনে শিক্ষকদের ছুটি থাকছে না। সরকার তাদেরকে দেশ তথা রাজ্যের স্বার্থে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজে লাগাতে চলেছে। যদিও হরিয়ানা, ইউপি, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সহ অনেক রাজ্যে শীতকালীন ছুটি (School Closed) ঘোষণা করা হয়েছে।
উত্তর প্রদেশ স্কুল শীতকালীন ছুটি 2022:-
উত্তর প্রদেশ স্কুল শীতকালীন ছুটি 2022 সম্পর্কে জেনে নেওয়া যাক। উত্তরপ্রদেশ রাজ্যে শীতের কারণে অনেক জেলায় 8ম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ (School Closed) করে দেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে। এর ফলে সম্পূর্ণ স্কুল বন্ধ থাকবে না। শুধুমাত্র নির্দিষ্ট ক্লাস গুলি বন্ধ থাকবে।
বিহার রাজ্যের স্কুলে শীতকালীন ছুটি 2022ঃ-
বিহারের স্কুল 8 শ্রেণী পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা (School Closed) হয়েছে। আবহাওয়া দফতর (IMD) পূর্বাভাস দিয়েছে যে আগামী কয়েকদিন ঘন কুয়াশার পাশাপাশি তীব্র ঠান্ডা থাকবে। এই প্রবল শীতে যাতে শিশুদের কোন রকম সমস্যা না হয়, সেই কারণেই রাজ্যের এই উদ্যোগ।
দিল্লি-এনসিআর স্কুল শীতকালীন ছুটি 2022:-
শিক্ষা অধিদপ্তরের শীতকালীন ছুটির বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লির সমস্ত স্কুল 1লা জানুয়ারি থেকে 15ই জানুয়ারী পর্যন্ত বন্ধ (School Closed) থাকবে সমস্ত স্কুল। শিক্ষা অধিদপ্তরের অধীনে দিল্লি এনসিআরের সমস্ত সরকারি স্কুল 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে। একইসঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিশুদের শিক্ষা যাতে বিঘ্নিত না হয় তার জন্য প্রতিকারমূলক ক্লাসের (School Closed) আয়োজন করা হবে।
সাপ্তাহিক রাশিফল (26-31শে ডিসেম্বর, 2022) – মেষ থেকে মীন, একবারে দেখে নিন।
হরিয়ানা স্কুল শীতকালীন ছুটি 2022:-
হরিয়ানার শিক্ষামন্ত্রী হলেন কানওয়ার পাল গুর্জার। তিনি সম্প্রতি নির্দেশ দিয়েছেন যে, হরিয়ানা রাজ্যের সমস্ত সরকারি স্কুল 1 তারিখ থেকে 15ই জানুয়ারী তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেছেন যে, উত্তর ভারতে সাধারণ ঠান্ডার বিস্তার ধীরে ধীরে বাড়ছে। এমন পরিস্থিতিতে সকালে কুয়াশার কারণে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এটি আগে স্কুলের সময়সূচী পরিবর্তন করার কথা বিবেচনা করা হয়েছিল, কিন্তু এখন 15ই জানুয়ারি পর্যন্ত স্কুলগুলি বন্ধ (School Closed) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতির বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঞ্জাব স্কুল শীতকালীন ছুটি 2022:-
পাঞ্জাব রাজ্যের সমস্ত স্কুলগুলি 1লা জানুয়ারী 2023 পর্যন্ত বন্ধ থাকবে। সরকারের এই আদেশ সমস্ত স্কুলের জন্য প্রযোজ্য হবে। তারপর থেকে যথারীতি নিয়ম মেনে হবে স্কুল। এক্ষেত্রে 15ই জানুয়ারি পর্যন্ত ছুটির (School Closed) কোন রকম খবর নেই আপাতত।
15 জানুয়ারি পর্যন্ত স্কুল ছুটি, শিক্ষকদের জরুরী পরিষেবায় দায়িত্ব দেওয়া হলো।
মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় স্কুল শীতকালীন ছুটি 2022:-
মধ্যপ্রদেশ রাজ্যে 25শে ডিসেম্বর তারিখ থেকে 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত এবং ছত্তিশগড়ে 28 ডিসেম্বর থেকে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। পড়তে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.