Zero Balance Savings Account – স্বাধীনতা দিবসে বিনামূল্যে জিরো ব্যালান্স সেভিংস একাউন্ট খোলার সুযোগ দিচ্ছে এই 5 টি ব্যাংক।

প্রতিবেদনের শুরুতেই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর এই দিনে দেশের অন্যতম ৫টি শীর্ষ ব্যাংক Zero Balance Savings Account বা বিনা ডিপজিটে একাউন্ট খোলার সুযোগ দিচ্ছে। এবং আজ ব্যাংক বন্ধ থাকলেও আগামীকাল থেকে এই বুবিধা নিয়ে গ্রাহকেরা একাউন্ট খুলতে পারবেন। শুধু তাই নয় Zero Balance Savings Account হলেও সেভিং একাউন্টের মতো একাধিক সুবিধা পাবেন এতে।

Zero Balance Savings Account open online

ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স রাখার একটা নিয়ম চালু রয়েছে। SBI, PNB, Bank of Baroda, UBI, Union Bank, HDTV, ICICI, Axis, Indusind Bank সহ বিভিন্ন ব্যাংকের এই মিনিমাম ব্যালেন্সের (Minimum Balance) পরিমাণ বিভিন্ন ধরনের হয়। কিন্তু তার মধ্যেও ব্যাংকগুলির প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিয়ে ব্যবসা করার জন্য গ্রাহক টানার লক্ষ্যে বিভিন্ন ধরনের নতুন সুবিধা অফার করে থাকে। এরকমই একটি সুবিধা হল জিরো ব্যালেন্স সেভিংস ব্যাংক একাউন্ট (Zero Balance Savings Account).

জিরো ব‍্যালান্স সেভিংস অ্যাকাউন্টের সুবিধা

নামটি শুনেই বোঝা যাচ্ছে ব্যাংকের এই সেভিংস অ্যাকাউন্ট করতে গেলে সেখানে কোনো ব্যালেন্স রাখার বাধ্যতা নেই। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে দেশবাসীকে ব্যাংক একাউন্ট দেওয়ার মাধ্যমে ভারত সরকারের তরফে বেশ কিছু ব্যাংকে এই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট চালু করার জন্য জানানো হয়। আর তারপর থেকেই ব্যাংকগুলি জিরো ব্যালান্স সেভিংস একাউন্ট চালু করেছে। যেখানে গ্রাহকেরা বেশ কিছু সুবিধা পেতে পারেন। এবার দেখে নেওয়া যাক, এরকম ৫টি ব্যাংকের জিরো ব্যালান্স সেভিংস সেভিংস অ্যাকাউন্ট সম্বন্ধে বিস্তারিত।

Zero Balance Savings Account Axis Bank Prime Savings Account

এই ব্যাংকের জিরো ব্যালান্স সেভিংস একাউন্টে ৫০ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে ৩ শতাংশ এবং তার বেশি পরিমাণে টাকা জমা দিলে 3.5 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। ক্যাশব্যাক এর সুবিধা রয়েছে।

Zero Balance Savings Account Kotak 811 Full KYC Account

এই অ্যাকাউন্ট একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এই একাউন্টে ৫০ লাখ টাকা পর্যন্ত রাখে ৩.৫ শতাংশ এবং তার বেশি টাকা জমা দিলে ৪ শতাংশ সুদ পাওয়া যায়। এই একাউন্টে আপনি ATM Card ও cheque এর সুবিধা পাবেন।

কিষাণ বিকাশ পত্র (Post Office scheme name - Kisan Vikash Patra)

Equitas Self Savings Account

এই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে যথেষ্ট বেশি পরিমাণে সুদ পাওয়া যায়। ৩.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত জিরো সেভিংস একাউন্টে সুদ পাওয়া যায়। অর্থাৎ FD এর মতোই আপনি সুদ পেতে পারেন। এবং যখন খুশি টাকা ও তুলে নিতে পারেন।

IDFC First Bank Prothom Savings Account

আইডিএফসি ফাস্ট ব্যাংক প্রথম সেভিংস একাউন্টে এটিএম থেকে লেনদেনের জন্য কোনো সর্বোচ্চ সীমা নেই। ৪ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ প্রদান করা হয়। এখেত্রেও Fixed Deposit interest rate এর সমান আপনি সুদ পেতে পারেন।

আরও পড়ুন, আজ Redmi এর ফোন কিনলেই পাবেন ৫০০০ টাকা ছাড়। তিন দিন অফার থাকবে।

Indus Delight Savings Account

ইন্ডাসইন্ড ব্যাংক এর এই একাউন্টে ১০ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে ৪% এবং তার বেশি পরিমাণে টাকা রাখলে ৫ শতাংশ সুদ দেওয়া হয়। এখানে ক্যাশব্যাক, ডিসকাউন্ট এর সুবিধা রয়েছে।
এছাড়াও সারা বছরই বিভিন্ন ব্যাংক থেকে জিরো ব্যালান্স একাউন্ট করা যায়, যেমন

  • HDFC zero balance savings account
  • SBI zero balance savings account
  • Zero balance savings account of PNB
  • Zero balance savings account SBI
  • IDBI zero balance account open online

আরও পড়ুন, স্বাধীনতা দিবসে ১০ টাকার এই লটারি একটা কিনে রাখুন, ভাগ্য বদলে যাবে।

তবে মনে রাখবেন বেসিক সেভিংস একাউন্ট খোলার জন্য ব্যাংকের প্রতিনিধি আপনাকে উৎসাহিত না ও করতে পারে। তবে আপনার প্রয়োজন হলে এবং ব্যাংকের সমস্ত নিয়ম কানুন অনুযায়ী আপনি যোগ্য হলে, জিরো ব্যালান্স একাউন্ট আপনি দাবী করতেই পারেন। এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান।

  • জিরো ব্যালেন্স দিয়ে কি এটিএম কার্ড পাওয়া যায়?

    জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট থাকলেও আপনি এটিএম কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। সাধারণ সেভিংস একাউন্টের মতোই পরিষেবা পাবেন। প্রতিমাসে প্রথম তিনটি লেনদেন ফ্রি হবে। তারপর নিয়ম অনুযায়ী চার্জ দিতে হবে।

  • সেভিংস নাকি জিরো ব্যালেন্স একাউন্ট কোনটা ভালো?

    সাধারণ সেভিংস একাউন্টে টাকা রাখলে মিনিমাম ব্যালান্স রাখার নিয়ম থাকে। তার চেয়ে কম টাকা থাকলে ফাইন হতে পারে। তবে জিরো ব্যালান্স একাউন্টে নুন্যতম টাকা রাখার কোনও সীমা নেই। সুতরাং হটাত টাকার দরকার হলেও নিশ্চিন্তে টাকা তুলতে পারবেন।

Related Articles

One Comment

  1. When we go to any bank to open zero balance account first of all they ignore to open it and their behaviour is like they talking with their made servant

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button