SBI SCSS Scheme

ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দিচ্ছে দারুন সুযোগ। আপনিও যদি এখানে টাকা রাখেন, তাহলে বিপুল সুদের হারে লাভ পাবেন। শুধু তাই নয়, রিটার্ন পাবেন কড়কড়ে ৪১ হাজার টাকা (SBI SCSS Scheme)। দারুন লাভজনক এই স্কিম সম্পর্কে এখনো পর্যন্ত অনেক গ্রাহক জানেন না। তাই অবশ্যই দেখে নিতে হবে কিভাবে এখানে বিনিয়োগ করবেন (SBI SCSS Scheme)।

স্টেট ব্যাংক যে স্কিমের কথা উল্লেখ করেছে, সেই স্কিমে আপনিও দারুন লাভ করতে পারবেন। শুধুমাত্র আপনাকে বুদ্ধি করে বিনিয়োগ করতে হবে। তবে অন্যান্য স্কিমের মতো এসবিআই SCSS স্কিমে (SBI SCSS Scheme) নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। আবেদন জানানোর পদ্ধতি আলাদা। তাই আপনি যদি চান তবে আজকের প্রতিবেদন থেকে স্টেট ব্যাংকের এই তুমুল লাভজনক স্কিম সম্পর্কিত সমস্ত তথ্য এক নজরে জেনে নিন।

লোন নেবেন বলে ভাবছেন? কত বছরের মেয়াদে লোন নিলে আপনার সবচেয়ে বেশি লাভ?দেখে নিন হিসাব

SBI SCSS Scheme Details 2024

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাংক স্টেট ব্যাংক তাঁদের গ্রাহকদের জন্য দুর্দান্ত সুদ-সহ একাধিক স্কিম অফার করে থাকে (SBI SCSS Scheme)। মাঝে মধ্যেই নিত্য নতুন প্রকল্পের ঘোষনা করে এসবিআই। স্টেট ব্যাংকের একটি জনপ্রিয় স্কিম সম্পর্কে আমরা আজকে জানছি। এই স্কিমটি হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SBI SCSS Scheme)।

স্টেট ব্যাংকের এই স্কিম মূলত সিনিয়র সিটিজেনদের জন্য ভাবা হয়েছে। এই স্কিম দারুন সুদের অফার করে। এই স্কিমে আপনি সুদ পাবেন ৮. ২০ শতাংশ হারে। এখন আপনি যদি স্টেট ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে দারুন লাভ করতে চান, তাহলে আপনাকে এই স্কিম সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নিতে হবে। এই স্কিমের সমস্ত নিয়মাবলী আপনাকে জানতে হবে।

পোস্ট অফিসের এই স্কিমে মাত্র 1000 টাকা বিনিয়োগ করুন! টাকা ডবল হবে নিমেষে! আপনিও হবেন বড়লোক

What is SBI SCSS Scheme?

ভারত সরকার ২০০৪ সালে প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SBI SCSS) চালু করেন। এই স্কিমটি এখনো পর্যন্ত ভারতবর্ষের অবসরপ্রাপ্ত মানুষদের‌ স্বার্থে পরিচালিত হয়। এই স্কিম সিনিয়র সিটিজেনদের মাসিক ইনকাম নির্দিষ্ট করে। স্টেট ব্যাংকের স্কিমে ভারতের জনসাধারণ নিরাপদ বিনিয়োগ করতে পারেন, এবং ঝুঁকিবিহীন সুনিশ্চিত রিটার্ন নিশ্চিত করতে পারেন।

SBI SCSS Scheme Benifits 2024

এসবিআই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের (SBI SCSS) সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই স্কিমে আপনি যদি বিনিয়োগ করেন তবে কি কি সুবিধা পেতে পারেন?

  • স্টেট ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিরাপদে বিনিয়োগ ও ঝুঁকি বিহীন নিশ্চিত রিটার্ন দিয়ে থাকে।
  • স্টেট ব্যাঙ্কের এই স্কিমে সুদের হার ৮.৩০ শতাংশ।
  • এখানে ১ হাজার টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
  • স্টেট ব্যাংকের এই স্কিমের মেয়াদ হল পাঁচ বছর তবে আপনি চাইলে আরো তিন বছর বৃদ্ধি করতে পারেন।

SBI SCSS Scheme Eligibility 2024

  • এই স্কিমে আবেদন করতে পারবেন ভারতীয় সকল জনসাধারণ।
  • তবে মনে রাখতে হবে ব্যক্তির বয়স যদি ৬০ বছর অতিক্রান্ত হয়, অর্থাৎ তিনি যদি সিনিয়র সিটিজেন হন তবেই এই স্কিমের সুবিধা পেতে পারবেন। যে কোন সাধারণ নাগরিক ৬০ বছর বয়স হলেই প্রকল্পে টাকা জমা করতে পারবেন।
  • সেনাবাহিনীতে কর্মরত একজন ব্যক্তি যদি ৫০ বছরের মধ্যে অবসর নেন তাহলে ৫০ বছরের পর থেকেই তাঁরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি কোন ব্যক্তি ৫৫ বছরে অবসর গ্রহণ করেন, তাহলে ৫৫ বছরের পর থেকে স্কিমে বিনিয়োগ করা যাবে।
  • এই স্কিমের আরো বড় একটি সুবিধা হল, এখানে সিঙ্গেল এবং জয়েন্ট উভয় অ্যাকাউন্ট করা যায়।

SBI SCSS Scheme Application 2024

স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SBI SCSS) অ্যাকাউন্টটি ওপেন করা খুবই সহজ। এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে হলে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় ভিজিট করতে হবে। সেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় নথি পত্র জমা দিতে হবে। তাহলে আপনার একাউন্ট খুলে যাবে আপনি টাকা জমা করা শুরু করতে পারবেন।

SBI SCSS স্কিমে কিভাবে 41,000 টাকা রিটার্ন পাবেন?

একজন ব্যক্তি যদি যদি স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এককালীন ১ লক্ষ টাকা জমা করেন তাহলে সেই টাকার উপর ৫ বছরের সুদের হার প্রযোজ্য হবে। ৮.২০ শতাংশ সুদের হারে তিনি জমাকৃত টাকার উপর মোট সু্দ পাবেন ৪১,০০০ টাকা। অর্থাৎ একজন ব্যক্তি ৫ বছর পর সুদসহ মোট রিটার্ন পাবেন ১ লক্ষ ৪১ হাজার টাকা। অর্থাৎ সেই ব্যক্তি এক চল্লিশ হাজার টাকা রিটার্ন পাবেন এক লক্ষ টাকা জমা রাখলে।