SBI Scheme: মাত্র 593 টাকা বিনিয়োগ করলে 1 লাখ টাকার রিটার্ন পাবেন। স্টেট ব্যাংকের নয়া স্কিমে মধ্যবিত্তের মুখে ফুটল হাসি
Har Ghar Lakhpati Yojana Scheme
ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য একাধিক (SBI Scheme) চালু হয়েছে। তবে সম্প্রতি এসবিআই তে এমন একটি প্রকল্প চালু হয়েছে যা মধ্যবিত্তের মুখে হাসি ফোটাবে। এই প্রকল্পটি হলো হর ঘর লাখপতি যোজনা। যেখানে আপনি মাত্র ৫৯৩ টাকা বিনিয়োগ করলে ১ লাখ টাকা রিটার্ন পাবেন।
SBI Scheme Investment 2025
স্টেট ব্যাংক চালু করেছে হর ঘর লাখপতি স্কিম। এখন প্রশ্ন হলো? এই স্কমটি আসলে কি? এটি মূলত একটি রেকারিং ডিপোজিট স্কিম। এখানে একজন সাধারণ গ্রাহক ৫৯৩ টাকা এবং প্রবীণ নাগরিক হলে তিনি ৫৭৬ টাকা দিয়ে বিনিয়োগ (Investment) শুরু করতে পারেন। তবে মনে রাখবেন, মেয়াদ শেষে আপনার হাতে আসবে ১ লাখ টাকা। যদি আপনি একটি নিরাপদ এবং নিশ্চিত রিটার্নের গ্যারান্টি চান, তাহলে এই স্কিমে বিনিয়োগ করতেই পারেন।
কেন এই স্কিমে আপনি বিনিয়োগ করবেন?
স্টেট ব্যাংকের এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল, এখানকার ভালো রিটার্ন। মাত্র ৫৯৩ টাকা জমা দিয়ে যদি কোনো ব্যক্তি এক লাখ টাকা রিটার্ন পান তাহলে কে না চাইবে বিনিয়োগ করতে। তবে স্বাভাবিকভাবে, অন্যান্য প্রকল্পগুলির মতো এতে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। এসবিআই-এর এই স্কিমের মেয়াদ শুরু হচ্ছে ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত। সেক্ষেত্রে একজন গ্রাহক নিজের আর্থিক লক্ষ্য মেয়াদ বেছে ও নিতে পারেন। যাঁরা ১০ বছরের মেয়াদে বিনিয়োগ করতে চাইছেন, তাঁরা বিনিয়োগ শুরু করুন ৫৯৩ টাকা দিয়ে।
আরও পড়ুন: 10 হাজার রাখলে রিটার্ন 2 কোটি। এখানে ইনভেস্ট করলে হাতেগোনা কয়েক বছরে আপনিও মালামাল!
এই স্কিমে বিনিয়োগের নিয়মগুলি কি কি?
- এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন যে কোনও ভারতীয় নাগরিক।
- এখানে সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়।
- এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যক্তির বয়স হতে হবে ১০ বছর বা তার বেশি।
- এখানে টানা ছয় মাস কিস্তির টাকা জমা না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে টাকা পাঠিয়ে দেওয়া হবে গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে।
- যদি নিয়মিত কিস্তির টাকা জমা দেন, তবে মেয়াদ শেষে হাতে মিলবে ১ লাখ টাকা।
এই স্কিমে সুদের হার কত?
স্টেট ব্যাংকের হর ঘর লাখপতি স্কিমে ৩ ও ৪ বছর মেয়াদে সাধারণ গ্রাহকদের মোট ৬.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার হয়েছে ৭.২৫ শতাংশ। ৫ থেকে ১০ বছর মেয়াদে সাধারণ গ্রাহকরা পাচ্ছেন ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.০০ শতাংশ হারে সুদ।
আরও পড়ুন: এসবিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কম সময়ে চমকপ্রদ রিটার্ন। SBI গ্রাহকরা এই সুযোগ হাতছাড়া করবেন না
কিভাবে আবেদন জানাবেন?
স্টেট ব্যাংকের এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে আপনাকে নিকটবর্তী শাখায় ভিজিট করে নিয়ম-কানুন জেনে নিয়ে আবেদনপত্র ফিল আপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনেও আবেদন জমা নেওয়া হতে পারে। এর জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।
উপসংহার: স্টেট ব্যাংকের এই প্রকল্পে বিনিয়োগ করে অনেকে লাভবান হয়েছেন। তাই জন্যেই এই প্রতিবেদনে ডিটেলস উল্লেখ করা হয়েছে। এখন যদি আপনি ইনভেস্ট করতে চান তবে নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন। বিনিয়োগ করার আগে সমস্ত নিয়ম কানুন ভালোভাবে পড়ে নেবেন।