SBI Rules – জুন মাসের মধ্যে, স্টেট ব্যাংকের গ্রাহকেরা এই কাজটি না করলে, বন্ধ হতে পারে অ্যাকাউন্ট। New Big Update 2022.

SBI Rules – জেনে নিন ব্যাংকের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে।

ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল এসবিআই (SBI Rules)। প্রায় প্রতিটি পরিবারের একজন সদস্যের এখানে অ্যাকাউন্ট থাকতে স্বাভাবিকভাবে দেখা যায়। দেশের সমস্ত রাজ্যের জেলায় রয়েছে এর শাখা। কয়দিন আগে এই ব্যাংক তার গ্রাহকদের জন্য বৃদ্ধি করেছিল ফিক্স ডিপোজিটের সুদের হার। এবার ফের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য একটি বড় খবর।

এই কাজটি না করলে পরবর্তীকালে বন্ধ হয়ে যেতে পারে গ্রাহকের অ্যাকাউন্ট (SBI Rules)। তবে এই কাজের জন্য যেতে হবে না ব্যাংকে। গ্রাহকরা বাড়িতে বসেই অনলাইনে করে নিতে পারেন সমস্ত কাজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক নতুন কি ঘোষণা করা হয়েছে ব্যাংকের তরফ থেকে।

গ্রাহকদের অ্যাকাউন্ট সচল রাখতে প্রতিটি ব্যাংকেই জমা করতে হয় কেওয়াইসি নথি। KYC এর পুরো অর্থ হলো Know Your Customer. কয়েক মাস পর পরেই কেওয়াইসি নথি জমা করতে হয় ব্যাংকে। এবার ব্যাংকের তরফের ঘোষণা করা হয়েছে (SBI Rules) সঠিক সময়ের মধ্যে যে ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেখানে কেওয়াইসি নথি জমা না করলে বন্ধ অথবা ফ্রিজ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।

টেট কেলেঙ্কারীর পর, এবার সর্ষের মধ্যেই ভূত, আরো বড় প্রমান পাওয়া গেল, জলদি দেখুন

তবে ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে কেউ এসে জমা দেওয়ার জন্য যেতে হবে না ব্যাংকে। বাড়িতে বসেই আপডেট করা যাবে (SBI Rules) কেওয়াইসি নথি। কেওয়াইসির জন্য নথি জমা দেওয়ার আগে কেওয়াইসির বিশদ বিবরণ আপডেট করার জন্য গ্রাহককে ব্যাংকের কিছু নথি জমা করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেওয়াইসি আপডেট করতে কি কি নথি প্রয়োজন।

বিনামূল্যে ষ্টেট ব্যাংকের ATM বসিয়ে, মাসে 50000 টাকা আয় করার সুযোগ, অনলাইনে

কেওয়াইসি নথি আপডেট করার জন্য গ্রাহকদের তাদের বসবাসের ঠিকানা ও পরিচয়পত্র কেন করে শাখা ব্যাংকের অফিশিয়াল মেইল আইডিতে পাঠাতে হবে (SBI Rules)। তবে এক্ষেত্রে যদি কেওয়াইসি ডকুমেন্ট জমা সম্পন্ন না হয় তবে অনলাইনে ব্যক্তির কেওয়াইসি ডকুমেন্ট পাঠাতে হবে।

এক সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ না দিলে অফিসারদের বেতন বন্ধের নির্দেশ, কলকাতা হাইকোর্টের

এগুলির মধ্যে যে নথিগুলি পাঠাতে হবে সেগুলি হল- পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনরেগা কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সহ ব্যক্তির ঠিকানার প্রমাণ। অনেকক্ষেত্রে অভিভাবকরা সন্তানের নামে খোলেন ব্যাংক অ্যাকাউন্ট (SBI Rules)। ১০ বছরের কম অ্যাকাউন্টধারীর ব্যাংক অ্যাকাউন্ট যিনি পরিচালনা করবেন তার ব্যক্তিগত পরিচয় পত্র জমা করতে হবে।

পরবর্তীকালে ১০ হবার সাথে সাথে নিজেদের নামে থাকা সমস্ত ব্যক্তিগত নথিপত্র জমা করতে হবে কেওয়াইসি আপডেটের জন্য। তাহলে দেরি না করে চটপট আপডেট করে ফেলুন আপনার কেওয়াইসি তথ্য এবং বিনা বাধায় সচল রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট।

অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখতে ভুলবেন না সুখবর বাংলা ওয়েব পোর্টালটিতে।
Written by Manisha Basak.

উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ দিচ্ছে এই ২ স্কলারশিপ, জানুন আবেদনের শেষ তারিখ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button