SBI Recruitment: স্টেট ব্যাংকে 1497 শূন্যপদে চাকরি! মাসিক বেতন 93,960/- টাকা! আবেদন জমা করুন অনলাইন

প্রচুর শূন্যপদে চাকরি দিচ্ছে ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI). সম্প্রতি স্টেট ব্যাংকের তরফে একগুচ্ছ পদে কর্মী নিয়োগের বার্তা এল(SBI Recruitment). যেখানে সুযোগ পাবেন চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা।

পুরুষ ও মহিলা নির্বিশেষে এখানে আবেদন জানাতে পারবেন। কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি(SBI Recruitment). আপনিও যদি এতদিন ভালো চাকরির সন্ধানে থেকে থাকেন, তাহলে এই নিয়োগে নিজ আবেদন সাবমিট করুন(SBI Recruitment). স্টেট ব্যাংকে নতুন নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

SBI Recruitment 2024

স্টেট ব্যাঙ্কের তরফে প্রচুর পদে কর্মী নিয়োগ হচ্ছে। আর সেই সম্পর্কিত নতুন একটি বিজ্ঞপ্তি জারি হল(SBI Recruitment). সরাসরি ১৪৯৭ পদের জন্য এই নতুন নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হল। এই হাজার হাজার পদের নতুন নিয়োগে যারা আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁদের সমস্ত নিয়মাবলী মেনে নিজ আবেদন সাবমিট করতে হবে(SBI Recruitment). শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, প্রার্থীদের বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগের নিয়মগুলি জেনে নিতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

SBI New Recruitment Details 2024

১) ভ্যাকেন্সি ডিটেলস

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রচুর শূন্যপদে প্রার্থী নিয়োগ চলছে(SBI Recruitment). মোট শূন্যপদের সংখ্যা ১৪৯৭। কোন কোন পদের জন্য নিয়োগ? স্টেট ব্যাংকের তরফে চাকরি দেওয়া হচ্ছে Specialist Cadre Officer পদের জন্য। এর মধ্যে UR দের জন্য ৬১৪ টি, SC দের জন্য ২৩৪ টি, ST দের জন্য ১১০ টি ও OBC দের জন্য ৩৯২ টি এবং EWS দের জন্য ১৪৭ টি পদ রয়েছে। আসুন এবার যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে জানা যাক।

আয়ুষ প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ! বেতন 28,000 টাকা! মাধ্যমিক পাশে আবেদন করুন

২) শিক্ষাগত যোগ্যতা

স্টেট ব্যাংকের নতুন নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদ গুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে জ্ঞান অর্জন করে থাকতে হবে যে যে বিষয় গুলিতে- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস। এই বিষয়গুলিতে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক, এমটেক, এমসিএ অথবা এমএসসি ডিগ্রী অর্জন করতে হবে।

৩) বয়সসীমা

যে সকল প্রার্থীরা স্টেট ব্যাংকের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। তবে, সরকারি নিয়ম অনুসারে প্রত্যেক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে। নিয়োগের ক্ষেত্রে কিন্তু বয়সের মাপকাঠি বিশেষভাবে মানা হবে।

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে কর্মী নিয়োগ! পরীক্ষা ছাড়া সরাসরি চাকরি! বেতন ১ লাখ ৪৪ হাজার টাকা!

৪) মাসিক বেতন

যে সকল প্রার্থীরা স্টেট ব্যাংকের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের মধ্যে থেকে যারা সিলেক্ট হবেন, তাদের মাসিক বেতন হবে ৪৮,৮৪০ টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০ টাকা পর্যন্ত। এছাড়াও থাকছ অন্যান্য সুযোগ-সুবিধা।

৫) আবেদন জানাবেন কিভাবে

  • আবেদনে আগ্রহী প্রার্থীদের প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।‌
  • তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এর পরের ধাপে অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করবেন।‌
  • আবেদনপত্রের প্রতিটি তথ্য যথাযথ ভাবে উল্লেখ করবেন। কোন তথ্য যেন ভুল না হয়।
  • আবেদনপত্রটি সঠিক ভাবে ফিল আপ হয়ে গেলে ডকুমেন্টগুলি যেগুলি যাওয়া হয়েছে সেগুলি জমা দিন।‌
  • এরপর পুরো আবেদনপত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন।‌
  • অবশ্যই একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখবেন। এটি পরবর্তীতে দরকার হতে পারে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল সাইটে নজর রাখুন।

৬) আবেদনের সময়সীমা

ইতোমধ্যে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন গ্রহণ চলবে ৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত। ‌এছাড়াও এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশটি পড়ে নেবেন।

৬) নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে প্রার্থীদের বেছে নেওয়া হবে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। পদের গ্রেড অনুযায়ী এখানে কিছু পদের জন্য সরাসরি ইন্টারভিউর নেওয়া হবে। আর কয়েকটি পদের জন্য নেওয়া হবে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট এবং প্রফেশনাল নলেজ যাচাইকরণ। ম্যানেজার লেভেলের পদগুলির জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Related Articles

Back to top button