SBI Recruitment – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইন্টার্ভিউয়ের মাধ্যমে মোটা বেতনের চাকরির সুযোগ।
দেশীয় বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংকের তরফ থেকে আবারো একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো (SBI Recruitment). ভারতের সবচেয়ে বৃহত্তম সরকারি ব্যাংকের যেকোনো পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুনলেই চাকরিপ্রার্থীরা ভীষণই উদ্বিঘ্ন হয়ে ওঠেন। দেশের বৃহত্তম এই ব্যাংকটিতে যেকোন চাকরিপ্রার্থীই কাজ করতে চান। সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকেও এবার কর্মী নিয়োগ করা হবে।
SBI Recruitment 2024 Chartered Accountant Post
একটি উচ্চ পদে কর্মীদের নিয়োগ করা হবে এবং পদ সংখ্যা রয়েছে খুবই সীমিত। তাই যেসকল চাকরিপ্রার্থী এই পদটিতে আবেদন জানাতে চান তারা কিভাবে এই পদের জন্য আবেদন করবেন? পদের জন্য কি কি বিশেষ যোগ্যতার দরকার, শূন্যপদ সহ পদের নাম প্রভৃতি আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।
- পদের নাম
- যোগ্যতা
- বয়স ও বেতন
- নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি
পদের নাম
হাই ক্যাটাগরির এই পদটির নাম হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ( স্পেশালিস্ট ) MMGS – ll. এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৯ টি। তপশিলি জাতিদের জন্য ১ টি শূন্যপদ এবং OBC জাতির জন্য ২ টি, এখানে মোট ৩ টি শূন্যপদ ফাঁকা রয়েছে। সাধারণ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য বাকি ৬ টি শূন্যপদ ফাঁকা রয়েছে।
19,900 টাকা বেতনে পোস্ট অফিসে চাকরির সুবর্ণ সুযোগ! শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করুন
যোগ্যতা
বিশেষ এই পদটির জন্য আবেদনকারীদের অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর ডিগ্রি অর্জন করতে হবে। এবং শুধু ডিগ্রি অর্জন করলেই চলবেনা এই ফিল্ডে তাদের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (SBI Recruitment).
বয়স ও বেতন
ইচ্ছুক আবেদনকারীদের বয়স নূন্যতম ২৫ হতে হবে। এবং সর্বোচ্চ ৩৫ বছরের বয়সউর্ধ্য ব্যাক্তিরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। স্টেট ব্যাংক তাদের বেতন কাঠামো অনুযায়ী এই পদের জন্য বেতন প্রদান করবে। বেতন সম্পর্কে জানতে হলে আপনারা স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেতন কাঠামো আরো ডিটেলস জেনে নিতে পারেন।
নিয়োগ পদ্ধতি
এই পদে কর্মরত হওয়ার জন্য ব্যাক্তিদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবেনা (SBI Recruitment). সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এবং আবেদনকারীদের পাঠানো ডকুমেন্টস এর ভিত্তিতে প্রার্থীদের মেটির লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্ট সেই সকল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর ইন্টারভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের পদের জন্য নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
১) এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে (SBI Recruitment).
২) আবেদন করার জন্য সর্বপ্রথম স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
৩) এখানে আপনারা অফিসিয়াল ফর্ম দেখতে পাবেন। সেটা নির্ভুলভাবে ফিল আপ করতে হবে।
৪) ফিল আপ করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস সমেত রঙিন পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে।
৫) এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। General / EWS এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৭৫০ টাকা করে আবেদন ফী ধার্য করা হয়েছে। বাকিদের ক্ষেত্রে আবেদন ফী নেই।
ইচ্ছুক প্রার্থীরা আর দেরি না করে শীঘ্রই এই পদটির জন্য আবেদন করুন। চলতি মাসের ২৭ তারিখ অব্দি অর্থাৎ ২৭ জুন ২০২৪ তারিখ অব্দি প্রার্থীরা এই পদে অনলাইনে আবেদন জানাতে পারবেন (SBI Recruitment).
Written by Sathi Roy.