SBI recruitment 2022

SBI recruitment 2022 : জেনে নিন কিভাবে আবেদন করবেন ও আবেদনের শেষ তারিখ

দেশের প্রথম সারির ব্যঙ্কগুলির (SBI recruitment 2022) মধ্যে একটি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। বর্তমানে এই ব্যাঙ্কে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অফিসার স্কেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে। বিভিন্ন পদ মিলিয়ে প্রায় ৬০০ টিরও অধিক শুন্যপদে নিয়োগ করা হবে। অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারিদেরও দেওয়া হবে এই ক্ষেত্রে বিশেষ সুবিধা। বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়সসীমা, নির্বাচন প্রক্রিয়া, আবেদনের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়ুন পুরো খবরটি।

আরও পড়ুন, সকল বেকারদের জন্য বড় খবর! SSC -তে বিভিন্ন পদে প্রায় ২,০৬৫ জন কর্মী নিয়োগ, জানুন বৃত্তান্ত

নিয়োগ পদের নাম –
১) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলেটেটর
২) চ্যানেল ম্যানেজার সুপারভাইজার
৩) সাপোর্ট অফিসার
শুন্যপদের সংখ্যা –
১) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলেটেটর- ৫০৩ টি২) চ্যানেল ম্যানেজার সুপারভাইজার- ১৩০ টি৩) সাপোর্ট অফিসার- ০৮ টি
আবেদনকারীর বয়সসীমা –
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের ক্ষেত্রে (SBI recruitment 2022) আবেদনের বয়সসীমা ৬০-৬৩ বছর।

আবেদনের পদ্ধতি –
১) এসবিআই -এর অফিসিয়াল ওয়েবসাইট (https://www.sbi.co.in/) ওপেন করতে হবে।২) হোমপেজ, ক্যারিয়ার অপশনে ক্লিক করতে হবে।৩) বিজ্ঞাপনটিতে ক্লিক করতে হবে।৪) আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া শেষ করতে হবে।৫) আবেদনের সাথে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এক্ষেত্রে ভবিষ্যতের জন্য একটি জেরক্স কপি আবেদনকারীরা রেখে দিতে পারেন।

নির্বাচন প্রক্রিয়া –
এই পদগুলিতে আবেদন করলে আবেদনকারীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচিত করা হবে (SBI recruitment 2022)। আগ্রহী চাকুরিপ্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন।

বেতন –
১) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর- যেকোন সময় চ্যানেল (CMF-AC) – মাসিক ৩৬,০০০ টাকা, রিপোর্টিং অথরিটি : চ্যানেল ম্যানেজার ম্যানেজার সুপারভাইজার (CMS)২) চ্যানেল ম্যানেজার সুপারভাইজার- যেকোনও সময় চ্যানেল (CMS-AC) – মাসিক ৪১,০০০ টাকা, রিপোর্টিং অথরিটি : AGM (AC) নেটওয়ার্ক৩) সাপোর্ট অফিসার- যেকোন সময় চ্যানেল (SO-AC) মাসিক ৪১,০০০ টাকা, রিপোর্টিং অথরিটি : AGM (AC) নেটওয়ার্ক/ AGM (S&P)

আবেদনের শেষ তারিখ –
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে (SBI recruitment 2022)। আবেদনের শেষ তারিখ ৭ জুন, ২০২২
চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ করতে চলেছে সরকার