SBI Personal Loan: গ্রাহকদের 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। আর দেরি না করে আজই আবেদন করুন
SBI Personal Loan
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) থেকে লোনের জন্য (SBI Personal Loan) আবেদন করেন অনেকেই। স্টেট ব্যাংকের গ্রাহক সংখ্যা যেমন দিন দিন বাড়ছে ঠিক তেমন ভাবেই গ্রাহকদের সুবিধা দিতে নানান প্রকল্প আনছে স্টেট ব্যাংক। বর্তমানে লোনের দরকার হয় অনেকেরই। কিন্তু লোন গ্রহণ করার জন্য কিছু নিয়ম থাকে। স্টেট ব্যাংক পার্সোনাল লোনের ক্ষেত্রে রয়েছে কি কি নিয়ম? লোন নিলে কত টাকা সুদ দিতে হবে?
SBI Personal Loan Application
ভারতবর্ষের যে কোনও ব্যাঙ্কেই তিন ধরনের ঋণ দিয়ে থাকে। লোনের তিন ধরনের মূল ক্যাটাগরি থাকে। সেগুলি হল, ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন, হোম লোন আর বিজনেস লোন। এখন কোনো একজন ব্যক্তি তাঁর প্রয়োজন অনুসারে লোন নিয়ে থাকেন। যদি তাঁর পার্সোনাল লোনের দরকার হয়, তবে তিনি সেই লোনের জন্য নিজের আবেদন জমা করেন। স্টেট ব্যাংকের তরফেও পার্সোনাল লোন দেওয়া হয়ে থাকে।
তবে একেক ধরনের লোনের ক্ষেত্রে সুদের হারও একেক রকম হয়। ঠিক একই ভেবে, একেক ব্যাঙ্কে গেলে একেক রকমের সুদের হার হয়ে থাকে। তবে আমাদের মূল আলোচ্য বিষয় স্টেট ব্যাংকের পার্সোনাল লোন। তাই আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব।
ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক? টাকা ফিক্সড করার আগে দেখে নিন তালিকা
প্রায় সব ক্ষেত্রেই পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টি দেখে নিতে হবে যে কোন ব্যাঙ্কে কম সুদে ঋণ পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত লোন ছাড়া হোম লোন বা বিজনেস লোনে কোনও কো-ল্যাটারাল লাগে না। আর সেটা একটা বড় সুবিধে।
SBI পার্সোনাল লোনে কত সুদ দিতে হবে?
এখন জেনে নেওয়া জরুরী যে স্টেট ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে কত টাকা সুদ দিতে হবে। আসলে SBI থেকে পার্সোনাল লোন নিতে চাইলে আপনাকে সুদ দিতে হবে মোটামুটি ১১.২৫ শতাংশ থেকে ১৫.৪ শতাংশ পর্যন্ত। তবে মনে রাখা জরুরী, লোনের সুদ ছাড়াও ব্যাঙ্ককে প্রসেসিং ফি হিসেবেও আপনাকে কিছু টাকা জমা দিতে হবে।সেক্ষেত্রে SBI-এর পার্সোনাল লোনে এই প্রসেসিং ফি হল ১.৫ শতাংশ।
নথি ছাড়াই ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। কম সুদের হারে মাত্র কয়েক মিনিটে টাকা পাবেন
তা সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত। তাই মনে করুন আপনি ৫ লাখ টাকার ঋণ নিলেন। তখন আপনাকে ৫ বছরের জন্য সেই ঋণে সুদ বাবদ দিতে হবে সর্বনিম্ন ১০,৯৩৪ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা। আর ঋণ শোধ করার সময় কমলে আপনার এই সুদের টাকার অঙ্কও কমে যাবে।