SBI Interest Rate

ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ও বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI). হাজার হাজার গ্রাহক থাকা স্টেট ব্যাঙ্কের সুদের হার (SBI Interest Rate) এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা নতুন গ্রাহকদের আকৃষ্ট করে। প্রত্যেক বছর প্রচুর সংখ্যক মানুষ স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। মাঝেমধ্যেই স্টেট ব্যাংক সুদের হারে নানান ধরনের পরিবর্তন করে। সুদের হার বৃদ্ধি পায়, আবার সুদের হার হ্রাস পায়। তবে সম্প্রতি দিওয়ালির আগে SBI নিল একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হঠাৎ করেই সুদের হারে ব্যাপক পরিবর্তন নজরে পড়ল। এসবিআই-এর তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সংশ্লিষ্ট বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত।

SBI Interest Rate 2024

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর দিওয়ালি উপহার। সকল গ্রাহকদের চমকে দিয়ে দিওয়ালি ও কালীপুজোর আগেই একঘাক্কায় সুদের হার কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।স্বাভাবিকভাবেই এই খবর পাওয়ার পর খুশি আমজনতা। বিশেষ করে খুশি হয়েছেন লোন গ্রাহকরা। তাহলে কতটা কমল সুদের হার? তবে এই বিষয়ে জানার আগে আপনাদের জেনে নিতে হবে MCLR প্রসঙ্গে কিছু কথা।

সাধারণত ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় MCLR শব্দটি। এখন প্রশ্ন হল MCLR এর অর্থ কী? এই MCLR বলতে বোঝায় Marginal Cost of Funds Based Lending Rating। যদি আরও ভালো করে বোঝাতে হয়, তাহলে বলা যায় MCLR হল ব্যাঙ্কের দেওয়া লোনের উপর থাকা সবচেয়ে কম পরিমাণ সুদের হার।

এই এমসিএলের এর উপরেই নির্ভর করে ব্যাঙ্কের লোনের সুদের হার। SBI-এর নতুন সিদ্ধান্ত বলছে, ০.২৫ বেসিক পয়েন্ট কমানো হয়েছে। যার ফলে এটি এমসিএলের ৮.২% হবে। পাশাপাশি, এক মাসের রেট হবে ৮.৪৫% থেকে কমে গিয়ে ৮.২০%। তবে আরো একটি বিষয় জেনে নেওয়া জরুরী যে, এক্ষেত্রে অন্যান্য সুদের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হবে না।

প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে 1 লাখ টাকা! কেন্দ্রের নতুন স্কিম! কিভাবে আবেদন করবেন, জানুন

আপাতত যেটা জানা যাচ্ছে, এসবিআই-এর তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  যেখানে উল্লেখ করা হয়েছে, MCLR বা এসিআই এর সুদের হার এক ধাক্কায় কমেছে ২৫ বেসিক পয়েন্ট। তবে আরো একটি বিষয় জানুন, এম সি এল আর ছাড়া অন্য কোন সুদের হারে পরিবর্তন করা হয়নি। MCLR কার্যকর হবে ১৫ অক্টোবর থেকে।

SBI MCLR নিয়ে প্রয়োজনীয় তথ্য

প্রত্যেক গ্রাহকের জানা জরুরী, নতুন এমসিএলের অনুযায়ী ছয় মাসের MCLR রেট ৮.৮৫% এবং এক বছরের রেট নির্ধারণ করা হয়েছে ৮. ৯৫%। একইভাবে আপনারা জেনে রাখুন, ২ বছরের লোনের ক্ষেত্রে MCLR করা হয়েছে ৯.০৫% ও তিন বছরের ক্ষেত্রে করা হয়েছে ৯.১%। তাই এই সময় যে সকল ব্যক্তিরা লোন নিতে ইচ্ছুক তারা লোন নিলে অনেক বেশি উপকার পাবেন। SBI ঋণগ্রহীতারা অনেকটা কম সুদে লোন পেয়ে যাবেন।

দীপাবলীর আগে স্টেট ব্যাংক দিল সুখবর! গ্রাহকরা পাবেন দেদার সুবিধা! চালু হচ্ছে একাধিক নয়া সিদ্ধান্ত

তাই এখন যদি আপনি লোন নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে অতি সত্বর আপনার নিকটবর্তী SBI ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন। কারণ আপনি যে লোন নেবেন, তার ওপর কম সুদ মানেই আপনাকে কম EMI দিতে হবে এবং আপনার লোনের মোট টাকা পরিশোধের অঙ্কটাও অনেকটা কমে যাবে। এছাড়াও শোনা যাচ্ছে, SBI নিত্যনতুন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, যাতে গ্রাহকরা উপকৃত হন। চলতি বছর এমন অনেকগুলি সিদ্ধান্ত গ্রহণের পথে স্টেট ব্যাংক।