SBI Customers Alert

SBI Customers Alert – বড়সড় ভুল করার আগে জেনে নিন কি করা মানা।

এখন পৃথিবীজুড়ে ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেনের (SBI Customers Alert) পরিমাণ অধিক বেড়েছে। তার একটাই কারণ। সেটি হল লেনদেন পদ্ধতি সহজ করা এবং সময়ে কম অপচয় করা। তবে বিজ্ঞানের যেমন সুফল আছে, তেমনি আছে অনেক কুফলও। এরই ফলস্বরূপ আকছার ঘটছে ব্যাঙ্ক প্রতারণার ঘটনা।

এবার এই প্রতারণা থেকে গ্রাহকদের সাবধান করতে পদক্ষেপ গ্রহণ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অতিমারি আসার আগে ভারতের ডিজিটালাইজেশন (SBI Customers Alert) শুরু হলেও কতটা প্রভাব ফেলতে পারেনি মানুষের মধ্যে। তবে অতিমারির পর থেকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সাইবার প্রসেসিং বা অনলাইনে টাকা লেনদেনের প্রক্রিয়া।

অর্থাৎ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ইত্যাদির মাধ্যমে লেনদেন প্রক্রিয়া। এই অনলাইন প্রক্রিয়ার (SBI Customers Alert) মাধ্যমে যত সহজে টাকা লেনদেন করা যায় তত সহজেই করা যায় হ্যাকিং অথবা সাইবার জালিয়াতি। আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে OTP শেয়ার করে এই মাশুল গুনতে হচ্ছে ব্যাংক গ্রাহকদের।

SBI তে হতে চলেছে প্রায় 700 পদে নিয়োগ, জলদি করুন আবেদন

যাতে এই ওটিপি কোনভাবেই অন্যকোন ব্যক্তির কাছে শেয়ার না করা হয় তার জন্য বারবার সতর্ক করেছে ব্যাংক। এই সংক্রান্ত বিভিন্ন ট্যুইট বার্তা এবং মেসেজ (SBI Customers Alert) দেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে। তবে শুধুমাত্র এস বি আই এর তরফ এমন বার্তা দেওয়া হয়েছে বলে যে শুধুমাত্র এসবিআই গ্রাহকদের জন্যই এই বার্তা তা নয়। সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একই তথ্য প্রযোজ্য।

আজকাল টাকা তোলার ক্ষেত্রে ওটিপি পরিষেবা শুরু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ টাকা তুলতে লাগবেই ওটিপি। অনেক ক্ষেত্রে KYC আপডেটের নাম করে (SBI Customers Alert) গ্রাহকদের কিছু নম্বর থেকে ফোন কল করা হয়। আধার কার্ড প্যান নম্বর দিয়ে তা আপডেট করতে। অথবা বলা হয় কার্ডের পরিষেবা বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি।

আর অবহেলা নয়, 30 জুনের আগে ব্যাংকে গিয়ে এটি না করলে, দ্বিগুন জরিমানা

ব্যাংকের তরফে বার বার জানানো হয়েছে, এই ধরনের কোনো তথ্য ফোন করে গ্রাহকদের থেকে কখনো জানতে চাওয়া হয় না SBI এর তরফ থেকে। সুতরাং পুরোটাই জালিয়াতি প্রক্রিয়া। আর একবার এই ফাঁদে পা দিলে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যেতে পারে অ্যাকাউন্টের সমস্ত টাকা।

সুতরাং সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। আর ভয় না পেয়ে করতে অনলাইনে টাকা ট্রান্সফার। যাতে সময় বাঁচবে এবং ঝঞ্ঝাটহীনভাবে লেনদেন করা যাবে টাকা। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটিতে।
Written by Manisha Basak.

পশ্চিমবঙ্গে 19 ধরণের সরকারি পদে শুরু নিয়োগ, জানুন কিসের হচ্ছে নিয়োগ