SBI তে প্রচুর শূন্যপদে নিয়োগ, বেতন শুরুতেই 36 হাজার টাকা।

SBI তে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। দেশের শীর্ষতম ব্যাংক RBI বা SBI তে চাকরি করার স্বপ্ন অনেক মানুষেরই থাকে। সেই স্বপ্নপূরণের দিন চলে এসেছে। সম্প্রতি SBI এর তরফ থেকে শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে দেশের সকল রাজ্যের চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য। আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

নিয়োগ পদের নাম– সার্কেল বেসড অফিসার (Circle Based Officer).
মোট শূন্যপদের সংখ্যা– ১৪০০ টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিভাগে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অন্ততপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

রাজ্যের স্কুলে স্কুলে চালু হলো নতুন নিয়ম। স্কুল শিক্ষা দপ্তর এর নির্দেশে শিক্ষকদের নতুন কি কি দায়িত্ব বাড়লো, জেনে নিন

বয়সসীমা– ৩০ সেপ্টেম্বর,২০২২ তারিখ অনুসারে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট গোষ্ঠীর প্রার্থীদের দেওয়া হবে বয়সের ছাড়।
বেতন– শুরুতেই ৩৬,০০০ টাকা।

আবেদন পদ্ধতি– শুধুমাত্র অনলাইনেই করা যাবে আবেদন। SBI এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। আবেদনকারীর নাম, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর/ ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সঠিকভাবে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। সংঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র। শেষে দিতে হবে আবেদন ফি।
আবেদন ফি
জেনারেল ও OBC চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। SC/ST ও PWD চাকরিপ্রার্থীদের জন্য কোনো আবেদন ফি নেওয়া হবে না।

RBI এর কঠোর সিদ্ধান্তের ফল, দেশজুড়ে জোর ধাক্কা, সাধারন মানুষের টাকা পয়সায় কি প্রভাব পড়বে জানুন

নিয়োগ পদ্ধতি– এই পদে নিয়োগের ক্ষেত্রে ৩ টি ধাপ রয়েছে।
অনলাইন টেস্ট।
অবজেক্টিভ টেস্ট-১২০ নম্বর।
ডেসক্রিপটিভ টেস্ট-৫০ নম্বর।
স্ক্রিনিং
ইন্টারভিউ।
আবেদনের শেষ তারিখ- ৭ নভেম্বর, ২০২২.

বিজ্ঞপ্তি-
https://SBI-Circle-Based-Officer-Posts.pdf
Apply Now-
https://ibpsonline.ibps.in/sbicbosep22/basic_details.php
অফিশিয়াল ওয়েবসাইট-
https://www.sbi.co.in/

চাকরি সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

কেন্দ্র ও রাজ্যের একক উদ্যোগে নয়া প্রকল্প, পাওয়া যাবে 50 হাজার টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button