SBI Banking – SBI ATM এ টাকা তোলার নয়া নিয়ম, না মানলে হবে ফাইন। New Rules.
SBI Banking – কবে থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম?
প্ৰতিনিয়তই বাড়ছে জালিয়াতির ঘটনা (SBI Banking)। আর তা সম্ভব হয়েছে উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে। বর্তমান এমন অনেক ঘটনার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। যাতে করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাকা জালিয়াতির নানান ঘটনা উঠে আসছে। এবার সেই জালিয়াতি আটকাতে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই (SBI) এর তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হল।
এর আগে অবশ্য সম্প্রতি কিউআর কোড স্ক্যান হোক (QR Code) বা এটিএম কার্ড ব্যবহার সকল দিক নিয়ে একাধিক টুইট করেছে এসবিআই তাদের নিজস্ব পেজ থেকে (SBI Banking)। এবার এটিএম কার্ড থেকে টাকা জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ নিল SBI. এবার থেকে এটিএম এর মাধ্যমে টাকা তুলতে গেলে মানতে হবে বিশেষ নিয়ম। তা না হলে নির্দিষ্ট অঙ্কের টাকা তোলা যাবে না।
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রায় ৩০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ১৩ হাজার
কি সেই নিয়ম-
২০২০ সালের ১ জানুয়ারি SBI এর নতুন নিয়মের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে SBI-এর যে কোনও ATM থেকে টাকা তুলতে হলে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP. ট্রানজেকশনের ক্ষেত্রে জালিয়াতি রুখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে টাকা তুলতে হলে ATM-এর সামনে দাঁড়িয়ে OTP দিলে তখনই মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে। গ্রাহককে সেই সময় নিজের সাথে রাখতে হবে ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নম্বর যুক্ত মোবাইলটি। (SBI Banking)
OTP সম্পর্কিত বিশেষ তথ্য –
SBI-এর ATM থেকে কোনো গ্রাহক টাকা তুলতে গেলে ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে চারটি ডিজিটের OTP কোড পাঠানো হবে। এই নিয়মে ATM কাউন্টারে দাঁড়িয়ে ১০,০০০ বা তার বেশি টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের OTP দিতেই হবে। OTP সঠিকভাবে দিলে গ্রাহক কত টাকা তুলতে আগ্রহী, তা যাচাই করা হবে। এই পদ্ধতির সুবিধা হল ATM কার্ড থেকে অতিরিক্ত টাকা বেরিয়ে যাবে না। (SBI Banking)
বাড়িতে বেকার বসে না থেকে অনলাইনে দিনে একঘন্টা অনলাইনে কাজ করে মাসে 20 হাজার টাকা নিশ্চিত আয় করুন
একই নিয়ম মানতে হবে দ্বিতীয়বার টাকা তোলার ক্ষেত্রেও (SBI Banking)। পাঠানো হবে নতুন OTP. সংবাদমাধ্যম সূত্রে খবর, জালিয়াতি রুখতে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকগুলিও একই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.