SBI Bank – SBI ATM থেকে বদলে গেলো টাকা তোলার নিয়ম, না মানলে 273 টাকা ফাইন। New guidelines 2022.
SBI Bank – কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম?
বর্তমান ইন্টারনেট ব্যবহার করে যে কোনো প্রশ্নের উত্তর নিমেষেই পাওয়া সম্ভব (SBI Bank)। কিন্তু আমরা সকলেই জানি, উন্নত তথ্যপ্রযুক্তির যেমন গুণ রয়েছে, পাশাপাশি এটি সাধারণ মানুষকে ফেলতে পারে চিন্তার মুখেও। কারণ দিন দিন তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাকা জালিয়াতির নানান ঘটনা উঠে আসছে। এবার জালিয়াতদের রুখতে কড়া পদক্ষেপ নিল এসবিআই (SBI)।
সম্প্রতি কিউআর কোড স্ক্যান (QR Code) থেকে শুরু করে এটিএম কার্ড ব্যবহারের দিকগুলি নিয়ে একাধিক টুইট করতে দেখা গেছে এসবিআই এর পেজ থেকে (SBI Bank)। এমন অনেক ঘটনাই উঠে আসে যে, সাধারণ মানুষকে ফোন বা মেসেজ করে তাদের ATM কার্ড নম্বর হাতিয়ে নেয় জালিয়াতেরা। এরপরই নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট। তাই এবার এটিএম কার্ড থেকে টাকা জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ নিল SBI.
কেন্দ্রীয় সরকারের কোল ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
নয়া নিয়ম –
২০২০ সালের ১ জানুয়ারি এই নিয়মের বিষয়টি জানা গিয়েছিলো। SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে SBI-এর যে কোনও ATM থেকে টাকা তুলতে হলে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP. আর্থিক লেনদেনের ক্ষেত্রে জালিয়াতি রুখতে এই পদক্ষেপ (SBI Bank)। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের অতিরিক্ত নিরাপত্তা দেওয়াই তাদের লক্ষ্য। তাই এখন থেকে টাকা তুলতে হলে ATM-এর সামনে দাঁড়িয়ে OTP দিলে তখনই মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে। সেক্ষেত্রে গ্রাহককে ATM থেকে টাকা তোলার সময় সঙ্গে রাখতে হবে ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নম্বর যুক্ত মোবাইলটি।
বাতিল ৬ লক্ষ আধার কার্ড, আপনারটা এখান থেকে চেক করুন, আর বাতিল হলে কি করবেন দেখুন
গ্রাহকেরা SBI-এর ATM থেকে টাকা তুলতে গেলে ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে চারটি ডিজিটের OTP কোড আসবে (SBI Bank)। সেটি সঠিকভাবে দিলে কত টাকা তুলতে আগ্রহী, তা যাচাই করে নেওয়া হবে। এই পদ্ধতির মাধ্যমে ATM কার্ড থেকে অতিরিক্ত টাকা বেরিয়ে যাচ্ছে না, তা নিশ্চিত করা হবে। দ্বিতীয়বার টাকা তুলতে গেলেও মানতে হবে একই নিয়ম। পাঠানো হবে নতুন OTP. সংবাদমাধ্যম সূত্রের খবর, গ্রাহক সুরক্ষার কথা ভেবে ভবিষ্যতে বাকি ব্যাংকগুলিও একই ব্যবস্থা নিতে চলেছে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
Jio নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, ব্যবহার করা যাবে আনলিমিটেড ডেটা