Bank Account – সেভিংস না কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট! কোথায় টাকা রাখলে বেশি লাভ? হিসাব দেখে সিদ্ধান্ত নিন

Bank Account এ তো আমরা প্রত্যেকেই টাকা জমা রাখি। প্রত্যেকটি পরিবারেরই কোনো না কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা রয়েছে। এবং তাতে টাকাও জমানো রয়েছে। ব্যাংকে টাকা জমানোর বেনিফিটস্ সম্পর্কে আমরা সকলেই অবগত। এখানে টাকা জমানোর ওপর সুদ পাওয়া যায় এবং যদি কোনো ভাবে কোনো ক্ষয় ক্ষতির হয় তার যথার্থ খোরপোষ পাওয়াও যায়। বিভিন্ন ব্যাংকের রেট চার্ট আলাদা। প্রাইভেট ব্যাংক পালবিক ব্যাংকের রেট চার্ট এও বিস্তর ফারাক রয়েছে।

Difference Between Savings and Current Bank Account

বিভিন্ন ব্যাংকের রেট চার্ট আমরা ব্যাংকে গেলে বা অনলাইনেই খুব সহজে জেনে নিতে পারি। সেই অনুযায়ী আমাদের ব্যাংক নির্বাচন করতেও কোনো অসুবিধা হয় না। তবে এর মধ্যে যদি মাথায় প্রশ্ন আসে কোন অ্যাকাউন্টে টাকা রাখবো তাহলে তার উত্তর কি ? সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট কোনটা বেশি ফলপ্রসূ হবে।

এই বিষয়ে কিন্তু আপনারা সঠিক তথ্য পাবেন না। ভারতের প্রায় 90% মানুষই জানেন না এই দুই অ্যাকাউন্টের মধ্যে কোনটা তাদের পক্ষে লাভজনক। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের এই বিষয়েই সমস্ত তথ্য দেবো যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে Bank Account খুলতে পারেন।

সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য

১) প্রথম পর্যায়ে ব্যাংকে গেলেই যেকোনো ব্যাক্তির যে যেকোনো ব্যাক্তির বাই ডিফল্ট যে অ্যাকাউন্টটা খোলা হয় সেটাই হলো সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি খোলা হয় টাকা জমানোর জন্য বা সাধারণ যেকোনো আর্থিক লেনদেনের জন্য। কারেন্ট অ্যাকাউন্ট খোলার অর্থ দৈনন্দিন অনেকটা টাকার লেনদেন করা বা ড্রাফট করে।

পোস্ট অফিসের নতুন সঞ্চয় প্রকল্প। প্রতিমাসে 20 হাজার টাকা পাবেনসুযোগ

২) সেভিংস অ্যাকাউন্ট যেকোনো একজন ব্যাক্তি, বা স্পাউস অথবা সন্তানদের সাথে জয়েন্ট খোলা যেতে পারে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট যেকোনো ফর্ম, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এন্টারপ্রাইজ,পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, হোল্ডিং, সাবসিডারি যেকোনো কোম্পানিই খুলতে পারে।

৩) সেভিংস অ্যাকাউন্টে জমাকৃত টাকার ওপর সুদ প্রদান করা হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা জমালে মেয়াদ পূর্তির পর জমাকৃত টাকার ওপর ভালো হারে সুদ পাওয়া যায়। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের টাকার ওপর কোনো সুদ পাওয়া যায় না। লাখ লাখ টাকা রাখলেও এখান থেকে আপনারা সুদের আশা করতে পারবেন না।

৪) সেভিংস অ্যাকাউন্টে অনেক ক্ষেত্রেই নুন্যতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয়না। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ওপর এই বৈশিষ্ট্য উপলব্ধ হয়। কারেন্ট অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট নূন্যতম ব্যালেন্স মেইনটেন করতে হবে।

৫) সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করার ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা রয়েছে। যা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নেই। কারেন্ট অ্যাকাউন্টে আপনারা অবাধে লেনদেন করতে পারবেন। উল্লেখ্য সেভিংস অ্যাকাউন্ট সাধারণ জনগণদের জন্য সাধারণ উদ্যেশ্যে খোলা হয়। এবং কারেন্ট অ্যাকাউন্ট শুধু মাত্র ব্যবসায়িক কাজে বড় বড় অংকের টাকার লেনদের করার জন্য এই অ্যাকাউন্ট খোলা হয়। কোনো সাধারণ ব্যাক্তি চাইলে কখনই এই Bank Account খুলতে পারবেন না।
Writte by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button