Salary Increase – 16% ডিএ ঘোষণা পশ্চিমবঙ্গে, পঞ্চায়েত ভোটের আগে বিরাট সুখবর।
Salary Hike in West Bengal
পশ্চিমবঙ্গের কর্মীদের একাংশের পকেটে ঢুকতে চলেছে মোটা অংকের টাকা। ফের আরেকবার Salary Increase বা বেতন বৃদ্ধির ঘোসনা পশ্চিমবঙ্গে। আনন্দের রেশ এবার ছড়িয়ে পড়েছে সরকারি কর্মীদের মধ্যে। ১৬ শতাংশ ডিএ পেতে চলেছেন তারা। তবে Salary Increase এর এই ডিএ ঘোষণা কিন্তু সমস্ত কর্মীদের জন্য নয়। তাই বিভ্রান্ত না হয়ে আগে পুরোটা জেনে নিন।
ডিএ ঘোষণা কাদের জন্য?
রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই DA নিয়ে আন্দোলন করছেন। একাধিকবার কর্মবিরতি, ধর্মঘটের মত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো ডিএ এর মঞ্চে গিয়ে শাসকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। স্বাভাবিকভাবেই DA আন্দোলন নিয়ে তখনই প্রশ্ন উঠে গিয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলির ইন্ধন রয়েছে এর পিছনে। আর এই আন্দোলন শুরু হতেই তড়িঘড়ি করে ৩% DA ঘোষণা হয়, রাজ্য বাজেটে। কিন্তু দাবী অনুযায়ী সেই টাকা অনেক কম বলেই আন্দোলন থামেনি।
আর এরকম একটা আবহের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে DA Getting School এর শিক্ষকদের একাংশের ১৬% DA বৃদ্ধি করা হলো। এই অতিরিক্ত টাকা তারা ইতিমধ্যেই মার্চ মাস থেকেই পেতে চলেছেন। এবার জেনে নিন, ডিএ গেটিং স্কুল কি ও কাদের জন্য Salary Increase এর এই অর্ডার। কারা পেতে চলেছেন এই বর্ধিত হারে Dearness Allowance?
DA Getting School:
রাজ্য শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বেশ কিছু স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা এই ১৬ শতাংশ হারে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। এতদিন পর্যন্ত এই সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা ১২৫% হারে মহার্ঘ ভাতা পেতেন। এবার থেকে বর্ধিত হারে 141 শতাংশ DA পাবেন তারা। তবে এই বর্ধিত হারে ডিএ রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীরা পাবেন না। তারা যেমন 6 শতাংশ DA পাচ্ছেন সেটাই পেয়ে যাবেন।
সম্প্রতি রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ বর্ধিত ডি এ ঘোষণা করা হয়। তারপর থেকেই তারা 6 শতাংশ হারে DA পাচ্ছেন। যদিও এতে তারা সন্তুষ্ট হতে পারেননি। ঠিক সেই একইভাবে বেশ কিছু স্কুলের শিক্ষক সংগঠন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেননি। তাদের বক্তব্য, গত ২ বছরের বকেয়া মহার্ঘ ভাতা (Salary Increase) এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেই টাকা দেওয়া হবে কিনা সেই বিষয়েই তারা প্রশ্ন তুলেছেন।
কোন স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা এই 16 শতাংশ হারে DA পেতে চলেছেন? রাজ্যের ডিএ গেটিং স্কুল, অ্যাংলো ইন্ডিয়ান স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরাই এই 16 শতাংশ বর্ধিত হারে DA পেতে চলেছেন। তার কারণ, এই সমস্ত স্কুলের গভর্নিং বডির দ্বারাই শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বেতন নির্ধারিত করা হয়ে থাকে। তবে ডিএ এর টাকা টা রাজ্য সরকার দিয়ে থাকে।
আরও পড়ুন, এই নিয়ম না মানলে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে সামগ্রী পাবেন না।
ফলে সরকারের দ্বারা তাদের জন্য বর্ধিত হারে DA প্রদান করা হলে যথেষ্ট উপকৃত হবেন সেই সমস্ত শিক্ষক ও শিক্ষা কর্মীরা। খুব শীঘ্রই এই বিষয়ের সরকারের তরফে Salary Increase এর বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। ২০২৩ সালের ১ মার্চ থেকেই এই সমস্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা বর্ধিত হারে মহার্ঘ্য ভাতা পেতে চলেছেন।
এদিকে রাজ্য সরকার যে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেছেন। তাদের আক্ষেপ কেন্দ্র টাকা দিচ্ছেনা বলে Salary Hike বা ডিএ দেওয়া যাচ্ছেনা। কিন্তু গতকাল রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে বকেয়া ৯ হাজার কোটি টাকা পাওয়ার খবর পেয়েছে। এবার সরকারি কর্মীদের বক্তব্য, এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিক। এই বিষয়ে আপনার মন্তব্য নিচে কমেন্ট করে আলোচনায় অংশগ্রহন করতে পারেন।