Salary Hike: ডিএ বৃদ্ধি না হলেও বাংলার সরকারি কর্মীদের বেতন বাড়ল। অ্যাকাউন্টে ঢুকবে 16,000 টাকা। বিজ্ঞপ্তি জারি সরকারের

WB Government Employees Salary Hike

সরকারি কর্মীদের মন রাখতে রাজ্য সরকারের মাস্টারস্টোক। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Salary Hike) হল। নতুন করে এই ঘোষণা করল সরকার। সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে ১৬,০০০ টাকা। ভাবা যায়! এবার সেই সুখবর সরকার দিতেই খুশির হওয়া রাজ্যে।

Government Employees Salary Hike

অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মীদের (Government Employees) জন্য ভাল খবর। অনেকদিন ধরেই ডিএ-এর পরিমাণ বৃদ্ধি না করলেও সরকারি কর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের ঘোষণা এসেই চলেছে। সরকারি কর্মীদের মধ্যে যারা শিক্ষক, তাঁদের বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। আর এবার সেই দাবিতে সাড়া দিল মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সরকার। বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। সরকারি কর্মীদের কতটা বাড়ল বেতন? আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

শিক্ষকদের বেতন বাড়ল পশ্চিমবঙ্গ সরকার

বর্তমানে রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (MSK) মিলিয়ে কর্মরত রয়েছেন কয়েক হাজার শিক্ষক। মঙ্গলবার দিন তাদের সবার জন্য বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের তরফে। যা জানা যাচ্ছে, আগামী ১লা ফেব্রুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাবেন সকল শিক্ষকরা। আসলে কিছুদিন আগেই মাইনে বাড়ছে না বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন তাঁরা আর এবার প্রকাশ্যে এল নয়া ঘোষণা। স্বাভাবিকভাবে খুশি শিক্ষকেরা।

বেতন বৃদ্ধি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি হল

ইতিমধ্যে শিক্ষা দফতরের তরফ থেকে বেতন বৃদ্ধির সম্পর্কিত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বেতন ৩% হারে বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ যারা সক সহায়ক/সহায়িকা পদে কর্মরত তাঁদের বেতন এবার ১১,২৫৫ টাকা থেকে বেড়ে ১১,৫৯৩ টাকা হয়েছে। আর মুখ্য সহায়ক বা সহায়িকা পদের বেতন ১১,৬৩৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১১,৯৮৭ টাকা।

বকেয়া ডিএ কবে দেবে সরকার? সরকারি কর্মীরা জেনে নিন জরুরী আপডেট

এছাড়াও যারা সম্প্রসারক বা সম্প্রসারিকা পদে কর্মরত, তাঁদের ক্ষেত্রে বেতন ১৪,৬৩২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫,০৭১ টাকা। এছাড়াও মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকাদের ক্ষেত্রে বেতন হয়েছে ১৫,৭৫৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৬,২৩১ টাকা। সরকারের এই সিদ্ধান্তে খুশি হলেন কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা অনেকদিন ধরেই ডিএ বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছিলেন। আর এবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করে সুখবর জানানো সরকার। তবে এখনো রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেই মামলার রায়ের দিকে তাকিয়ে বাংলার সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button