Salary Hike In India

ভারতবর্ষের চাকুরীজীবীদের জন্য মাঝেমধ্যেই সুখবর দেয় সরকার। মাঝেমধ্যেই আসে বেতন বৃদ্ধির (Salary Hike) সুখবর। সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মীরা অপেক্ষায় থাকেন সরকারের এই ঘোষণা শোনার জন্য।বছরের বিভিন্ন সময় সরকার বেতন বৃদ্ধি (Salary Hike) ছাড়াও মহার্ঘ ভাতা, ও অন্যান্য ভাতা বৃদ্ধি করে। কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়।

সব মিলিয়ে সরকারের বিভিন্ন ঘোষণা শোনার অপেক্ষায় প্রতিনিয়ত থাকেন এদেশের চাকুরীজীবীরা। তবে সম্প্রতি একটি বিষয় সামনে আসছে, যা দেখে রীতিমতো অবাক কর্মীরা। বেতন বৃদ্ধি নিয়ে দারুন সুখবর পেলেন তাঁরা। ইতোমধ্যে একটি রিপোর্ট গেছে সরকারি দপ্তরে। ‌ এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, তবে চাকরিজীবীদের বেতন কত বাড়ছে? আসুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক।

বাম্পার খবর! একেবারে 18% ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের! পুজোর আগেই মিলবে সুখবর?

Salary Hike In India Update 2024

পুজোর মরশুমে ভারতীয় চাকুরিজীবিদের জন্য দুর্দান্ত সুখবর। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে,আগামী বছর চাকরিজীবীদের বেতন বৃদ্ধির (Salary Hike) হার আরও বাড়বে। সমীক্ষা থেকে খবর, চাকরিজীবীদের বেতন বৃদ্ধির হার বাড়ছে। চলতি বছরে তাঁদের বেতন গড়ে বেড়েছে ৯.৩ শতাংশ। কিন্তু আগামী ২০২৫ সালে স্যালারি বৃদ্ধির হার আরও বেড়ে দাঁড়াবে ৯.৫ শতাংশে।

সাম্প্রতিক এই সমীক্ষায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বেতনবৃদ্ধির হারের নিরিখে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন কর্মক্ষেত্র গুলি। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন ক্ষেত্রে কর্মরতদের বেতন বৃদ্ধি পাবে বলেই আওন নামে এক সংস্থার মত।

আসলে চলতি বছরের বেতন বৃদ্ধি নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল আওন নামক সংস্থাটি। তবে সংস্থার রিপোর্ট সর্বতভাবে চাকরিজীবীদের মুখে হাসি ফোটাতে পারেনি। কারণ সেখানে বলা হয়, চলতি ২০২৪ সালে কর্মরতদের বেতন বৃদ্ধির হার গত তিন বছরের তুলনায় সর্বনিম্ন হবে। আওন নামক সংস্থাটি মোট ৪৫ ক্ষেত্রের ১৪১৪টি সংস্থার উপর সমীক্ষা চালায়। আর তারপর রিপোর্ট পেশ করে। যার মধ্যে ৭৫ শতাংশ সংস্থাই জানায় যে, কর্মীদের বেতন আগামী দিনে বাড়াবে।‌

অবশেষে স্বস্তি! পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের নতুন নোটিশ! সমস্ত চিন্তা দূর হলো

ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন ক্ষেত্রের কর্মরতদের বেতন বাড়বে সবথেকে বেশি। সমীক্ষা থেকে জানা যায়, সেখানকার কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে অন্তত ১০ শতাংশ। সমীক্ষার রিপোর্ট স্পষ্ট ৯.৯ শতাংশ বেতন বাড়তে পারে সকল আর্থিক সংস্থাগুলোতে। তবে একই সঙ্গে সামনে এসেছে সবচেয়ে কম বেতন বৃদ্ধির হার।

রিপোর্টে বলা হল, ভারতবর্ষের টেকনোলজি কনসাল্টিং ক্ষেত্রে কম হবে বেতন বৃদ্ধির হার। এ সকল কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে ৮.১ শতাংশ হারে। পাশাপাশি এও জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয় দফার সমীক্ষা চালাবে আওন নামে সংস্থাটি। তার পরেই বেতন বৃদ্ধির হার সংক্রান্ত চূড়ান্ত রিপোর্টটি প্রকাশ করা হবে। ‌

আগামী বছর ২০২৫ সালে ভারতের বেতন বৃদ্ধি নিয়ে দুই দফায় সমীক্ষা চলবে। যার প্রথম দফার রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।‌ মোট ৪০টি কর্মক্ষেত্রের অন্তর্গত প্রায় ১১৭৬টি সংস্থার উপরে সমীক্ষা চালিয়ে প্রথম দফার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর এই রিপোর্ট দেখার পর থেকে দারুন খুশি ভারতবর্ষের চাকরিজীবীরা। কারণ রিপোর্ট থেকে বেতন বৃদ্ধির সম্ভাবনা স্পষ্ট হলো।