RRC Recruitment – ভারতীয় রেলে 1104 জন কর্মী নিয়োগ। জেনে নিন যোগ্যতা ও আবেদন পদ্ধতি।

ইতিমধ্যে ভারতীয় রেল দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগের (RRC Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যে সকল চাকরিপ্রার্থী এতদিন ভালো চাকরির আশায় ছিলেন তারা এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীই যেকোনো জায়গা থেকে আবেদন জানাতে পারবেন। নর্থ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেনটাইস অ্যাক্ট 1961 এবং অ্যাপ্রেনটাইসশিপ রুল 1962 অনুযায়ী অ্যাপ্রেনটিস হিসাবে এদের যুক্ত করা হচ্ছে। যেখানে কর্মীদের স্টাইপেন্ডও প্রদান করা হবে।

Advertisement

RRC Recruitment Apply Online 2024

  • পদের নাম
  • যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের শেষ তারিখ

পদের নাম

ভারতীয় রেলের এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে ফিটার, ওয়েলডার, সহ আরো টেকনিক্যাল পদের জন্য মোট 1104 জন কর্মচারীকে নিয়োগ করা হচ্ছে (RRC Recruitment). তাদের মধ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, জেনারেল প্রভৃতি ক্যাটাগরির জন্য নির্দিষ্ট শূন্যপদ আলাদা আলাদা করে রাখা হয়েছে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে প্রার্থীরা নূন্যতম মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন। দেশে মাধ্যমিক উত্তীর্ণ ব্যাক্তির সংখ্যা লক্ষাধিক। সুতরাং একাংশের কাছেই আবেদন করার সুযোগ রয়েছে। আজকের রিপোর্টের মাধ্যমে আমরা জেনে নেবো কিভাবে আবেদন জানাবেন, বয়সসীমা সহ আরো যাবতীয় তথ্য।

Ads

মোটা মাইনে সহ কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ। জানুন সহজে আবেদন পদ্ধতি।

বয়সসীমা

2024 জুন মাস অনুযায়ী যেসকল প্রার্থী বয়স 15 বছর তারা এই পদে আবেদন জানাতে পারবেন। 24 বছর বয়সী প্রার্থীরা এখানে সর্বোচ্চ আবেদন যোগ্য। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

Advertisement

আবেদন পদ্ধতি

১) আবেদনটি হবে সম্পূর্ণ অনলাইন। সুতরাং আবেদন করার জন্য আবেদনকারীরে সর্বপ্রথম এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর সেখানে গিয়ে বৈধ ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) এরপর যা যা প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিক ভাবে ফিল আপ করবেন। যেমন নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ ইত্যাদি।

Advertisement

৪) পরবর্তী স্টেপে যা যা ডকুমেন্টস প্রয়োজন টা সমস্ত সাইজ করে আপলোড করতে হবে। সাথে আপলোড করতে হবে নিজের পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার। ফটোতে যেনো অবশ্যই টুপি বা সানগ্লাস না পরা থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে।
৫) সব শেষে ফর্মটি একবার চেক করে সাবমিট করে দিতে হবে।

Ads

আবেদনের শেষ তারিখ

রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল 2024 জুন মাসের 12 তারিখ। পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন (RRC Recruitment). আবেদন করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি ধার্য করা হয়েছে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং মহিলা প্রার্থীরা বাদে সমস্ত প্রার্থীদের 100 টাকা করে দিতে হবে আবেদন ফি বাবদ।
Written by Sathi Roy.

সম্পাদক

Leave a Comment

Advertisement