RRB Exam 2025: রেলে চাকরির পরীক্ষা দেবেন? কোন মাসে কি পরীক্ষা হবে? সম্পূর্ণ তালিকা দেখে নিন

পড়াশোনা শেষ করে চাকরিতে যুক্ত হবেন বলে ভাবছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। সরকারি কিংবা বেসরকারি ফিল্ডে চাকরির খোঁজে রয়েছেন তাঁরা (RRB Exam) আবার অনেকেই রয়েছেন যারা সরকারি চাকরির পরীক্ষা দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। ‌রেলের চাকরিতে যুক্ত হবেন বলেও পড়াশোনা করছেন অনেকেই। তাঁদের সবারই লক্ষ্য থাকে, রেলের চাকরি পরীক্ষা কবে হবে সেই দিকে নজর রাখা। ‌

সম্প্রতি রেলের চাকরির পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ হয়েছে। আপনি যদি এই পরীক্ষায় অংশ নিতে চান, তাহলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নেবেন। কোন মাসে রেলে চাকরির পরীক্ষা হবে সেই বিষয়ে প্রয়োজনীয় তথ্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হলো। আপনারা অবশ্যই এই প্রতিবেদন পড়ে নেবেন।

RRB Exam Calendar 2024

প্রতিবছর রেলের প্রচুর শূন্যপদ পূরণ হয়। হাজার হাজার পদে চাকরি পান প্রার্থীরা। রেলের চাকরি যেহেতু বিভিন্ন পদের জন্য নিয়োগ হয় তার জন্য বিভিন্ন যোগ্যতায় চাকরি পান প্রার্থীরা। তবে নজর রাখা দরকার যে বছরে কোন সময় রেলের কোন পরীক্ষাটি (RRB Exam) আয়োজন হচ্ছে। রেলের তরফে নতুন করে কোন নোটিফিকেশন জারি করা হয়েছে নাকি।

সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া সহজ হয়। চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হতে পারেন প্রার্থীরা। প্রতিবছরের মতো এই বছরেও অর্থাৎ ২০২৪ সালে রেলের পরীক্ষার ভেকেন্সি প্রকাশিত হয়েছে। সেই ভেকেন্সি অনুযায়ী প্রার্থী নিয়োগ হবে, ফর্ম ফিল আপ করে আবেদনপত্র জমা নেওয়া হবে, আর চাকরি দেওয়া হবে অপেক্ষারতদের। মোটামুটি যা জানা যাচ্ছে, ২০২৪ সালের অনেকগুলো পরীক্ষা মিলিয়ে মোট ২ লক্ষ ভ্যাকেন্সি পূরণ হতে পারে। ‌

পোস্ট অফিসে নতুন চাকরি! 1,42,400/- টাকা বেতনে কর্মী নিয়োগ। আবেদন জানান শীঘ্রই

তাই যে সকল চাকরিপ্রার্থীরা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, নিজেদের যাচাই করে নিচ্ছিলেন এবার চাকরির জন্য পরীক্ষায় বসতে পারবেন। তাই কোন মাসে ও কোন তারিখে রেলের পরীক্ষা আয়োজিত হবে, আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। ২০২৪ সালে রেলের পরীক্ষার সম্পূর্ণ সূচি প্রকাশ হয়েছে। আপনাদের সুবিধার্থে গোটা বিষয়ে আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো। ‌

১) RRB NTPC Examination

RRB NTPC পরীক্ষা আয়োজন হতে পারে ২০২৫ সালের এপ্রিল-মে মাস নাগাদ। মোট শূন্যপদ হল ৩৫,০০০ এরও বেশি। কেরানি, জুনিয়র একাউন্টস অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড পদে প্রার্থীদের নিয়োগ হবে। ‌প্রথমে কম্পিউটার বেসড টেস্ট বা ‍CBT নেওয়া হবে। তারপর প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন পর্ব তারপর আয়োজিত হবে।

ভারতীয় রেলে টেকনিশিয়ান পদে নিয়োগ শুরু! 14289 শূন্যপদে নতুন চাকরি! আবেদন চলছে অনলাইনে

২) RRB Group D Examination

আরআরবি গ্রুপ ডি পরীক্ষাটি আয়োজিত হবে খুব সম্ভবত ২০২৫ সালের জুন জুলাই মাস নাগাদ। হেলপার, পোর্টার, ট্র্যাক মেন্টেনার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। সম্ভাব্য মোট শূন্যপদের সংখ্যা ১,০০,০০০ এর অধিক। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট বা ‍CBT নেওয়া হবে। তারপর শারীরিক দক্ষতা পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

৩) RRB ALP ও টেকনিশিয়ান পরীক্ষা

খুব সম্ভবত ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ এই পরীক্ষাটি আয়োজন হবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান পদে প্রার্থী নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫০,০০০ টি। এখানে প্রার্থী নিয়োগ হবে প্রথমে কম্পিউটার বেসড টেস্ট বা ‍CBT, তারপর প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন পর্বের মাধ্যমে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার দ্বারা।‌ এছাড়াও, রেল পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ জানতে অফিসিয়াল সাইটে নজর রাখতে হবে। সেখান থেকে আপনারা সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।

Related Articles

Back to top button