Rose vally Chit fund

রোজভ্যালি চিট ফান্ডের (Rose Vally Chit Fund) নাম শোনেননি এমন কেউ বোধহয় নেই। তবে শুধু রোজ ভ্যালি (Rose Vally Chit Fund) নয় এমন অনেকেই আছেন যারা বিভিন্ন চিটফান্ডে টাকা রেখেছিলেন।অনেকেই আছেন যারা চিট ফান্ডে টাকা ফেরতের অপেক্ষায়।ভেবেছিলেন টাকা হয়ত ফেরত পাওয়া সম্ভব হবে না। কিন্তু এবার জানা যাচ্ছে চিটফান্ডের (Rose Vally Chit Fund) টাকা ফেরত শুরু হয়েছে।

আর তার জন্য অনলাইনে আবেদন শুরু হলো। আপনিও যদি চিটফান্ডে (Rose Vally Chit Fund) টাকা রেখে থাকেন, তাহলে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতিতে আবেদন সাবমিট করুন। কিভাবে টাকা ফেরত পাবেন, আর কবে থেকে টাকা ফেরত পাবেন, সেই সংক্রান্ত তথ্যগুলি জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে। আশা করা যায় এতে সবাই উপকৃত হবেন।

অবশেষে পুজোর আগেই সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত!

Rose Vally Chit Fund Money Refund

বর্তমানে রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট -সহ বিভিন্ন চিটফান্ডের তরফে টাকা ফেরত এর প্রক্রিয়া শুরু হয়েছে (Rose Vally Chit Fund)। অনেকেই টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন সাবমিট করেছেন (Rose Vally Chit Fund)। ইতোমধ্যে যারা টাকা ফেরত এর জন্য আবেদন করেছিলেন তাঁদের টাকা ফেরতের প্রক্রিয়াও শুরু হয়েছে।

তাই এই বিষয়ে প্রত্যেকের জেনে নেওয়া জরুরী। কারা টাকা ফেরত পাবেন, কবে থেকে এই টাকা ফেরত পাবেন, আর কিভাবে টাকা ফেরত পাবেন সমস্ত তথ্য একজোট করে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। প্রচুর মানুষ রোজভ্যালির মত বিভিন্ন চিটফান্ডে টাকা রেখেছিলেন, এবার তাঁদের আশা অতিসত্বর যাতে টাকা ফেরত আসে। জনসাধারণ মানুষের চিন্তা দূর হতে চলেছে। অবশ্যই ফেরত পেয়ে যাবেন আপনাদের টাকা।

Rose Vally Chit Fund টাকা ফেরত শুরু!

বর্তমানে বেশ অনেকগুলি চিটফান্ডের টাকাই ফেরত দেওয়া চলছে বলে খবর। বেশ আগে থেকে অ্যালকেমিস্ট চিটফান্ডের (Alchemist Chit Fund) টাকা ফেরত চলছে। তবে এও জানা যাচ্ছে, নতুন করে রোজভ্যালি চিটফান্ডের (Rose Valley Chit Fund) টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো।

টাকা ফেরতের আবেদন জানাবেন কিভাবে?

আপনি যদি চিটফান্ডে টাকা রেখে থাকেন, টাকা ফেরতের জন্য তবে আপনাকে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। কিভাবে আবেদন জানাবেন স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো।

  • সবার প্রথমে আপনি যে কোন ব্রাউজার ওপেন করে ভিজিট করবেন অফিসিয়াল ওয়েবসাইটে। ‌
  • তারপর থ্রি লাইনে ক্লিক করে ‘আপলোড সার্টিফিকেট’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর উল্লেখ করবেন আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র।
  • এরপরের ধাপে সমস্ত নথি জমা করতে হবে আপনাকে। অনলাইনে সব আপলোড করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।

কি কি নথিপত্র জমা করতে হবে?

টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু নথি জমা করতে হবে। কোন কোন ডকুমেন্ট জমা করবেন? দেখে নিন। ‌

  • আপনার অরিজিনাল সার্টিফিকেটের কপি আপনার অ্যাকনোলেজেমেন্ট কপি
  • এবার যদি আপনার নথি এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন হবে Affidavit Document। নয়তো লাগবে না।
  • আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে জমা করতে হবে যেকোনো একটি কাগজ এই তালিকায় রয়েছে (প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স)।
  • আবেদনকারীর ঠিকানার প্রমাণ হিসেবে জমা করতে হবে (পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড /ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড) যেকোনো একটি ডকুমেন্ট।
  • প্রয়োজন হবে আপনার ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার কপি,
  • আপনার চেক বই অথবা cancel check এর কপি।

কবে টাকা দেওয়া হবে?

এর আগে গত ২৪ শে জুলাই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় ইডির সিজ করা রোজ ভ্যালির মোট ১৪ টি ফিক্সড ডিপোজিট বাবদ ১২ কোটি টাকা রোজভ্যালির কমিটিকে হস্তান্তর (ADC) করতে হবে। আর এই নির্দেশ মতো যখনই ইডি রোজভ্যালি কমিটিকে টাকা হস্তান্তর করবে, তারপরেই রোজভ্যালি কমিটি সেই টাকাগুলি ফেরত দিয়ে দেবে সাধারণ মানুষকে অর্থাৎ যারা আবেদন করেছেন। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হবে টাকা।

হু হু করে কমছে সোনার দাম! জলের দরে বিক্রি হচ্ছে সোনা! 22 ক্যারেট সোনা কত টাকায় পাবেন?

এরই মধ্যে সূত্রের খবর, শুধুমাত্র ১২ কোটি নয় রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে ২১০০ কোটি টাকা। সেই টাকা গুলিও ধাপে ধাপে উপভোক্তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। এরই মধ্যে জানা যাচ্ছে, এডিসির একাউন্ট প্রায় তৈরি হয়ে গিয়েছে। ইডি ওই টাকা একাউন্টে জমা করলেই টাকা ফেরতের জন্য একটি স্কিম তৈরি হবে।

তারপর এই স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলে উপভোক্তাদের মধ্যে টাকা ফেরানোর কাজ শুরু হবে। অতএব, আশা করা যায় যাদের কম অংকের টাকা জমা ছিল ‌ মোটামুটি ২০০ থেকে ১০ হাজারের মধ্যে, তাঁদের খুব সম্ভবত পুজোর আগেই কিছু কিছু টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকবে, নির্দিষ্ট সময় অন্তর ধাপে ধাপে উপভোক্তাদের ফেরত দিয়ে দেওয়া হবে টাকা।