WB HS Result 2022 – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদ সূত্রে জারি নতুন বিজ্ঞপ্তি। Big Update.
WB HS Result 2022 – কবে থেকে করা যাবে রিভিউ, স্কুটিনি এবং আরটিআই-এর জন্য আবেদন?
গত ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন-অবরোধ। এবছর ৪৪ দিনের মাথায় প্রকাশ পেল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা দিয়েছিলেন প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থী। ফলাফল প্রকাশের পরেও মার্কশীট হাতে পাননি কোনো পরীক্ষার্থী।
এবছর উচ্চমাধ্যমিকে পাস করেছেন ৮৮ শতাংশ পড়ুয়া। তবে ফলাফল প্রকাশের পর (WB HS Result 2022) অনুত্তীর্ণ পড়ুয়াদের বক্তব্য, তারা ভালো পরীক্ষা দিয়েছেন। কিন্তু উত্তরপত্র সঠিকভাবে দেখা হয়নি। সেই কারণেই তারা করেছেন ফেল। প্রিয় সন্তানদের এই বক্তব্যে আশ্বস্ত হয়ে এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন অভিভাবকেরাও।
ইতিমধ্যে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় তাদের এই বিক্ষোভ আন্দোলনে। তাদের দাবি তারা এইসব ‘Unsuccessful’ মানবেন না (WB HS Result 2022)। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, আগামী ২০ জুন অর্থাৎ সোমবার নির্দিষ্ট ক্যাম্প অফিসের প্রতিনিধিদের হাতে মার্কশীট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
আজ থেকে ফের বাড়ল LPG গ্যাসের দাম, অতিরিক্ত কত টাকা চোকাতে হবে আমজনতাকে
অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পরীক্ষা দেওয়ার পর যেমন ফলাফল আশা করা হয় রেজাল্টে তেমন প্রতিচ্ছবি ফুটে ওঠেনি। সেক্ষেত্রে নির্দ্বিধায় পরীক্ষার্থীরা করতে পারেন নির্দিষ্ট বিষয়ে রিভিউ এবং স্কুটিনি (WB HS Result 2022)। এবার এই মর্মে গত মঙ্গলবার পর্ষদ সূত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্কুটিনির জন্য পরীক্ষার্থীরা করতে পারবেন আবেদন।
রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৫ জুলাই। পরীক্ষার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। এমনটাই বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি সম্পূর্ণ পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমেই। এক্ষেত্রে আবেদনকারীরা ইউপিআই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন পেমেন্ট।
রোজ 1 জিবি ডেটা, ফ্রি কল, 150 টাকার সেই আগের প্লান ফিরিয়ে আনলো জিও
তবে আবেদনকারীরা একইসাথে স্কুটিনি, রিভিউ এবং আরটিআই এর জন্য আবেদন করতে পারবেন না (WB HS Result 2022)। স্কুটিনি এবং রিভিউয়ের ফলাফল বেরোনোর পর আবেদন করা যাবে আরটিআই-এর জন্য। আরটিআই-তে উত্তরপত্রের ফটোকপির জন্য করা যাবে আবেদন। পরসিতে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ স্কুটিনি এবং আরটিআই-য়ের উত্তর দেওয়া হবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.