নববর্ষ অফার! মাত্র 100 টাকায় প্ল্যান আনলো Reliance Jio! টানা ৯০ দিন ধরে নো চিন্তা। আজই রিচার্জ করুন
Reliance Jio Recharge Plan
নববর্ষের আগেই রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য দারুন সুখবর। প্রথম থেকেই জিও তাঁর গ্রাহকদের অফার দিয়ে থাকে। তার ব্যতিক্রম হল না নববর্ষের আগেও। এবার জিও নিয়ে এল দারুন এক অফার। সবাইকে অবাক করে মাত্র ১০০ টাকায় প্ল্যান এনেছে। যে প্ল্যানে একবার রিচার্জ করে নিলে টানা ৯০ দিন নো চিন্তা। কি ভাবছেন? আসুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Reliance Jio New Recharge Plan
যারা জিও গ্রাহকদের বিশেষ করে ক্রিকেটপ্রেমী, তাঁদের জন্য ভালো খবর। আপনারা তো সবাই জানেন, বর্তমানে আইপিএলের মরসুম চলছে।
১৮ তম মরশুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর ভারত হল ক্রিকেট প্রেমীদের দেশ। আইপিএল সিজনের মাঝে তাই রিলায়েন্স জিও হাজির করল একটি দারুন সস্তার প্ল্যান (Jio Recharge Plan). যেখানে আপনি মাত্র 100 টাকা রিচার্জ করলেই পাচ্ছেন পুরো 90 দিনের ভ্যালিডিটি।
আরও পড়ুন: বাজার দখলে ছক্কা হাঁকালো বিএসএনএল! মাত্র 1 টাকায় মিলবে 1GB ডেটা! গ্রাহক মহলে খুশির হাওয়া
জিওর এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা মিলবে?
জিওর নতুন রিচার্জ প্ল্যানটিতে পাচ্ছেন কম খরচে একাধিক সুবিধা। এখানে আপনি আইপিএল সহ JioHotstar-এ দেখতে পাবেন ওয়েব সিরিজ, শো সিনেমা, এমনকি ইন্টারনেট পরিষেবা। এটি মূলত নতুন বাজেট ফ্রেন্ডলি প্ল্যান। যারা আইপিএল দেখতে ভালবাসেন অনলাইন কনটেন্ট দ্যাখেন, তাঁরা এই প্ল্যানে রিচার্জ করে নিন।
এতে পাবেন 5GB হাইস্পিড ডেটা। তবে এও জেনে রাখা ভালো যে, আপনি এই রিচার্জ প্ল্যানে কল এবং SMS এর কোন সুবিধা পাবেন না। তবে বড় সুবিধা, এখানে টানা তিন মাস ফ্রিতে JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে। তাই যারা ক্রিকেট দেখতে পছন্দ করেন, ও যারা আইপিএল প্রেমী, তাদের জন্য এই আইপিএলের মেগা মরসুমে সেরা অফার হবে।
আরও পড়ুন: জিও গ্রাহকরা পাবে ডবল বেনিফিট! সবাইকে চমকে দিয়ে ঘোষণা করলো Jio
Jio Hotstar-এর সুবিধা পাচ্ছেন!
আরেকটি বিষয় বলে রাখা জরুরি, JioHotstar সাবস্ক্রিপশন যারা চালু করতে চান, তাদের জন্যও বেশ কিছু নিয়ম চালু করেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। আপনার কাছে কোন মাসিক প্ল্যান আগে থেকেই থাকলে, সেটির মেয়াদ শেষ হওয়ার 48 ঘন্টা আগেই আপনি এই প্ল্যানটিতে রিচার্জ করে নিন। তাহলে আপনি JioHotstar পরবর্তী দুই মাসের জন্য অফারে পাবেন।
উপসংহার: রিলায়েন্স জিওর 100 টাকার প্ল্যানটি মূলত কম বাজেটে বেশি দিনের ভ্যালিডিটি প্রদান করছে। তাই যারা রিচার্জ করতে চাইছেন শুধুমাত্র আইপিএল ম্যাচ বা বিনোদনের জন্য, তাঁদের জন্য এটি অন্যতম সেরা বিকল্প হতে পারে। এছাড়াও আপনি কলিং বা SMS এর প্রয়োজন হলে 299, 349, 899 বা 999 টাকার প্ল্যানগুলিতে রিচার্জ করতে পারেন।